মামার বাড়ি মজার হাড়ি

in hive-129948 •  last month 

family-7157276_1920.jpg

Source

গ্রীষ্মকালের ছুটি কিংবা শীতকালীন ছুটির গন্তব্য ছিল একটাই, নানুর বাড়ি বা মামার বাড়ি। এই মামার বাড়ি যে কতটা রসের হাড়ি এটা আমরা সকলেই জানি কিন্তু দুঃখের বিষয় আমার নানুর বাড়ি কিংবা মামার বাসা আমার বাসা থেকে ঠিক কাছেই রয়েছে। যার জন্য আসলে শীতকালে বা গ্রীষ্মকালে সেভাবে দূরে কোথাও ভ্রমণ করার সুযোগটা অনেক কম হতো। তবে আমার এক আন্টি ছিল যার বাসায় গ্রামে ছিল তাই আমরা সকলে ইনজয় করতাম।

তবে মামার বাড়িকে নিয়ে কত যে মজার মজার গল্প রয়েছে সেগুলো বলে শেষ করা যাবে না। একবার তো আমি জাম গাছের উপর থেকেই পড়ে গিয়েছিলাম তখন নানু বাসায় প্রচন্ড পরিমাণে গাছ ছিল। বিশেষ করে গ্রীষ্মকালীন ছুটিতে আমরা জায়গায় ঘুরতে যেতাম, আম খেতাম। আমার নানু বাসা এত আম গাছ ছিল সেই আমগুলো পাকলে একদম হলুদ হয়ে যেত যা খেতেও ছিল অত্যন্ত সুস্বাদু।

মামার বাসায় সব ধরনের গাছেই মোটামুটি ছিল। আসলে জায়গাটা তখন অনেক বড় ছিল কিন্তু বর্তমানে পরিস্থিতি অনুযায়ী জায়গাগুলো একটু বিক্ষিপ্ত অবস্থায় রয়েছে এবং গাছগুলোও তেমন একটা নেই। আগের সব গাছগুলোই প্রায় কেটে ফেলা হয়েছে তবে এক দুটো ফলের গাছ এখনো রয়েছে, সেটা হয়তো আর বেশিদিন টিকবে না। আসলে আমরা যেসব সময় গুলো অতিবাহিত করেছি এগুলো হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম কখনো কল্পনাও করতে পারবে না। এত চমৎকার ভাবে আমরা সেই সময় গুলো ইনজয় করেছি মামার বাড়িতে যাওয়া, কি সুন্দর দিন গুলো ছিল।

আপনার মামা বাসা কিংবা নানু বাসা কোথায় কোথায় অবস্থিত সেটা অবশ্যই মন্তব্য লিখতে পারেন এবং আপনারা ছোটবেলায় মামার বাসায় গিয়ে কি কি মজা করেছেন সেটাও ছোট্ট করে কমেন্টে লিখতে পারেন। আজকে আর বেশি কিছু লিখছি না আপনারা সবাই ভাল থাকবেন সব সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

It also funny when I remembered my Uncle's house then in the village,he will be making us then to be feeling his presence has a uncle, the short story I remember and much funny was that my uncle house was a mud house ,he do do cleaning alone and doesn't allow anyone to enter his bed room and sweep.
He also likes sharing food to people he sees physically.
So he was a funny man

thank you so much for sharing a nice article.

আসলেই আমাদের সময়টা যেভাবে কেটে গিয়েছে ভবিষ্যৎ প্রজন্মের সময় গুলো এভাবে কাটবে না। কারণ সে মধুর স্মৃতিগুলো তারা আদায় করে নিতে পারবে না। যদিও আমার নানার বাড়ি আমাদের বাড়ি থেকে যেতে প্রায় এক ঘন্টার পথ।তবে সেখানে গিয়ে বেশ ভালোই মজা করতাম। বিভিন্ন সময় ছুটিতে যখন যেতাম তখন অনেক স্মৃতি থাকত। আপনার গল্পটা পড়ে বেশ ভালো লাগলো।

I really enjoyed your post. I pray that your journey will be better. I hope you will be with everyone. Blessings and love to you.