আমার ব্যক্তিগত জীবন এই এমন কিছু মানুষ ছিল যেই মানুষগুলোকে আমি অনেক বেশি ভালোবেসে ছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় পরিস্থিতি এবং সময়ের কারণে তারা আমার জীবন থেকে চলে গেছে। তবে আমি এটা বিশ্বাস করি মহান সৃষ্টিকর্তা যা করেন আমাদের ভালোর জন্যই করেন এবং আমাদের জন্য যেটা মঙ্গল করার সেটাই আমাদেরকে দান করেন। এই বিশ্বাস নিয়েই আমি এখন পর্যন্ত এগিয়ে যাচ্ছি। ভালোবাসা কোন খারাপ বিষয় নয় কিন্তু বর্তমানে আমাদের সমাজে আশেপাশে যায় যেসব বিষয়বস্তু দেখছি সেসব ভালবাসা নায় বরঞ্চ নোংরামি। ভালোবাসা একটি পবিত্র শব্দ এবং এই ভালোবাসার জন্যই পৃথিবীর সমস্ত কিছু চলছে। আমরাও সৃষ্টিকর্তাকে ভালোবাসি, আমাদের মহানবীকে ভালোবাসি এবং আমাদের এই সকল মানুষ জাতিকে ভালোবাসি। আমি ব্যক্তিগতভাবেই কখনো এমন ভাবে চিন্তা করি না, যাতে করে আমার কারনে অন্য কোন মানুষ কষ্ট পায়।
যাই হয়ে যাক না কেন আমি এই বিষয়টা সবসময় করার চেষ্টা করি নিজেকে অনেক সাধারণভাবে সবার সামনে উপস্থাপন করি। আমি মনে করি আমিও আর দশটা ছেলের মত একটি সাধারণ ছেলে এবং আমিও সবার কাছেই ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই। কিন্তু দিনশেষে আমার সাথে এমন এমন কিছু কাজ হয়ে যায় যেসব আসলে মুখে বলতেও অনেকটাই লজ্জা লাগে। ভালোবাসা একটি পবিত্র বন্ধন কিন্তু আশেপাশের যেসব পরিস্থিতি দেখছি এতে করে ভালোবাসা থেকে বিশ্বাসটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। কিন্তু আবারো যখন আমি আমার নিজের পরিবারকে দেখি, নিজের ছোট ভাইদের কে দেখি তখন আবার এই বিষয়টা সম্পূর্ণ উল্টে যায়। আসলে ভালোবাসা এবং ভালোবাসার মানুষ দুটো যদি সঠিক না থাকে তাহলে কোন কিছুই যে কোন করা সম্ভব নয় এবং আপনার জীবনে কখনোই শান্তি আসবে না, এটাই আমি মনে প্রান্তে বিশ্বাস করছি।।
আমারও অনেক ইচ্ছা ছিল নিজের পছন্দের মানুষকে বিয়ে করবো, একসাথে থাকব একসাথে সংসার করবো কিন্তু দিনশেষে সেই মানুষটা ধোঁকা দিয়ে অন্য কোথাও চলে যায়। যেটা নিজের কাছেই অনেকটা লজ্জা কর একটি বিষয়। তাই নিজে থেকেই সিদ্ধান্ত নিয়েছি পরিবার যেখানেই বিয়ে দেওয়ার চেষ্টা করবে সেখানেই বিয়ে করবো। যদিও বিবেচনাগুলো আমার পরিবারেই করবে কিন্তু তারপরও আমিও ব্যক্তিগতভাবে সেই বিষয়গুলো যাচাই-বাছাই করব। কারণ এটা সম্পূর্ণ জীবনের একটি বিষয়। যদি খারাপ মানুষ আমার জীবনে চলে আসেন তাহলে আমার জীবন তো নষ্ট হবেই সাথে আমার পরিবারেরও অশান্তি শুরু হবে।
আমি সবাইকে অনুরোধ করব ভালবাসা নামের পবিত্র শব্দকে অবহেলিত করবেন না। এটাকে নোংরামিতে পরিণত করবেন না। ভালোবাসা অনেক মধুর একটি সম্পর্ক এবং এই সম্পর্ককে বাঁচিয়ে রাখতে হলে একে অপরকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে, একে অপরকে বুঝতে হবে এবং একে অপরের সমস্যা গুলোকে নিজের সমস্যা মনে করতে হবে। তাহলেই তো আপনি প্রকৃত ভালোবাসার মানুষ এবং সেই বিষয়টি হবে প্রকৃত ভালোবাসার বন্ধন। আপনি কি মনে করেন এই ভালোবাসা নিয়ে, সেটা অবশ্যই মন্তব্য জানাতে পারেন।
ভালোবাসা একটা পবিত্র বন্ধনের নাম। কিন্তু বর্তমান সময়ে পবিত্র এ বন্ধন টা মানুষ নষ্ট করে ফেলছে বিভিন্ন নোংরামি দ্বারা। তাই এখন মানুষের মুখে মুখে একটা কথা হয়ে গেছে ভালোবাসা না মিথ্যা অভিনয়। আসলে যারা মিথ্যা অভিনয় করে তারা আলাদা। আর যারা সত্যি কারে ভালোবাসতে জানে তারা আলাদা। ভালোবাসা টিকে থাকুক পবিত্র বন্ধন দ্বারা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোবাসার বন্ধন সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আমাদের সকলের উচিত ভালবাসার সম্পর্কটাকে সব সময় পবিত্র রাখা এবং ভালোবাসা নিয়ে সকল প্রকারের নোংরামি থেকে দূরে থাকা। তাহলে পরস্পরের সাথে ভালোবাসার সম্পর্কের বন্ধন আরো বেশি শক্ত হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit