প্রেম হল সত্য জীবনের উজ্জ্বল আলো,
যেন কাল সবুজের মতন জনমে উঠুক মাঠে মাঠে।
প্রেম হল মানবজাতির সর্বশ্রেষ্ঠ সম্পদ,
যেন সমস্ত বিপন্ন মনকে সৃষ্টি করে উঠতে দিয়ে সমস্ত উপহার।
সেই প্রেমে আমি পড়ে গিয়েছি তোমার জীবনে,
যেন হারানো স্বপ্নগুলো আবার জাগতে উঠুক উড়ান পাখির মতন।
তুমি আমার জীবনের সব কিছু, আমি তোমার জীগেসা প্রতি,
আমি তোমার প্রেমে স্বর্গীয় সুখ পেতে চাই সব সময়।
যেখানে আছে প্রেম, সেখানে আছে সুখ ও আনন্দ,
যেখানে নেই কেউ তারা তারাও তারা স্বপ্ন দেখতে পারে না আর জাগতে উঠতে পারে না।
তাই তোমার সাথে থাকা আমার সম্মান,
আমি যেন সবসময় তোমার কাছে থাকি আমার মনের কাছে।
প্রেম হল আমার জীবনের সব কিছু, প্রেম হল তোমার জীবনের সব কিছু