আমার বাংলা ব্লগে আমার প্রথম পরিচিতিমূলক পোস্ট!

in hive-129948 •  3 years ago  (edited)

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু
সবাই কেমন আছেন? আশাকরি আল্লাহর অশেষ মেহেরবানীতে সবাই ভালো আছেন ।
আজ, আমি আমার আইডি ভেরিফিকেশনের জন্য আমার প্রিয় আমার বাংলা ব্লগের সাথে আমার পরিচয় করিয়ে দিলাম।
আমি আশা করি প্রিয় আমার বাংলা ব্লগ আমার আবেদন গ্রহণ করবেন।
আমি তোমাকে ভালোবাসি আমার বাংলা ব্লগ ।

20220702_014040.jpg

আমি মোঃ দেলোয়ার হোসেন। আমার বাড়ি চাঁদপুর এর খেরুদিয়া গ্রামে অবস্থিত। আমি জন্মগ্রহণ করি এই মনোমুগ্ধকর গ্রামে। ছোট বেলা থেকেই এই গ্রামে আমার বেড়ে ওঠা, এখানেই একটা প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা জীবন শুরু করি,তবে মজার বিষয় হলো আমার নামের সাথে আমার বিদ্যালয়ের নামের মিল ছিলো, প্রতিষ্ঠানটির নাম ছিলো - খেরুদিয়া দেলোয়ার হোসেন হাইস্কুল ও কলেজ।
আমার জীবনে আরেকটা অদ্ভুত ব্যাপার মিলে যায়, তা হলো আমি যেই স্কুল থেকে মাধ্যমিক পড়াশোনা শেষ করি,আবার কর্মজীবন শুরু হয় সেই স্কুল থেকে, তাই মাঝে মধ্যে ভাবি সবাই হয়তো এজন্যই আমাকে ভাগ্যবান বলে। আমি এখন সেই খেরুদিয়া দেলোয়ার হোসেন হাইস্কুল ও কলেজ এর কলেজ শাখায় কম্পিউটার অপারেটর এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির শিক্ষক হিসেবে আছি।

IMG-20220619-WA0000.jpg
যে ভাবে আমার বাংলা ব্লগে আমার আগমন।

আমার অনলাইন জগতে আসার কারণ হলো আমি ক্লাস সেভেন থেকেই প্রযুক্তির প্রতি আমার বিশেষ চাহিদা তৈরি হওয়া, সেই কারনে দিনের বেশি ভাগ সময় ইউটিউবে বিভিন্ন বিষয়ে জানার জন্য খোঁজ করতাম। আর আমার বাংলা ব্লগ সম্বন্ধে প্রথম আমি ইউটিউব থেকেই জানতে পারলাম।তার পর আমি ইউটিউব থেকে আমার বাংলা ব্লগের আরো অনেক ভিডিও দেখি।
আর সেখান থেকেই আমি আমার বাংলা ব্লগ বিভিন্ন নিযম কানুন জানতে পারি।

PicsArt_02-12-08.22.20.jpg
আমি অবশ্যই প্রাণপণ চেষ্টা করব আমার বাংলা ব্লগ এ সততার সাথে কাজ করতে এবং একদিন আমরা লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব। আমি সুস্থ মস্তিষ্ক নিয়ে আমার বাংলা ব্লগের সকল শর্ত মানতে বাধ্য থাকব। আমি নিজের জ্ঞানের পরিধি বাড়াতে চাই এবং ভাল মানুষ হিসাবে নিজেকে গরে তুলতে চাই। আশা করি আমার বাংলা ব্লগ এর মাধ্যমে আমি অনেক কিছু জানতে এবং শিখতে পারব এবং আমার স্বল্প অভিজ্ঞতা শেয়ার করতে পারব।
সকলের সাহায্য ও সহযোগিতা কামনা করছি। আমি এখানে আমার পরিচিতি পর্বের সমাপ্তি ঘোষণা করছি। আশা করি সবার ভালো লাগবে। আশাকরি আপনারা আমার লেখা গুলো পড়বেন। খুব ভালো করে গুছিয়ে হয়ত লিখতে পারিনি তবে কিছুটা চেষ্টা করেছি।সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন । আপনাদের সবার জন্য শুভ কামনা রইল।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...
Loading...

আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আপনাকে স্বাগতম আশা করি আমাদের কমিউনিটির সব ধরনের নিয়ম কারণ মেনে আমাদের পরিবারের সাথে মিলিয়ে কাজ করে এগিয়ে যাবেন।

  ·  3 years ago (edited)

আসসালামু আলাইকুম, প্রিয় বড় ভাই আশা করি আপনি ভালো আছেন। আমি আপনাদের স্নেহ, ভালবাসা এবং সবার সহযোগিতা নিয়ে সফল হতে চাই, আমি মনেপ্রাণে বিশ্বাস করি এটা এমন একটা প্লাটফর্ম যেখানে আমরা সকলে সকলের জন্য, সকলে মিলে আমরা কাজগুলো করলে সহজেই সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে যেতে পারব, আপনাদের প্রতি আমার অনুরোধ আপনাদের একান্তই সুন্দর দৃষ্টিই পারে আমাকে সফল করতে। আপনাদের প্রতি দোয়া রইল আপনারা সফল হোন,, এবং আপনাদের স্নেহময় দৃষ্টি আমাদের সফল করুক।

@delwar1
আপনাকে আমার বাংলা ব্লগে স্বাগতম। খুবই সুন্দর ভাবে আপনার পরিচিত মূলক পোস্ট উপস্থাপন করেছেন। আপনার সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, ভালো লাগলো,
তবে আমার বাংলা ব্লগের ভেরিফাইড মেম্বার ছাড়া আমরা অন্য কোন মেম্বার দের রেফার বা রেফার ছাড়া মেম্বার আমরা গ্রহণ করি না।

এবং আপনার পোস্টে হাতে রাখা পেইজের লিখার তারিখ ভুল আছে। এখনি সংশোধনী করুন।

সে ক্ষেত্রে আপনাকে জানানো যাচ্ছে যে, আপনার বিষয়টি বিবেচনা করে পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
সে পর্যন্ত একটিভ থাকুন আমাদের Discord server এ
point_down
Discord link : https://discord.gg/esbZH6GU

আসসালামু আলাইকুম, আপনার প্রতি কৃতজ্ঞ এবং ভালোবাসা আমার পরিচয় পর্ব টা সুন্দর ভাবে পড়ার জন্য, আমি ফ্লাটফর্ম নতুন আমার অনেকগুলো ভুল হতেই পারে, আপনাদের সুদৃষ্টি কামনা করি যাতে আমি আমার ভুলগুলো ধরতে পারি এবং সামনে এগিয়ে যেতে পারি।
আমি এটা আশা করি আপনাদের সহযোগীতা পেলে আমি আমার স্বপ্নগুলো সহজেই ফুলফিল করতে পার। আপনারা আমার জন্য দোয়া করবেন , সবার ভালবাসা এবং সবার সহযোগিতা নিয়ে আমি যেন এগিয়ে যেতে পারি।

আপনি যদি আজকের মধ্যে আপনার হাতের পেইজটির তারিখ ঠিক না করেন তাহলে আপনাকে নিউ মেম্বার হিসেবে নেয়া হবে না।

SORRY.

ami ki ekhaner joining date lekhbo?
naki steemit er join er date, please help me...

আপনার পরিচয় মূলক পোষ্ট পড়ে খুবই ভালো লাগলো। প্রথমেই স্বাগতম জানাই আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আসসালামু আলাইকুম, আপনার প্রতি কৃতজ্ঞ এবং ভালোবাসা আমার পরিচয় পর্ব টা সুন্দর ভাবে পড়ার জন্য, আমি ফ্লাটফর্ম নতুন আমার অনেকগুলো ভুল হতেই পারে, আপনাদের ভালোবাসা কোন দেশটি কামনা করি যাতে আমি আমার ভুলগুলো ধরতে পারি এবং সামনে এগিয়ে যেতে পারি।

সফলতা আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আপনাকে স্বাগতম ।।আশা করি দূরত ক্লাস করে ভেরিফাইড মেম্বার হবেন।। ধন্যবাদ আপনাকে আপনার পরিচিত মুলক পোস্ট দেয়ার জন্য।।

  ·  3 years ago (edited)

ভালোবাসা আপনার জন্য, আসসালামু আলাইকুম। আমি এই প্লাটফর্মে এসে একটা জিনিস বুঝতে পেরেছি এটা হল সবার প্রতি সবার ভালবাসা থাকা।সবাই একসাথে আমরা সফল হওয়ার জন্য প্রচেষ্টা নিয়ে এগিয়ে যাওয়া, আপনাদের সোহার্দ্য পূর্ণ আচরণ এবং আমাদের প্রতি আপনাদের সুন্দর দৃষ্টি পারে একমাত্র আমাদেরকে এগিয়ে নিতে , স্নেহ ভালবাসার পাশাপাশি এই সুন্দর প্লাটফর্মে আপনাদের হাত ধরে এগিয়ে যেতে চাই। আপনাদের প্রতি দোয়া রইল।

আপনার পরিচিতি মূলক পোস্টটি পড়ে আপনার সম্পর্কে অনেক কিছু জানতে পেলাম ভাইয়া। আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া এভাবে সামনের দিকে এগিয়ে যান।

প্রথমত আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি মহান সৃষ্টিকর্তার প্রতি, কারণ তিনি এত সুন্দর ভাবনা না দিলে হয়তো আমি এই প্লাটফর্ম এসে আপনাদের সাথে মিট হতাম না, আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সবার সাথে ভালো ব্যবহার করে এবং সবার মন জয় করে সফল হতে পারি।আমি মনে করি আপনাদের ভালবাসা থাকলে এবং আমার একান্তই প্রচেষ্টা থাকলে সফল হওয়াটা খুব সহজ, একা সফল হওয়ার মধ্যে আনন্দ নেই তাই আমি চাই আপনাদেরও সফলতা। আপনাদের জন্য দোয়া রইল এবং আমি আপনাদের কাছ থেকে স্নেহ এবং ভালোবাসা কামনা করি। আসসালামু আলাইকুম।

আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম, আপনার পরিচয় মূলক পোস্ট আপনি খুবই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করেছেন। নতুন একজন মেম্বার আমাদের কমিউনিটি তে দেখে আমি খুবই আনন্দিত ।আপনার জন্য শুভকামনা রইল ভাই আপনি যেন আমাদের কমিউনিটি তে ভালোভাবে কাজ করতে পারেন।

প্রথমত আমি খুবই আনন্দিত এবং আপ্লুত, কারন এইরকম একটা সুন্দর প্লাটফর্মে এসে আপনাদের মত কিছু মহৎ এবং সুন্দর মনের মানুষের সাথে পরীচয় হয়েছে , আপনারা আমার জন্য দোয়া করবেন, সুন্দর ব্যবহার করে আমি যেন এই প্ল্যাটফর্মের মাধ্যমে সবার সফলতার পাশাপাশি আমিও যেন সফল হই। আসসালামু আলাইকুম।

আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আপনাকে স্বাগতম। আশা করি আপনি আমার বাংলা ব্লগ কমিউনিটি সকল নিয়মকানুন অনুসরণ করে কাজ করবেন। পড়াশোনা শেষ করার সাথে সাথে আপনি আবার পুনরায় সেই স্কুলে কর্মজীবন শুরু করেছেন এটা জেনে ভালো লাগলো।

  ·  3 years ago (edited)

আমি কনফিডেন্ট আপনাদের নিয়মের বাহিরে আমার কোন একটিভিটিস থাকবে না, দয়া করে আমার কোন ভুল থাকলে আপনারা আমাকে অবশ্যই অবহিত করবেন, হোক সেটা ছোট বা বড়ো।আপনাদের প্রতি কৃতজ্ঞ আমি আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য।আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের প্রত্যেকটা রুলস মেনে সফল হতে পারি।