আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
কয়েকদিন আগে একটি মুভি দেখেছিলাম হয়তো মুভিটির নাম 12th Fail। যদিও পুরো মুভিটি দেখিনি। কিছু কিছু অংশ দেখেছিলাম। তাও আবার ফেসবুকের বদৌলতে। কারণ মুভি দেখতে বসার খুব একটা টাইম হয় না। তাই রিয়েলসে যতোটুকু আসে ততোটুকুই দেখতে পারি।
তো ততোটুকু মুভিতে দেখে আসলে যা বুঝেছি যে, ওই গল্পটি একটা ছেলের হেরে যাওয়া নিয়ে। অর্থাৎ একটা ছেলে বোধহয় কোনো একটা ক্লাসে ফেল করার পরেও অনেক ভালো উন্নতি করেছে শেষ এ। এই ধরনের কোনো একটা গল্প হতে পারে। আমি অবশ্য ভুলও হতে পারি। কারণ আমি উপরেই লিখেছি যে, পুরো মুভিটি আমি দেখিনি।
অর্থাৎ ঐ মুভিটি নিয়ে এটাই খুব প্রকাশ করা হয়েছিলো যে। হেরে যাওয়া মানেই সব সময় খারাপ কিছু নয়। হেরে যাওয়া মানে ভালো কিছু হয়তো।কিন্তু আমি আসলে একটু অন্যভাবেই ভেবেছি। কারন আমি যেটা দেখেছি। সেটা হচ্ছে, এই ধরনের হেরে যাওয়া গুলো শুধুমাত্র গল্পে, নাটকে কিংবা মুভিতেই সুন্দর। কারণ বাস্তবত পক্ষে আপনি যখন আপনার নিজের কোনো কিছুতে হেরে যাবেন। তখন দেখবেন যে আপনার চারপাশের মানুষগুলো আপনার জন্য এক একটা বিষধর সাপ হয়ে উঠবে।
আর শুধু তাই নয়, একটা মানুষ হেরে যাওয়ার পরে উঠতে পারাটাই সবচেয়ে বেশি কষ্টকর। কারণ তার আশেপাশে কেউ থাকেনা। আর তার চেয়েও বড় কথা, উঠে দাঁড়ানোর সুযোগটা খুব কম থাকে। তাই এই যে আমরা মাঝেমধ্যে হেরে যাওয়ার গল্প পড়ি। ওইগুলো আসলে গল্পে পড়তে খুব ভালো লাগে। কারণ আমাদের আবেগ কাজ করে। কিন্তু বাস্তবে আপনি হেরে গিয়ে দেখেন আপনাকে কথা শোনানোর জন্য মানুষের অভাব হবে না। শুধু কি তাই? শুধু তাই নয়। আপনাকে কথা শোনানোর জন্য মানুষের অভাব হবে না। শুধু তাই নয়। আপনাকে ছোট করার জন্য মানুষের অভাব হবে না। এবং আপনি যেনো আর উঠে দাঁড়াতে না পারেন। সেটা এনসিওর করবে, এমন মানুষ ও আপনি পাবেন!
তাই যখন কেউ আমাকে আর বলে যে হেরে গিয়েও অনেক সময় জিতে যাওয়া যায় কিংবা হেরে গিয়ে অনেক সুন্দর জীবন পাওয়ার সম্ভব। এই ব্যাপারগুলো আমার কাছে গল্পের মতোনই মনে হয়। হ্যাঁ, অনেক সময় অনেক পরিস্থিতিতে সেটা সম্ভব হয়। কিন্তু ওই যে বললাম, দুঃখের কাহিনী কিংবা হেরে যাওয়ার গল্প এসব বাস্তবে কখনোই সুন্দর না এগুলো গল্পতে সুন্দর। বাস্তবে সুন্দর হয়তো ১০০% এর ১%।