ঈদের আগে বাসায় ফিরার যে অনুভূতি এ এক শান্তির অনুভূতি

in hive-129948 •  2 days ago 

the-luv-path-5992121_1920.jpg

Source

গত ১০ বছর ধরেই ঢাকায় অবস্থান করছি। প্রতিবার ঈদে যখন ঢাকা থেকে বাসার উদ্দেশ্যে রওনা দেই তখন কিন্তু অনেকটাই ঝামেলা পূর্ণ সময় মধ্য দিয়ে আসতে হয়। এই যেমন বাসের টিকিট পাওয়া যায় না। আবার টিকিট পেলেও সেখানে মাত্রা অতিরিক্ত ভাড়া যোগ করতে হয়। এছাড়াও এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করাটা যে কতটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। কারণ ঢাকা শহর প্রায় তখন একবারই ফাঁকা হয়ে যায়। ঢাকার সমস্ত মানুষ বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে ছুটে চলে নিজের পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য।

ঈদের ছুটির জন্য বিভিন্ন অফিসে আগে থেকেই তার ছুটি গুলোকে মেকআপ করিয়ে নেওয়া হয়। এছাড়াও ঈদের বিভিন্ন ধরনের কার্যক্রম গুলো আরো অনেক বেশি থাকে। তাই প্রত্যেকটা মানুষ যারা চাকরি করে কিংবা ব্যবসার সাথে জড়িত ঈদের আগে প্রচুর পরিশ্রম করতে হয়। কিন্তু তারপরও তাদের মনে একটি শান্তি কাজ করে। যার কারণে হয়তো সেই সব দুঃখ কষ্টগুলো ভুলে যখন ঈদের সময় গুলোতে তার পরিবারে ফিরে যায়, সেই শান্তির মুহূর্তটা একদমই আলাদা।

যদিও আমি এবার অনেক তাড়াতাড়ি ঢাকা থেকে নীলফামারীতে চলে এসেছি বিভিন্ন কাজের জন্য। এছাড়াও আমার ভার্সিটিতে এখন বর্তমানে বন্ধ রয়েছে তাই ঢাকায় থেকেও কোন লাভ হবে না। তাই আগেভাগেই ঈদের ছুটি কাটানোর জন্য বাসায় চলে এসেছি। এই আনন্দটা আসলে বলে বোঝাতে পারবো না। এটা প্রত্যেকটা মানুষের জন্য একটা আশীর্বাদস্বরূপ। প্রত্যেকবারের ঈদে যখন নিজের পরিবারের সাথে সবাই একত্রিত হই, ঘোরাঘুরি করি, খাওয়া দাওয়া করি, পরিবারের সাথে সময় কাটাই সেটা আসলে ভাষায় ব্যক্ত করার মতো নয়।

ABB.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Wow, @darklights, what a beautifully heartfelt post about the journey home for Eid! Your description of the chaos of leaving Dhaka, contrasted with the overwhelming joy of reuniting with family in Nilphamari, really resonated with me. The image you chose perfectly captures that feeling of anticipation and homecoming.

It's so true how the struggles of travel melt away in the face of shared happiness with loved ones. Thank you for sharing such a personal and relatable experience! I'm sure many others on Steemit can relate to this. I encourage everyone to share their own Eid travel experiences and connect with @darklights in the comments. What are your favorite Eid traditions? Let's spread the festive cheer!

ঈদের সময় গুলো পরিবারের সাথে কাটাতে অনেক ভালো লাগে। আর সবকিছু ফেলে রেখে যখন আমরা পরিবারের কাছে ছুটে যাই তখন সত্যিই ঈদ আনন্দে কাটে। ভালো লেগেছে আপনার লেখাগুলো পড়ে।