আমার বাংলা ব্লগ||আমার পরিচয় ||by @dipok998||18 November 2021

in hive-129948 •  3 years ago 

Hello Everyone

আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আমি @dipok998 বাংলাদেশের একজন নাগরিক।

কেমন আছেন সবাই।এই প্ল্যাটফর্মে এটা আমার প্রথম পোস্ট।তাই ভাবলাম আমার পরিচয় দিয়ে শুরু করি।

আমার পরিচয় :

আমি দিপক রায়। আমার ইউজার নেম : @dipok998। আমার জন্ম ২০০১ সালের ১৬ ই এপ্রিল । আমার বয়স ২০ বছর। আমি একজন বাংলাদেশের নাগরিক। আমার জন্মস্থান বাংলাদেশে দিনাজপুর জেলার পার্বতীপুর থানার ৫ নং ইউনিয়ন অবস্থিত। আমি একজন ছাত্র। আমি দিনাজপুর সরকারি কলেজে লেখাপড়া করছি।

IMG20211118092653.jpg

আমার পরিবার :

আমার পরিবারে বর্তমানে চার জন সদস্য রয়েছে। আমার পরিবারের আমি, বাবা-মা-র বড় ছেলে।আমার বাবা একজন ডাক্তার ও আমার মা গৃহিণী এবং আমার আদরের ছোট ভাই লেখাপড়া করে ।এ নিয়ে আমার পরিবার গঠিত।

IMG_4344740325654262.jpeg

আমার শখ :


আমি ঘুরতে পছন্দ করি। এটা আমার প্রধান শখ। তাছাড়া আরও অনেক শখ রয়েছে যেমন বই পড়তে পছন্দ করি।এছাড়া আমার পছন্দের আরেকটি শখ হচ্ছে ছবি আঁকা।ক্রিকেট খেলতে পছন্দ করি। ফুটবল
খেলতে পছন্দ করি। বন্ধুদের সাথে আড্ডা দিতে ও পছন্দ করি।

IMG_1286870981726065.jpeg

আমার স্বপ্ন :

আমার স্বপ্ন আমার পরিবার, দেশ ও দেশের মানুষের জন্য অবদান রাখা। আর নিজেকে আর্দশ মানুষ হিসেবে গড়ে তোলা।আমি বড় হয়ে যে কোন এক প্রকার চাকরি করব তারপর আমি দেশের উন্নতি করব।

IMG_989303568316985.jpeg

আমার ব্যক্তিগত কিছু তথ্য :

আমি একজন ছাত্র আমি পড়ালেখার পাশাপাশি আমার বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দেই।বেশিরভাগ ক্ষেত্রে আমি বন্ধুদের সাথে বাজারে আড্ডা দেই এবং যেকোনো জায়গায় ঘুরতে বেরোই।এটাই আমার স্বাধীনতা।

IMG_608460166863138.jpeg

ধন্যবাদ জানাই, @rme ভাইকে এইরকম একটা প্ল্যাটফর্ম নিয়ে আসার জন্য। বাংলা ভাষাভাষী মানুষেরা তাদের মনের ভাব সুন্দর ভাবে প্রকাশ করতে পারে। নিজ ভাষায় কথা বলতে কেনা ভালোবাসে।আশাকরি ''আমার বাংলা ব্লগ '' কমিউনিটি অনেক দূর এগিয়ে যাবে দোয়া করি।
আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই আমার পাশে থাকবেন।আজ এখানেই শেষ করছি।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আপনাকে স্বাগতম। সততার সাথে কাজ করবেন এই কামনাই রইল।

ধন্যবাদ ভাই

আমার বাংলা ব্লগ পরিবারে আপনাকে স্বাগতম ।আশা করছি আপনি আমার বাংলা ব্লগের সকল নিয়ম কানুন মেনে চলবেন সাথে সৃজনশীলতার পরিচয় দিয়ে কমিউনিটিকে ও নিজেকে সমৃদ্ধ করবেন। শুভকামনা রইল আপনার জন্য।

আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি স্বাগতম। আশা করি আপনি সব নিয়মকানুন মেনে চলবেন।

ধন্যবাদ ভাই

আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম, নিয়মকানুন মেনে কাজ করবেন আশা করি ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে সক্ষম হবেন। দোয়া রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাই

Loading...

আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে স্বাগতম। আপনাকে সঠিকভাবে ভেরিফিকেশন পোস্ট করতে হলে অবশ্যই আমাদের লেভেল ওয়ান এর ক্লাস এ জয়েন হতে হবে। সর্বপ্রথম আপনাকে Discord এ জয়েন হয়ে এসে ক্লাসগুলো এটেন্ড করতে হবে এবং আমাদের কমিউনিটির নিয়ম মেনে ভেরিফিকেশন পোস্ট করতে হবে।

কিভাবে খুব সহজে Discord Account খুলবেন।

আমাদের Discord Link : https://discord.gg/yuKDqwT9


নিয়ম কানুন ও গুরুত্বপূর্ন তথ্য।
"আমার বাংলা ব্লগের" অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ কমিউনিটি পোস্টগুলির হাইপার লিঙ্কগুলির আর্কাইভ

Ami link dawya Discord dukte parte ci na

১ম কমেন্ট এ যে ডিস্কোর্ড লিখাটি দেখা যাচ্ছে একপাশে সেটা দিয়ে ঢুকার চেষ্টা করুন।

আপনার রেফারার কে তা উল্লেখ্য করতে হবে অবশ্যই। অর্থাৎ আপনি কার মাধ্যমে " আমার বাংলা ব্লগ কমিউনিটি" র কথা জানতে পেরেছেন। বা কি করে স্টিমিট সম্পর্কে জানলেন।

  ·  3 years ago (edited)

আবার কি নতুন করে পোস্ট করব

এই পোস্টটি এডিট করলেও হবে।
আর আমাদের কমিউনিটিতে বাংলা ভাষা ছাড়া লিখা যাবেনা ভাইয়া। বাংলায় কমেন্ট করবেন।কমেন্টটিও এডিট করিয়েন।ধন্যবাদ আপনাকে।

আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে স্বাগতম। আপনাকে সঠিকভাবে ভেরিফিকেশন পোস্ট করতে হলে অবশ্যই আমাদের লেভেল ওয়ান এর ক্লাস এ জয়েন হতে হবে। সর্বপ্রথম আপনাকে Discord এ জয়েন হয়ে এসে ক্লাসগুলো এটেন্ড করতে হবে এবং আমাদের কমিউনিটির নিয়ম মেনে ভেরিফিকেশন পোস্ট করতে হবে। আপনার রেফারেল উল্লেখ করতে হবে। কার মাধ্যমে বা কিভাবে এই কমিউনিটির সন্ধান পেয়েছেন তা উল্লেখ করতে হবে।

কিভাবে খুব সহজে Discord Account খুলবেন।

আমাদের Discord Link : https://discord.gg/yChZ9ptY


নিয়ম কানুন ও গুরুত্বপূর্ন তথ্য।
"আমার বাংলা ব্লগের" অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ কমিউনিটি পোস্টগুলির হাইপার লিঙ্কগুলির আর্কাইভ