আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে পুরনো দিনের স্মৃতি সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
পুরনো দিনের স্মৃতি যখন আমাদের মনে পড়ে তখন কেমন যেন আমরা অচেতন হয়ে যায়। অর্থাৎ আমরা তখন আর এই বর্তমান সময়ে অবস্থান করিনা। যদিও আমাদের শরীরটা বর্তমান সময়ে অবস্থান করে কিন্তু আমাদের মনটা সেই পুরনো দিনে আবার চলে যায়। আসলে এই পৃথিবীতে সবাই কিন্তু যতই বড় হচ্ছে ততই তাদের পূর্বের কথাগুলো যখন মনে পড়ে তখন সেই পূর্বের জন্য তাদের অনেক বেশি কষ্ট হয় এবং তারা যদি সেই পূর্বের অবস্থানে ফিরিয়ে দিতে পারতো তাহলে অবশ্যই তাদের জীবনে সেই সুখ শান্তি আবার ফিরে আসত। কেননা পুরনো দিনের বিভিন্ন স্মৃতি রয়েছে যা কিন্তু মানুষের জীবনকে আনন্দ দেয় এবং সেই সব জীবনের মানুষগুলোকে আস্তে আস্তে যেহেতু মানুষ ভুলে যায় তাই তাদের কোথাও দেখতে পেলে আবার সেই পুরনো দিনে আমরা চলে যাই।
আসলে কিছু কিছু মানুষের জন্য পুরনো দিনের স্মৃতি কষ্টের হয়ে থাকে আবার কিছু কিছু মানুষের জন্য এই পুরনো দিনের স্মৃতি আনন্দের হয়ে থাকে। যারা গরিব পরিবারের জন্মগ্রহণ করে তাদের জন্য পুরনো দিনের স্মৃতিগুলো যেমন খারাপ হয় তেমনি বর্তমান দিনের অবস্থানও তাদের অনেক বেশি খারাপ হয়। কেননা তারা পূর্বের অবস্থানে বর্তমান সময়ে রয়েছে। অর্থাৎ তারা যেমন গরীব পরিবারের জন্মগ্রহণ করেছে এবং খুব কষ্টের মাঝে এই পৃথিবীতে বড় হয়েছে ঠিক একই রকম তারাও সেই কঠোর পরিশ্রম বর্তমানেও চালিয়ে যাচ্ছে। আসলে এইসব মানুষেরা যতই কঠোর পরিশ্রম করুক না কেন তারা কিন্তু তাদের জীবনটাকে উন্নতির দিকে খুব সহজে এগিয়ে নিয়ে যেতে পারে না। কেননা সমাজের উঁচু স্তরের লোকগুলো তাদের সবসময় নিচের দিকে চাপিয়ে রাখে।
আসলে গরিব মানুষের জন্য পুরনো দিনের স্মৃতি গুলো সব সময় কষ্টের হয়ে থাকে। আর যারা মধ্যবিত্ত শ্রেণীর লোক রয়েছে তাদের কাছে হয়তোবা পুরনো দিনের কিছু কিছু স্মৃতি আনন্দ দেয় আবার কিছু কিছু স্মৃতি তাদের কষ্ট দেয়। কেননা একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান তাদের সেই পুরনো দিনে তারা কিন্তু তাদের চাহিদা মত সবকিছু নিজেদের জীবনে পূরণ করতে পারে না। কেননা শুধুমাত্র তারা তাদের সংসারটাকে একটু ভালোভাবে পরিচালনা করতে পারে বাকি চাহিদাগুলো তারা কখনোই পরিচালনা করতে পারে না। আর বর্তমান সময়ে এসে যখন আমাদের কাছে টাকা হয় তখন কিন্তু আমরা সেই পূর্বের জিনিসগুলো পূরণ করতে পারলেও সেই জিনিসগুলোর প্রয়োজন আমাদের শুধুমাত্র পূর্বেই ছিল। আসলে যে জিনিসটা যখন দরকার সে জিনিসটার তখন না হলে পরবর্তীতে সেই জিনিসের কোন মূল্য থাকে না।
তবুও এই পুরনো দিনের স্মৃতিগুলো মানুষকে সবসময় আনন্দ দেয় আবার কষ্ট দেয়। আসলে পুরনো দিনে অর্থাৎ আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এই পৃথিবী সম্পর্কে আমাদের তেমন একটা বেশি ধারণা ছিল না। তাইতো আমরা খুব স্বাধীনভাবে এখানে অবস্থান করতাম এবং খুব আনন্দের সহিত দিন যাপন করতাম। কিন্তু যখন আমরা আস্তে আস্তে বুঝতে শুরু করলাম তখন কিন্তু আমরা আমাদের পরিবারের দায়িত্ব গুলো আস্তে আস্তে আমাদের কাঁধে নিতে শুরু করলাম। আসলে যে মানুষগুলো বাস্তবতার সাথে যত দ্রুত পরিচিত হয় সেই মানুষগুলোর আনন্দ কিন্তু তত দ্রুত চলে যায়। আর এই পুরনো দিনের স্মৃতি আমরা কখনোই মুছে ফেলতে পারব না আমাদের জীবন থেকে। কেননা অনেক পুরনো দিনের স্মৃতি আমাদের জীবনটাকে শিক্ষা দেয় এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা যোগায়।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।