নিজেকে পরিবর্তন করুন, সমাজ পরিবর্তন হয়ে যাবে

in hive-129948 •  2 months ago 

বর্তমানের এমন একটা পরিস্থিতিতে আমরা রয়েছি, যেখানে চারিপাশে দুর্নীতি এবং অবক্ষয় রয়েছে। এই বিষয়গুলো আমরা কোনভাবেই মেনে নিতে পারছি না। বাজারে গেলে সব কিছুর দাম অত্যাধিক। সবকিছুতে ভেজাল এবং সবকিছুতেই দুর্নীতি চলছে। এমত অবস্থায় আমরা সব সময় সমাজকে দোষারোপ করে থাকি। কিন্তু বিশ্বাস করুন এই পরিবর্তনটা যদি আমরা নিজের কাছ থেকে নিয়ে আসি সেই বিষয়টা তাহলে সমাজের জন্য কল্যাণকর হবে। সেটা কিভাবে, চলুন একটু জেনে আসা যাক।

plan-3716541_1920.jpg

Source

জীবিকা নির্বাহের জন্য আমরা সকলেই কোন না কোন কাজ করি। কিন্তু আমরা যে সকল কাজ করছি সেখানে কি কোন ধরনের দুই নাম্বারি আমরা করি না?? অবশ্যই করে থাকি এবং ম্যাক্সিমাম লোকেই এটা করে থাকে। আমি সবার কথা বলছি না। এভারেজের বিষয়টাই বলছি। কারণ আমাদের নিজেদের দোষ গুলো আমরা সচরাচর বুঝতে পারি না। কিংবা দেখতে পারিনা। কিন্তু অন্যের ছোট ছোট ভুলগুলো আমাদের কাছে অনেক বড় মনে হয়। যার কারণেই তো সমাজের এই অবস্থায় রয়েছে। তাই পরিবর্তনটা যদি নিজের কাছ থেকে হয় তাহলে দেখবেন সমাজটাই আপনার কাছে পরিবর্তন হয়ে যাবে।

সমাজে ভালো খারাপ উভয় মানুষ এই রয়েছে। তবে আপনি কোন দলে থাকবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভরশীল। তবে একটি বিষয় কি জানেন যখন আমরা সবাই নিজেদেরকে পরিবর্তন করব তখন সমাজ থেকে আস্তে আস্তে দুর্নীতির বিষয়টা উঠে যাবে এবং একটি সুন্দর সমাজ আমরা বসবাস করবো কিন্তু দুঃখের বিষয় এই মনোভাবটা এখন কারো মধ্যেই নেই বরঞ্চ সবাই নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত। কিভাবে অন্যকে ঠকিয়ে একটু বেশি লাভবান হওয়া যায়।

যেমন আপনি যে ব্যবসা করছেন সেখানেও মানুষকে ঠকাচ্ছেন এবং আপনি জীবিকা নির্বাহের জন্য যেসব প্রয়োজনে পণ্য দরকার সেগুলো যখন কিনতে যাচ্ছেন তখন মানুষ আপনাকে ঠকাচ্ছে। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? একটু জাস্ট কল্পনা করে দেখুন। তাই আমি বলতে চাই আপনারা সকলেই জায়গা থেকে সৎ পথে চলার চেষ্টা করুন এবং নিজেকে পরিবর্তন করুন। তাহলেই দেখবেন সমাজ করে পরিবর্তন হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Hopefully you don't mind me inviting

1715938425923.png