সম্মানিত সকল স্তরের ব্লগার ভাই ও বোনদের জানাই আমার দেখা ভিন্ন জগতের ধারাবাহিক পর্বের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। |
বহুদিন পরে নিজের হারানো অস্তিত্বকে এই প্লাটফর্মের সাথে যুক্ত করার ক্ষুদ্র প্রচেষ্টা চালানোর জন্য আন্তরিকভাবে দুঃখিত। এরপরেও ব্যথিত চিত্তে মাঝে মাঝে মনে হয় এই বিশাল এবং উত্থাল সমুদ্র স্রোতে কুল হারা এক নাবিক আমি। সময়ের সাথে সমুদ্রের বিভিন্ন জায়গায় শুধু ভেসেই চলেছি।
মনের গভীরে শূন্যতা আজ কুল থই থই জ্বলে,
রিক্তসিক্ত শূন্যতা আজ, কি হবে এর ফলে। মনের মধ্যে শত জল্পনা আজ,
হারাইয়াছে কুল।
কবে এ তরী পাবে ফিরে পথ,
দেখিবে আবার মায়া ভরা সেই শৈল্পিক ছবি। দেখিবে আবার সেই মেঠো পথ।
যেগুলোতে রয়েছে হাজারো মমতাময়ী স্মৃতি। স্বার্থপরতায় ভরা নিজের রক্ত,
পরা শৃংখলায় রয়েছে আবদ্ধ।
স্মৃতিকে ভুলে হয়েছে আসক্ত,
পথ ভুলে হয়েছে বিকলাঙ্গ।
মস্তিষ্কে রয়েছে পরের ভূষিত যাদু মন্ত্র,
কি করলে পাবে পথ, হারাবে না কুল,
সবার নিয়েছে সব কেড়ে।
সবকিছুর ভিড়ে, যা নিয়েছে কেড়ে, পরের সব নিয়ে নির্বোধ মন, করছে পরের তদারকি। আসুগৃহে তার শূন্যতায় ভরা, কি করলে পাবে পথ, সে নিয়েই রয়েছে অনেক দ্বিধা দ্বন্দ্ব।
যাইহোক ক্ষমা করবেন । কোথায় থেকে কোথায় বহু মাত্রিক ব্যতীত হৃদয়ের মনো ব্যক্ত, নিজের অজান্তেই বিড়বিড় করে বলেই চলেছে যার অস্তিত্ব বর্তমান এই মায়া ভরা প্রকৃতির সৌন্দর্যের এক কোনায় বিলীন করে দিতে সর্বদাই বাধ্য।
Device : Redmi Note 8
what 3words Location
প্রকৃতির অনেক দয়া, যা মানুষকে করেছে দান। এর আদলে আসলে মানুষ ফিরে পায় নতুন করে প্রাণ।
ভ্রাম্যমান জীবনে অনেকেই রয়েছে যারা প্রকৃতির সাথে কথা বলতে ভালোবাসে। কারণ এই প্রকৃতি মানুষকে ঠকায় না। প্রকৃতির সৌন্দর্য মানুষকে যুগ যুগ ধরে করেছে অনুপ্রাণিত।
কি দারুন অনুভূতি, চলিত পথের কর্কট ময় সব বাস্তব যন্ত্রণার সুমিষ্ট প্রশান্তি যেন প্রকৃতিতে লুকিয়ে রয়েছে। যখন নিজের অস্তিত্বকে এই সমাজের মধ্যে খাপ খাওয়াতে অনেক কষ্টকর হয়ে যাবে। এখন এক মুহূর্তে মনকে প্রশান্তি দিতে আসবেন অজানা প্রকৃতির বুকে।
বুঝতে পারবেন পৃথিবীর সব মানুষই যদি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে। কেড়ে নেয় আপনার জীবনের সব শেষ আশা টুকু। তারপরেও প্রকৃতি দিবে আপনাকে বাস্তব অনুভূতি। আপনি শত যন্ত্রণার ভিড়েও শিখবেন নতুন কিছু।
প্রকৃতি মানুষকে পথ দেখিয়েছে। সেই পথ ধরেই মানুষ করেছে আলোকিত জীবনের সূচনা।
এতে দিয়েছে নতুনত্ব, প্রকৃতির সূত্র ধরেই প্রকৃতিকে করেছে বৈচিত্র্যময়।
ভিন্ন জগতের ভিন্ন রকম রূপময় বৈচিত্রের মধ্যে অন্যতম সৌন্দর্য বিরাজমান এই পদ্মপুকুর। যার ছায়া তলে এসে প্রকৃতি প্রেমিক মানুষগুলো নিজের অতীত বাস্তবতা ফিরে পায়।
আজ এ পর্যন্তই, যদি কেউ আমার অনুভূতির সাথে পূর্বের স্পর্শতা না পেয়ে থাকেন, তাহলে ঘুরে আসতে পারেন আমার দেখা ভিন্ন জগতের ধারাবাহিক পর্বগুলোতে।
👉 আমার দেখা ভিন্ন জগৎ-(প্রথম পর্ব)
👉 আমার দেখা ভিন্ন জগৎ-(দ্বিতীয় পর্ব)
👉 আমার দেখা ভিন্ন জগৎ-(তৃতীয় পর্ব)
👉 আমার দেখা ভিন্ন জগৎ-(চতুর্থ পর্ব)
👉 আমার দেখা ভিন্ন জগৎ (পঞ্চম পর্ব)
👉 আমার দেখা ভিন্ন জগৎ (ষষ্ঠ পর্ব)
👉 আমার দেখা ভিন্ন জগৎ (সপ্তম পর্ব)
👉 আমার দেখা ভিন্ন জগৎ (অষ্টম পর্ব)
👉 আমার দেখা ভিন্ন জগৎ (নবম পর্ব)
সময়ের চলমানোতা সেই সাথে কঠিন বাস্তবতা তারপরেও দেখা হবে আগামী পর্বে সকলের জন্য শুভকামনা ও ভালোবাসা রইল ভালো থাকবেন, খোদা হাফেজ।
ছবি গুলো যে মোবাইল দিয়ে তোলা Xiaomi Redmi Note 8
মোবাইটি সম্পকে বিস্তারিত জানতে ভিজিট করুন
আমি মোঃ মেহেরবান আলী বাসাঃ দিনাজপুর। বর্তমানে থাকি- সৈয়দপুর, নীলফামারী।
বাংলা আমার মায়ের শেখানো ভাষা। সেই মা আর নেই, কিন্তু তার শেখানো ভাষা আমি ব্যবহার করে আমার দেশ বাংলাদেশের মাটিতে বিচরণ করছি ও এই ভাষার মাধ্যমে আমার মনের ভাব সবার মাঝে বিলিয়ে দিচ্ছি। তাই এই ভাষা আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা। আমার কাছে আমার দেশ ও আমার বাংলা ভাষা এটি হচ্ছে আমার বেঁচে থাকার চালিকাশক্তি এবং আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। আমি আমার দেশ ও আমার মায়ের ভাষাকে অনেক অনেক বেশি ভালোবাসি।
Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit