দক্ষিণ অঞ্চল এর বিখ্যাত গলদা চিঙড়ি নিয়ে কবিতা
বাংলাদেশের দক্ষিণ অঞ্চল এর গলদা চিঙড়ি নিয়ে একটি কবিতা
গলদা চিঙড়ি মহান,
কৃষক এর মনে ভরা আকাশের রঙ।
শাড়ির রঙে সোনালি,
জলের নিচে তোমার মজন।
বাজায় তোমার প্রহর,
কৃষকের বনের মধুর গান।
তুমি ছোট, তোমার দেহ
ভরা উৎসবের চাঁদনি মধ্যে পুনশ্চেতন।
ঘেরে পায় গলদা চিঙড়ি,
মিলে কৃষক এর চোখে হারি।
কৃষকএর হৃদয়ে আলো,
মানুষের সঙ্গে জুড়ি।
গলদা চিঙড়ি মহান,
শিশির বাতাসে জলে লালন।
তোমার সুরে দেশের মাটি,
কৃষক এর আশায় চিঙড়ি পালন।
কেমন হলো সবাই জানাবেন এবং আমার বাংলা ব্লগ এর সাথে থাকবেন।