জীবনে প্রত্যেকটি পর্যায়ে নতুন নতুন অভিজ্ঞতা আমরা সকলেই অর্জন করি। নতুন নতুন জ্ঞান অর্জন করি এবং সেইসাথে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু এমন কিছু পর্যায়ে রয়েছে যেটা আমাদের পারিবারিকভাবেই মেনে নিতে হয় বা পারিবারিক সিদ্ধান্তের উপরেই সবকিছু নির্ভর করে। ঠিক তেমনি একটি সিদ্ধান্ত আমার পরিবার থেকেই নেওয়া হয়েছে যদিও সেখানেও আমার মতামত রয়েছে সবমিলিয়ে সবার মতামত অনুযায়ী সেই সিদ্ধান্তটা গ্রহণ করা হয়েছে।
সত্যি বলতে প্রথম প্রথম অনেক এক্সাইটেড থাকলেও একপর্যায়ে এসে অনেকটাই ভয় কাজ করছে। আমি কি এইসব দায়িত্বগুলো পালন করতে পারব? যেটা এখন আমার মাথার উপরে রয়েছে কিংবা আমি কি অন্য একজনের দায়িত্ব নেওয়ার জন্য বর্তমানে প্রস্তুত? এরকম নানান ধরনের চিন্তা ভাবনা মাসে মাথায় ঘুরপাক করছে। আসলে এর থেকে বড় দায়িত্ব কিংবা চাপ হয়তো আমি কখনো আগে ফেস করিনি। তারপরও আল্লাহ তায়ালা যদি চান তাহলে অবশ্যই সবকিছু ঠিকভাবেই হবে এবং আমিও সবকিছু ঠিকভাবেই ম্যানেজ করে নিতে পারব। তারপরও একটি ভয় কাজ করে। যেটা থেকে আসলে উদ্ধার করার মতো বর্তমানে আমি আশেপাশে কাউকে দেখছি না।
তবে যেহেতু আপনারা সকলেই আমার একটা পরিবার তাই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের কি মনে হয় আমি কি সব কিছু সামলে নিতে পারব? নতুন একটি দায়িত্ব নিতে পারব? সেই বিষয়গুলো একটু উপদেশ আকারে মন্তব্যে জানাতে পারেন। খুবই বিষন্নতার মধ্যে ভুগছি এবং অনেকটা ভয়ও কাজ করছে। সবমিলিয়ে একটু হ য ব র ল অবস্থার মধ্যে রয়েছি। যাই হোক আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।