বেকার জীবনের কষ্ট গুলো (তৃতীয় পর্ব)

in hive-129948 •  5 months ago 

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


তারপর আস্তে আস্তে সেই ভালোলাগা ভালোবাসায় গড়ায়। তারপর থেকে প্রায় ১০ বছর হয়ে গেল দুজনের সম্পর্ক এগিয়ে চলেছে। রাজনের মনে হতে থাকে এই সম্পর্ক আর বেশি দিন টিকে থাকবে না।কারন সাবিহার পরিবার ক্রমাগত সাবিহাকে চাপ দিচ্ছে বিয়ের জন্য। রাজন এটা বুঝতে পারে চাপ দেয়াটাও স্বাভাবিক। কারণ সাবিহার বান্ধবীদের সবারই বিয়ে হয়ে গিয়েছে। শুধু সাবিহা রাজনের জন্য অপেক্ষা করছে। সাবিহা সবসময় মনে প্রানে কামনা করতে থাকে রাজনের একটা চাকরির জন্য।


Black and Gold Fancy New Year Card_20240623_230344_0000.png

রাজন যে কোনো একটা চাকরি পেলেই তারা দুজন বিয়ে করে ফেলবে বলে ঠিক করেছে। কিন্তু সেই আশা তাদের সহজে পূরণ হচ্ছে না। এসব নিয়ে চিন্তা করতে করতে রাজন ঘুমিয়ে পড়লো। রাজন পরদিন সকালে উঠে যে ছাত্রকে সে রাতে পড়ায় তাকে ফোন দিয়ে বললো আজকে তোমাকে দুপুরে পড়াতে আসবো। সন্ধ্যার পরে আমার একটা দাওয়াত আছে। পূর্ব পরিকল্পনা মতোন রাজন দুপুরের ভেতরেই তার টিউশনি দুটো শেষ করে নিলো। এর ভেতরে সাবিহা রাজনকে ফোন দিলো দেখা করার জন্য।


রাজন বললো বিকালের সময়টা আজকে ফ্রি আছি। তবে বেশি সময় দিতে পারবো না। রাতে বড়ো খালার মেয়ের বিয়ে সেখানে যেতে হবে। সাবিহা তাকে বললো আমার বেশি সময় লাগবে না। তুমি শুধু এসে পাঁচ মিনিটের জন্য আমার সাথে দেখা করে যাও। রাজনদের বাড়ির কাছের একটা পার্কে তারা বিকেলে দেখা করলো। সেখানে দুজনে ঘন্টা খানেক একসাথে বসে রইলো। তবে দুজনের ভেতর কথাবার্তা খুব একটা হোলো না। রাজন খেয়াল করে দেখেছে তারা দুজনেই দুজনের সাথে বলার মতো আর তেমন কোনো কথা খুঁজে পায় না। (চলবে)


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।



ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বর্তমান সময়ে চাকরি একটি অমূল্য সম্পদ। চাকরির জন্য হাজারো প্রেমের সম্পর্ক ভেঙে যায়।সাবিহা রাজনের জন্য অপেক্ষা করে একটি চাকরির জন্য। চাকরি হলে গেলে তাদের বিয়ে হয়ে যেত। যাইহোক চমৎকার একটি পোস্ট আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।

nice good

বেকারত্বের কারণে অনেক সময় প্রকৃত ভালোবাসার সম্পর্ক গুলো নষ্ট হয়ে যায়। এমনটা প্রায়ই দেখে থাকি। সাবিহা এবং রাজনের শেষ পরিণতি কি হয়,সেটা জানার আগ্রহ অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। দোয়া করি রাজনের যাতে তাড়াতাড়ি একটা চাকরি হয়ে যায় এবং তাদের দুজনের মিলন হয়। গল্পটা পড়ে ভীষণ ভালো লাগছে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

"Wow, what a lovely post! 😊 It's so refreshing to see a story about love and relationships. I'm hooked from the beginning and want to know more about Raja and Saba's journey together. 🌹 Please keep writing and share their story with us! 📚 And don't forget to engage with your amazing community by commenting, liking, and sharing this post. Let's all support each other in this wonderful Steem family! 👫 By the way, if you haven't already, please consider voting for our witness 'xpilar.witness' by going to https://steemitwallet.com/~witnesses. Your vote matters and will help us continue making a positive impact on the Steem ecosystem! 🙏"