কিন্তু গ্রামের কেউই তাকে কাজ দিতে রাজি নয়। এদিকে হান্নানের বাবা ও সকাল বেলায় কাজকর্ম খুঁজতে বের হয়ে কোনো কিছু না পেয়ে দুপুরে বাড়িতে ফিরে এসেছে। হান্নানের ছোট ছোট আরো তিনটে ভাই-বোন রয়েছে। সবাই মিলে গতকাল থেকে প্রায় না খেয়ে আছে। গতকাল হান্নানের মা প্রতিবেশী একজনের বাড়ি থেকে কিছু মুড়ি চেয়ে এনেছিলো বাচ্চাদের খাওয়ানোর জন্য। সেই মুড়ি সবাই ভাগ করে খেয়েছে। হান্নানের বাবা গ্রামের মুদি দোকানে গিয়েছিলো বাকিতে কিছু চাল ডাল আনার জন্য। কিন্তু আগের বাকি পরিশোধ করতে না পারায় দোকানদার তাকে কোনো মালামাল দেয়নি।
প্রচন্ড ক্ষুধা পেটে নিয়ে হান্নান চিন্তা করতে থাকে সে এখন কি করবে? হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি আসে। সে পাশের বাড়ি থেকে একটা জাল চেয়ে নিয়ে তাদের গ্রামের শেষ প্রান্তে অবস্থিত একটা খালে যায় মাছ ধরতে। হান্নান চিন্তা করেছে যদি সে কিছু মাছ ধরতে পারে। সেই মাছ গ্রামের বাজারে নিয়ে বিক্রি করে কিছু টাকা পাওয়া যাবে। সেই টাকা দিয়ে চাল ডাল কেনা যাবে। ক্ষুধার জন্য শরীরটা দুর্বল হয়ে গিয়েছে হান্নানের। তারপরেও সে জাল নিয়ে দ্রুত বেগে খালের উদ্দেশ্যে হাঁটতে থাকে। (চলবে)
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।