কাকে রাখি?

in hive-129948 •  last month 
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমরা এমন একটা সমাজে বাস করি কিংবা সমাজ ব্যবস্থা এমন যে, আমরা যদি আমাদের সমাজে চলতে চাই। তাহলে অবশ্যই একজন পথপ্রদর্শককে প্রদর্শন করে তবেই চলতে হবে। কারণ সমাজে কোনো বক্তব্য রাখার ক্ষেত্রে কিংবা যে কোনো কিছুর ক্ষেত্রে কিন্তু সকলে যদি কথা বলে। তাহলে সেখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আর সেখানে যদি সবার হয়ে একজন কথা বলে। তাহলে সেখানে কোনো প্রকারের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় না।

এই জায়গাতে এসেই আমরা কিছু ভুল করে থাকি। আজকে আমি তার মধ্যে একটা অন্যতম ভুল নিয়েই লেখালেখি করতে এসেছি। আশা করছি আপনাদের ভালোই লাগবে।

উপরে এই যে আমি বললাম যে, আমাদের একজনকে পথপ্রদর্শক কিংবা দলনেতা হিসেবে রাখা উচিত। এখন তার সবচেয়ে বড় একটি ব্যাপার হলো। আমরা কাকে দলনেতা হিসেবে রাখবো। তার কারণ হলো, আমরা যে মানুষটিকে দলনেতা হিসেবে রাখবো। আমাদের প্রতিটি বক্তব্যে কিন্তু তার প্রভাব থাকবে অনেক বেশি। কারণ সে যা বলবে তা ই হবে। তাই এমন কাউকে যদি আপনি আপনার জন্য দলনেতা হিসেবে বাছাই করেন, যে আসলে নিজের মতামতটা আপনাদের উপরে চাপিয়ে দিবে এবং আপনাদের মতামত শোনার চেষ্টাও করবে না এবং সে সাথে প্রতিটি বক্তব্যে নিজের ভালোটা আগে এনসিউর করবে। তখন দেখবেন যে, সম্পূর্ণ ব্যাপারটি আপনার জন্য অনেক বেশি সমস্যার হয়ে দাঁড়িয়েছে।

অর্থাৎ এই ব্যক্তি আপনার জীবনের জন্য হুমকি স্বরূপ করে দাঁড়িয়েছে। শুধু আপনার জীবনের জন্য নয়, সকলের জীবনের জন্য।

তাই এই যে, আমার টাইটেলের প্রশ্নটি। অর্থাৎ সামনে কাকে রাখি? এই কাকে রাখির উপযুক্ত উত্তরটা কিন্তু নিজেকেই খুঁজে নিতে হবে এবং এমন কাউকে রাখতে হবে যে আসলে দলনেতা হিসেবে perfect এবং অবশ্যই আমাদের সকলের কথা ভাববে। এবং সব সমস্যার সাথে এমন একটা সমাধান দিবে এবং সব সমস্যাতে এমনভাবে ঝাঁপিয়ে পরবে। যেমনটা যেনো নিজের জীবনের জন্য ঝাঁপিয়ে পরছে কারণ এই পদটি হলো নিঃস্বার্থভাবে কাজ করার একটি পদ। এখানে যদি স্বার্থ চলে আসে। তাহলে কখনোই এই পদের স্বচ্ছতা সৌন্দর্যতা এবং পবিত্রতা রক্ষা করা যায় না।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

good