আমি ব্যক্তিগতভাবেই অনেক মানুষের জীবনীই পড়েছি। অনেক মানুষের সাথে চলাচল করেছি সবার কাছেই আমি একটি বিষয় জানতে চেয়েছিলাম, যে ভালোবাসার আসল অর্থ কি? কিন্তু বিশ্বাস করেন কারো সাথেই কারো সংজ্ঞার মিল খুঁজে পাওয়া যায়নি। এ থেকেই বোঝা যায় ভালোবাসা এমন একটি বিষয় প্রতিজনের কাছে ভালোবাসার মানে ভিন্ন ভিন্ন হতে পারে অর্থাৎ ব্যক্তি ভেবে ভালোবাসার সংজ্ঞা পরিবর্তন হতে পারে।।
বর্তমানে আমাদের আশেপাশে কতই না মানুষ আমরা দেখছি। বর্তমানে ভালোবাসার নামে নোংরামি চলছে। সব জায়গায় শুধুমাত্র ব্রেকআপ এবং প্যাচ-আপের গল্প শোনা যায় এবং একে অপরের গল্প শুনে আবার নতুন ভাবে প্রেমে আসক্ত হয়ে পরে। এসব প্রেমের বয়স খুব বেশি দিন হয় না বরংচ এরা ভালোবাসাকে অপমান করে। এই যে একটু আগে বললাম ভালোবাসার অর্থ এক একজনের কাছে ভিন্ন ভিন্ন হতে পারে তাই আমার কাছেও ভালোবাসার মানে হচ্ছে একটি অপূর্ব বন্ধন। যে বন্ধনে আপনি একে অপরকে সবসময় কাছে পেতে চাইবেন, একে অপরের সঙ্গে থাকাটাই হবে আপনার সবথেকে সুখের মুহূর্ত। আমার কাছে ভালোবাসা মানে এতটুকুই।
ভালোবাসার প্রকৃত অর্থই হচ্ছে অনুভব করা। অর্থাৎ আমরা কিন্তু একে অপরকে এতটাই ভালোবাসি যদি কেউ কাছের মানুষটি দূরে সরে যায় সেক্ষেত্রে কিন্তু নিজেদের অনেক খারাপ লাগে। আমরা নিজেরাই ভালো থাকতে পারিনা বিধায় আমরা কান্না করি এবং কষ্ট পাই। অর্থাৎ সে যে আপনার থেকে দূরে সরে যাচ্ছে এইখানে আপনি কষ্ট পান এবং কষ্ট পান। আপনি তাকে ছাড়া থাকতে আপনার ব্যক্তিগতভাবে কষ্ট হবে তাই আপনি কষ্ট পান। যে আপনি তাকে ছাড়া ভালো থাকতে পারবেন না। এতে করে আপনারাই বেশিরভাগ সমস্যা দেখা দিতে পারে।
কথাগুলো হয়তো একটু গুলিয়ে ফেলেছি তারপরও আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। ভালোবাসার প্রকৃত অর্থ এই ছোট্ট একটি পোষ্টের মধ্যে ব্যাখ্যা করা সম্ভব নয়। তারপরও আমি আমার নিজের কিছু ব্যক্তিগত মতামত আপনাদের সাথে তুলে ধরলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।