প্রিয় মানুষটাকে নিয়ে একটু ঘুরতে বের হওয়া "মোহনপুর পর্যটন কেন্দ্র"

in hive-129948 •  2 years ago  (edited)

সকাল নয়টা,মোবাইলে কল বেজেই চলেছে ✆ বিরক্তিকর!!!
শুক্রবার মানেই চরম লেভেলের ঘুম। এ-ই সময় টা আমার জন্য খুব মুল্যবান কারন পুরো সপ্তাহ অপেক্ষা করে এই রকম একটা দিন পাওয়া। সপ্তাহের অন্য দিনগুলোতে আমি অনেক পরিশ্রম করে কাটাই। ধরা চলে শুক্রবার ছাড়া আর কোনো দিনে একমুহূর্তের জন্যও রেষ্ট নেওয়ার চান্স নেই। তারপরে ও কল টা রিসিভ করলাম।

❑ এই তোমার কি সমস্যা! কল ধরতে এতো লেট করো কেনো। হ্যালো! হ্যালো! কি বলতেছি কথা কানে যায় না, কথা বলোনা কেনো।

স্পিকার টা লাউড করে দিয়ে বালিশের পাশে রেখে দিয়েছি। ঘুমের ঘোর যেনো শীতের সকালের ঘন কুয়াশা। কাটতেই চাচ্ছে না,কিন্তু ও-ই দিকে তৃতীয় বিশ্বযুদ্ধের গর্জন কানে আসতেছে।

✆ ফোন টা কেটে দিলাম। ঘুমের সাথে একটু বেশি ভালোবাসা থাকা উচিৎ। ঘুম সমস্ত পেরেশানি দুর করে দেয়।

হঠাৎ করে মনে পরলো কাউকে কথা দিয়েছিলাম। তা-ও সেটা একবার না, এবার ঠিক ঠাক মতো কথা না রাখলে চতুর্থবার হয়ে যাবে।

লাফ দিয়ে উঠে ফোনের ✆ কল হিস্ট্রি দেখলাম, ওহ নো!!
আজকে আর রক্ষা নেই। দ্রুত ফ্রেশ হয়ে বের হলাম।

বেলা এগারোটা বাজে এখন, খাবার না খেয়ে গেলে বাড়িতে আর আসবি না,বন্ধু-বান্ধব নিয়ে থাক। মায়ের সঙ্গে এখন পল্টি নেওয়া চলবে না। তাই ভদ্র ভাবে যা দিয়েছে তাই খেয়ে নিলাম।

বাড়ি থেকে বেরিয়ে প্রথমে বাইকে অকটেন লোড করলাম। ততক্ষণে জোহরের আজান দিতে শুরু করেছে। কিছুক্ষণ অপেক্ষা করে জুমার নামাজ আদায় করে নিলাম।

ঝুমুর খুব রেগে আছে, কল দিবো ভাবছিলাম বাট কল দিয়ে যদি আরো রাগিয়ে দেই। প্রেম করলে একটা বিরাট সমস্যা, মেন্টাল টর্চার বেশি। ভাবতে ভাবতে কল দিয়েই ফেললাম।

❑ সারাদিন ধরে খবর নাই, কল দিলে কথা বলো না,এতোই যদি বিরক্ত হও,রিলেশন করছো কেনো।

কথাগুলো বলতে বলতে মনে হয় এক আকাশ সমান অভিযোগ তুলে ধরলো।

চুপচাপ চার মিনিট সময় তার কথা শুনলাম। সমস্ত দোষে দোষী সাব্যস্ত করার পর জানতে চাইলো এখন কেনো ফোন দিয়েছি।
কথা না বাড়িয়ে রেডি হয়ে চলে আসো,আমরা আজকে "মোহনপুর পর্যটন কেন্দ্রে" ঘুরতে যাবো। ✆ ফোন টা কেটে দিলো।

IMG-20220924-WA0018.jpg
পর্যটন কেন্দ্রের গেইটের সামনে।

আসলে দীর্ঘদিন ধরে তার আবদার মোহনপুর যাওয়ার, মতলব উত্তরে নদীর তীরে একটা সুন্দর পর্যটন কেন্দ্র করা হয়েছে। আমারো খুব ইচ্ছে ছিলো যাওয়ার, বাট "এমএফএস" কোম্পানিতে জব করে সময়ের সাথে টাইমিং করতে পারছি না।

দীর্ঘ বিশ মিনিট সময় লাগলে তার রেডি হয়ে আসতে, আসলে প্রিয় মানুষের জন্য অপেক্ষা করা আর জ্বলন্ত দিয়াশলাই হাতে রাখা একই অবস্থা।

IMG-20220924-WA0015.jpg
পর্যটন কেন্দ্রের ভিতরে বাচ্চাদের জন্য গুছানো পরিবেশ

❑ খুব ভালো কাজ করেছো পাঞ্জাবি পরে আসছো। আম্মুকে বোকা বানিয়ে চলে আসছি, চলো বাইকে বসে বলবো,এমনি সকালে রওনা দেওয়ার কথা,বাট তুমি লেট করে আসছো।

<< ঝুমুর খুব বুদ্ধিমান মেয়ে, তবে তাকে আমি বোকাই মনে করি,কারণ তার অভিযোগ আর অভিমান গুলো আমি খুব সহজেই মিটিয়ে নিতে পারি। তার সমস্ত বুদ্ধি অন্য কারো সাথেই প্রয়োগ করে। আমাকে সে খুব বিশ্বাস করে তাই কখনোই চালাকি করে না,সব সত্যি সত্যি বলে দেয়।

received_568467310951595.jpeg

আচ্ছা ঠিক আছে, বাইকে বসো।

আমাদের যাত্রা পথের সময় টা ১ ঘন্টা ৪৫ মিনিট সময়। সময় টা গল্পের ছলে খুব সহজেই চলে গেলো।

received_1307888639644407.jpeg

মোহনপুর যাওয়ার পর পর্যটন কেন্দ্র প্রবেশের জন্য প্রথমে আমাদের টিকিট কাটতে হয়েছে। ভিতরের দিকটা সত্যি খুব সুন্দর ছিলো।

IMG-20220924-WA0010.jpg
সূর্য মামাকে মুগ্ধ হয়ে দেখা, সে এক অন্য রকম কিছু

আমরা বিকেলের পুরো টা সময় খুব আনন্দে কাটালাম।
কিছু ভবিষ্যতের পরিকল্পনা আলোচনা করে নিলাম এই সুন্দর মুহুর্তে। সর্বপরি বাঁধাহীন একটা পরিবেশ ছিলো, মনের তৃষ্ণা মেটানোর জন্য সুন্দর একটা পরিবেশ।

received_373483217843181.jpeg

সন্ধার পরে আমরা নাস্তা করলাম এবং রওনা করলাম বাড়ির উদ্দেশ্যে।

devicemodel
Samsungm01s

ক্যামেরাম্যান : আমি এবং প্রিয় মানুষ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

ভালোবাসা, ভালোভাবে ফাঁসা, এই রকম অবস্থা টা প্রতিটি মুহূর্ত রোমাঞ্চকর অভিজ্ঞতার ঝুলি নিয়ে আসে। তাই ভালোবেসে, ভালোভাবে ফেঁসে গিয়ে সফল হওয়ার জন্য দোয়া করবেন। আপনার প্রতি আমার অজস্র ভালোবাসা।

প্রথমেই আপনাদের জন্য অনেক শুভ কামনা।আপনাদের ভবিষ্যত জীবন সুখের হোক।আপনি বেশ দারুন বর্ণনা দিয়েছেন আপনাদের ভ্রমণের।আসলেই প্রেম মানেই যন্ত্রনা।আর মেয়েরা তার সত্যিকারের ভালবাসার মানুষের কাছে একটু বোকা হয়ে থাকতেই পছন্দ করে। ধন্যবাদ ভাই আপনাদের সুন্দর মুহুর্ত গুলো শেয়ার করার জন্য।

আমাদের জন্য দোয়া করার জন্য আপনার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞ। আসলে যা কিছুই বলি,ভালোবাসা ছাড়া জীবন টা সার্ভাইব করা, আর মরুভূমির ভিতর তৃষ্ণা নিয়ে বেচে থাকা সমান।

আসলে প্রিয় মানুষের সাথে মাঝে মধ্যে সময় দিতে হয়।আর সারা সপ্তাহ পরিশ্রম করার পর মনটা আসলে চাই শুক্রবার সারা দিন ঘুমিয়ে কাটাই। কিন্তু প্রিয় মানুষ থাকলে তো সেই সুযোগ টা হয়ে উঠে না। কারণ ওই দিন টা তাদের কে সময় দিতে হয়। পর্যটন কেন্দ্র টা অনেক সুন্দর পরিবেশ।এই রকম পরিবেশে ঘুরতে বেশ ভালো লাগে আমার কাছে। ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন। শুভ কামনা রইলো আপনার জন্য এবং আপনার প্রিয় মানুষটির জন্য।

@engtariqul ভালোবাসা অবিরাম আপনার জন্য। আমাদের সুন্দর একটা মুহুর্তের গল্প " আর আপনার মনোযোগ, এসবকিছুর জন্য আপনার প্রতি কৃতজ্ঞ।
ভালো লাগে সময় শেয়ার করে কাটাতে, কিন্তু সময় তো দিনরাত মিলিয়ে ২৪ ঘন্টা। আসলে সময় হলো সবচেয়ে বড়ো মরিচীকা। যখন থেকে ভালোবাসতে শুরু করেছি।তখন থেকেই সময় আমাকে বোকা বানাচ্ছে।

হায়রে ভালবাসা আপনার পিছু ছাড়লো না।আপনি না বলেছিলেন বিয়ের কথা চলছে।উনি কি আমাদের হবো ভাবি??। দুইজনকে বেশ ভাল দেখাচ্ছে। দিন ভাল কাটছে বুঝা যাচ্ছে।আবার ছ্যাকা ত্যাকা খায়েননা😂😂😂 একটু সাবধানে থাইকেন🤣🤣

@samhunnahar হ্যা আপু!☺️
আপনাদের ছোট্ট বোন।আমাদের জন্য দোয়া কইরেন, আর আপনার ছোট্ট বোন খুব মিস্টি সয়তান। ছ্যাকা দিবে না☺️ আপনার সুন্দর অবিজ্ঞতাপূর্ন তথ্যের জন্য অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা অবিরাম।