”বাংলার মুখ আমি দেখিয়াছি,
তাই আমি পৃথিবীর রূপ
খুঁজিতে যাই না আর”
জীবনানন্দ দাশের কবিতার মত বলতে হয় বাংলার রুপে আমি যতটা বিমোহিত, তাই পৃথিবীর আরও রুপ দেখিতে আর ইচ্ছে হয় না। বাংলার গাছ গাছালি, নদীনালা, পাহাড় পর্বতের প্রতি পরম আত্মিক টান অনুভূত হয়। বাংলার অপরুপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে বাংলার প্রতিটি প্রাকৃতিক বিষয়ের সৌন্দর্যের শোভা উপভোগ করার জন্য ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বেশে বাংলার বুকে বার বার ফিরে আসতে ইচ্ছে হয়। তাইতো যখন সময় হয় তখনি হারিয়ে যাই বাংলার বিভিন্ন রুপের ভিতর, আহরন করি অপূর্ব স্নিগ্ধতা।
নীল আকাশের ছায়া যখন নদীর জলের উপর খেলা করে তখন মনের ভিতর কি সুন্দর নির্মল আনন্দের ঢেউ উঠে।
নদীর সযত্নে লালন করা মাছ জেলেদের বিলিয়ে দেয় তাদের জীবিকার জন্য।
নদী পরম মমতায় শান্ত হয়ে মানুষকে পৌছে দেয় তার গন্তব্যে।
নদী ভালোবেসে সূর্যেকে লুকিয়ে নিচ্ছে নিজের বুকে।
শান্ত নদীর স্নিগ্ধতা।
আমার বাংলা ব্লগে কিছু শেয়ার করার পূর্বে আপনাকে কমিউনিটির নিয়ম মেনে পরিচিতিমূলক পোষ্ট শেয়ার করতে হবে, যাতে আমরা আপনাকে ভেরিফাই করতে পারি। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit