" আমার বাংলা ব্লগ " পরিবারের সকল সদস্য ব্লগার, লেখক এবং পাঠকদের শুভেচ্ছা জানাচ্ছি।
আমার বাংলা ব্লগ কমিউনিটি-র সকলের সাথে নিজেকে পরিচিত হবার উদ্ধেশ্যে আমার আজকের এই পোস্ট।
আমি এই প্লাটফর্ম টাতে একদমই নতুন। সত্যি বলতে আমি অত ভালো বুঝিনা কিভাবে কমিউনিটি গ্রো কিংবা নিজের লিখা বা ভাবনা গুলো একটা বৃহৎ সংখক মানুষের কাছে পৌঁছাতে হয় 🙂। আমার লিখতে ভালোলাগে,লেখাগুলো সুন্দর ভাবে শেয়ার করার জন্য আমার এই সাইটে আসা। আমার তেমন কোনো বন্ধু নেই,কমিউনিটি নেই।।
আমি চাই আপনাদের সাথে এই যাত্রা শেয়ার করতে।"এটা আমার জন্য একটি নতুন যাত্রা এবং আমি আপনাদের সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই।”
আমি দিয়াদ মৃত্তিকার ,জীবিকার উদ্ধেশ্যে - ছোট্ট একটি চাকুরী জীবনে ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এর সাথে যুক্ত আছি। অন্যথায় পেশায় আমি একজন মিউজিসিয়ান ;আমার একটা প্রোগ্রেসিভ রক ব্যান্ড আছে -আমি ড্রামস বজাই। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন অডিও ষ্টুডিওর সাথে সেশন প্লে করেছি।
নিজের আগ্রহ এবং মনস্তাত্ত্বিক প্রশান্তির জন্য আমি বিভিন্ন বিষয়ে লেখালিখি করি।
কবিতা,গান,স্ক্রিপ্ট,ছোট গল্প , ইত্যাদি।
যদিও এসমস্ত বিষয় নিয়ে এই গ্রুপ এ শেয়ার করার নিষেদ্ধাজ্ঞা রয়েছে।
এগুলো ছাড়াও বিভিন্ন বিষয়ে আমার আগ্রহ কাজকরে।বিভিন্ন রকম তথ্য ও গবেষণা মূলক বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি এবং বিষয় ভিত্তিক মৌলিকতা বজায় রেখে শব্দকোষে শ্রীনিবদ্ধতা আমার এক প্রকার স্বভাব সুলভ আচরণ।
আপনাদের সাথে যুক্ত হতে পারলে ভালো লাগবে। আপনার যেকোনো রকম পরামর্শ, সহায়তা কিংবা মতামত আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ধন্যবাদ সবাইকে।।