মিথ্যা হল এমন একটি পাপ, যে পাপ থেকে কখনো সহজে কেউ বেরিয়ে আসতে পারে না। এই মিথ্যা অপবাদ আমি মনে করি পৃথিবীতে যতগুলো অপরাধ রয়েছে তার সব থেকে বেশি গুরুতর অপবাদ। এর কারণটা খুবই সহজ। যখন আমরা কোন কাজ করে থাকি সেই বিষয়ে যদি আমাদেরকে দোষারোপ করা হয় সেক্ষেত্রে সেটা মেনে নেওয়া যায় কিন্তু যেই কাজ আমরা কখনোই করি নাই যদি সেই বিষয়ে আমাদের দোষারোপ করা হয় তাহলে এর থেকে খারাপ কিছু হবেই হতে পারে বলে আমি মনে করি না।
পৃথিবীতে এমন কিছু চালাক শ্রেণীর মানুষ রয়েছে যারা প্রতিনিয়তই এই অপকর্মের সাথে জড়িত রয়েছে। এই বিষয়টি আমার সাথে বেশ কয়েকবার ঘটেছে। যেসব কাজ আমি করিনি সেসব কাজগুলোই কিন্তু বারবার আমার কাঁধে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমি আমার ব্যক্তিগত ঘটনা থেকেই এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করলাম, এটার সাথে প্রফেশনালিজমের কোন সম্পর্ক নাই।
জীবনে চলার পথে এমন কিছু মানুষের সাথে পরিচয় হয়েছি, যারা উপরে উপরে বন্ধুত্ব দেখালেও ভিতরে ভিতরে তারা শত্রুতা করে এবং আমাদেরকে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করে। যখন এ ধরনের মনোভাব মানুষের মধ্যে চলে আসে তখন তারা আর বন্ধু থাকে না এবং আর তারা মানুষ হিসেবেও অনেকটা নিকৃষ্ট হয়ে যায় বলে আমি মনে করি।যখন এ ধরনের মানুষ আমাদের আশেপাশে বসবাস করে তাদের কাছে এই মিথ্যা অপবাদ দেওয়াটাও কোনো বড় বিষয় না বরঞ্চ তারা এমন ভাব করবে তারা এই বিষয়ে কিছুই জানে না। অথচ তারা সবকিছুই করে শুধুমাত্র মজা নেওয়ার জন্য এসব কাজ করে থাকে।
তবে এটা ঠিক যে জীবনে বেঁচে থাকতে হলে কিংবা জীবনের পথে এগিয়ে যেতে হলে কোন না কোন মানুষকে বিশ্বাস করতেই হবে। তবে যখন আপনি মনে করবেন যে সেই মানুষটা আপনার বিশ্বাসের অযোগ্য তখন সেই জায়গা থেকে আপনার সরে আসাটাই উত্তম বলে আমি মনে করি। কথায় আছে দুষ্টু গোয়ালের চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। বিষয়টা ঠিক সেরকমই। যদি আপনার আশেপাশে কোন বন্ধু না থাকে তাহলে আপনার জন্য আপনি একাই যথেষ্ট এবং একাই জীবনের পথে এগিয়ে যেতে চেষ্টা করুন এটাই আপনার জন্য সবথেকে ভালো হবে। এত দিনে এই বিষয়টি আমি অনেক ভালোভাবেই বুঝতে পেরেছি। যাইহোক আজকের মত করছি আপনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।
I am new here anybody support me?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit