আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আজকে আমি এমন একটি ব্যাপার নিয়ে কথা বলতে এসেছি। যে ব্যাপারটি নিয়ে কথা বললে হয়তো অনেকের ই একটু গায়ে লাগতেই পারে এবং হয়তো ব্যাপারটা আমি নিজেও সেভাবেই ভাবতাম এতোদিন। কিন্তু এখন একটু একটু করে নিজেকে শুধরানোর চেষ্টা করছি এবং তাই ভাবলাম যে অন্তত শুধরানোটা সকলের সাথে শেয়ার করাই উচিত।
আমরা সব সময় অন্য মানুষকে বলি যে, '।আমাদের যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই ধরিয়ে দিবেন '। ভুল থেকে শিক্ষা নিতে আমাদের বরাবরই খুব ভালো লাগে। কিন্তু আসল অর্থে আমরা আমাদের জীবনে পুরো উল্টো ভাবে মেনে চলি।
কারণ যে মুহূর্তে আমাদের কেউ ভুল ধরতে আসবে। সেই মুহূর্তে ওই মানুষটা আমাদের জন্য চরম শত্রু হয়ে যায়। এবং আমরা তাকে কিভাবে নিচে নামাবো, সেই চেষ্টা ই করতে থাকি।কিন্তু এতে যে আমরা কতো বেশি ভুল করি। সেটা আমরা একটুও বুঝতে পারি না। যেমন: আমরা যদি আমাদেরকে শুধরে দেওয়া মানুষটাকে অপমান করে বসি। তখন দেখবেন যে, দ্বিতীয়বার আপনার ভুল চোখে পরা সত্ত্বেও সে মানুষটা আপনাকে আর সেই ভুলটি ধরিয়ে দিচ্ছে না।
আচ্ছা এবার আপনারাই ভাবুন যে এতে আসল লসটা কার হলো?আমার নাকি যে আমাকে ভুল ধরিয়ে দিয়েছে তার? আসলে আমরা অন্য কাউকে অপমান করার আগে, বিশেষ করে আমাদেরকে যে শুধরে দিতে চাইছে। তাদেরকে অপমান করার আগেই একটা লাইন যদি অন্তত একবার ভাবি। তাহলে হয়তো আমরা আমাদের এই ভুল ব্যাপারটি থেকে বের হয়ে আসতে পারবো। কিন্তু যদি সব সময়ের মতো কেউ আমাদের ভুল ধরলেই আমরা মেজাজ খারাপ করে ফেলি। তাহলে কিছুদিন পর দেখবেন যে, আপনাদের ভুলগুলো ধরতে কেউই আসছে না এবং ভুলগুলো ভুল ই থেকে যাচ্ছে। আর তাই মানুষের সবসময় সংযত ও বিনয়ী হওয়া উচিত।হাতের লক্ষী কে যেমন পায়ে ঠেলতে নেই।ঠিক তেমনটাই,যে আমাদের সাহায্য করতে চাইছে বা করছে তার সাথে বাজে ব্যবহার করে তার মনটাকে বিষিয়ে দিতে নেই।এতে আসলে নিজের ই ক্ষতি।
একেবারে যথার্থ বলেছেন, ভুল ধরলেই বেশিরভাগ মানুষের মেজাজ খারাপ হয়ে যায়। কিন্তু এটা মোটেই উচিত নয়,কারণ ভুল থেকেই মানুষ শিখে। আসলে মানুষ মাত্রই ভুল, তাই ভুল হওয়াটা স্বাভাবিক। তবে কেউ যদি ভুল ধরিয়ে দেয়, সেটা নিঃসন্দেহে আমাদের জন্য প্লাস পয়েন্ট। কারণ বারবার আমাদের ভুল ধরিয়ে দিলে,একটা সময় আমাদের ভুল হবেই না। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit