তুমি কি আমার সঙ্গে চলবে?
সেই সফলতা না কি হবে আমাদের দেখে?
যে আমরা হাতে হাতে পাখি দেখে উড়তে দেখেছি,
তার মত একটি জীবন নিয়ে চলতে পারি তোমার সঙ্গে?
তুমি আমার জীবনের এক অংশ,
আমি তোমার জন্য নির্বাণ হয়ে যাচ্ছি সর্বদা জ্বলছে আমার হৃদয়ের তাপ,
তোমার সঙ্গে বাঁধা হয়ে আছি আমি নিজেকে,
কাউকে পাওয়ার জন্য পাগল হলে আমি তোমাকে পাবো আবার না পাওয়ার ভয় আমার থাকবে সর্বদা।
তুমি আমার অন্তরে প্রবেশ করে গিয়েছে,
আমি তোমাকে বুঝি সমস্ত চেতনার সাথে,
আমি তোমাকে পাওয়ার জন্য যত দূরে যাচ্ছি তবুও এক নজরে তোমার জন্য ফিরে আসছি আমি সর্বদা।
তোমার সাথে কাটাতে চাই সমস্ত জীবন আমার,
এক হৃদয়ে বসে আছি তোমার জন্য সর্বদা,
তোমার সাথে কাটি বাকি জীবনের দিন গুলো,
যখন তুমি আমার পাশে থাকো সর্বদা।
তুমি আমার সবকিছু, তুমি আমার জীবন,
তোমাকে ছাড়া আমার কিছুই নেই সম্পূর্ণ,
আমার চোখে তোমার সুন্দর রূপের ঝলক রয়েছে সর্বদা,
আমি তোমাকে ভালবাসি সর্বদা ও সর্বদা।
তুমি আমার সঙ্গে চলো সম্প্রতি এবং সর্বদা,
একটি নিশ্চিত ভবিষ্যতে নিয়ে যাও আমার হাতে,
আমরা একসাথে পাখি দেখে উড়তে দেখেছি,
এবার একটি পাখি হয়ে উড়তে যাই সম্প্রতি আমার সঙ্গে আর না ছাড়া কাউকে না দেখে।
তোমার সঙ্গে আমি হাসি, তোমার সঙ্গে আমি গান গাই,
সময় যাবে না আর কখনো ফিরে আসবে না সর্বদা।
এই মনের কথা বলে আমার কথা সুনে,
এই মনের কথা বলে আমার সঙ্গে চলো সম্প্রতি এবং সর্বদা।।
আপনার কবিতা পড়ে খুবি ভালো লেগেছে। কবিতার এই লাইন গুলো অসাধারণ হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit