তৃতীয় সেমিস্টারের শেষ ক্লাস।

in hive-129948 •  last month 

হ্যালো, স্টিমিট পরিবারের সদস্যগণ সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি আপনাদের ভালোবাসা এবং দোয়ায়। আজকে আমি আপনাদের সাথে আমার ভার্সিটির তৃতীয় সেমিস্টার শেষ ক্লাসের স্মৃতিস্মৃতিচারণ করব।

দিনটি ছিল ০৮/১০/২০২৪ মঙ্গলবার। লজিক ডিজাইন কোর্সের ফাইনাল কুইজ পরিক্ষা ছিলো। তাই সকাল থেকে অনেক টেনশনে ছিলাম কি ভাবে কি হবে। কারণ এই কুইজ এ কোনো গ্রুফ ভিত্তিক কোনো টাস্ক ছিলো না আমাদের।গ্রুফ ভিত্তিক যদি টাস্ক না থাকে তাহলে অনেক প্রেশার পরে। যাই হোক সময় মতো ভার্সটি পৌঁছালাম।আমাদের পরিক্ষার হল নাম্বার ছিলো ৮০২ নাম্বার রুম যা অষ্টম তলায় অবস্থিত।পরিক্ষা মোটামটি ভালো হলো যা চিন্তার অনেক টা বাইরে ছিলো। পরিক্ষার সময় ছিল ৪৫ মিনিট যেখানে আমাদের পনেরটা নৈবিত্তিক এবং এবং তিনটা বড় প্রশ্নের উওর দিতে হলো এবং মোট পরিক্ষা ছিলো ৩০ নম্বর এর উপর।

ছবিটা তুলেছিলাম ভার্সিটি পৌঁছানোর পর আকাশ পুরো কুয়াশা আচ্ছন ছিলো দেখতে খুবি ভালো লাগছিলো যদিও এখন শরৎকাল তবুও পরিবেশটা দেখে মনে হচ্ছিল শীত চলে আসলো বুঝি। আসলে এখন ঋতুগুলো সব পরিবর্তন হয়ে যাচ্ছে জলবায়ু বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধির ফলে যা খুবি ক্ষতিকারক হচ্ছে সামনের দিনগুলোর জন্য। বাংলাদেশকে মূলত ষড়ঋতুর দেশ বলা হলেও এখন তিনটি থেকে বেশি ঋতু দেখা যায় না বা বুঝাই যায় না।

পরিক্ষা শেষ করে স্যার আমাদের ক্লাস রুমে বসতে বললেন।স্যার আমাদের সকলের জন্য চকলেট নিয়ে আসলেন। স্যার আমাদের সাথে তার অনেক ঘটনা শেয়ার করলেন এবং ভবিষ্যৎতে এই কোর্স এর প্রয়োগ এর আনেক জায়গা আমাদের সাথে বিস্তারিত আলোচনা করলেন।স্যার তার স্কুল কলেজ এবং ভার্সিটি লাইফের অনেক ঘটনার কথা আমাদের সাথে শেয়ার করলেন এবং আমাদের মোটিভেট করার চেষ্টা করলেন। তার জীবনের অনেক নানা প্রতিবন্ধকতা মোকাবেলা করার আমাদের অনেক কৌশল বললেন। সর্বক্ষেত্রে ঠান্ডা মাথায় সিদ্ধান্তগুলো গ্রহণ করার উপদেশ দিলেন। নিজের জীবনের অনেক ঘটনা আমাদের মাঝে শেয়ার করলেন যা আমাদের ভবিষ্যতে জীবনে কাজে লাগবে।

তারপর স্যারের সাথে আমরা কিছুক্ষণ গল্প করে। সবাই মিলে গ্রুপ এবং ইন্ডিভিজুয়াল কিছু ছবি তুললাম যা আপনাদের মধ্যে শেয়ার করলাম।

ক্লাস শেষ করে আমরা সকল বন্ধুরা মিলে মাঠে চলে আসলাম কারণ সেদিন ছিল ভিসি কাপ ফাইনাল।আমরা যখন মাঠে পৌঁছালাম তখন জাতীয় সংগীত জন্য সবাই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করছিল আমরাও দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করলাম। টিম থানডারস বনাম টিম ফ্যালকন এই দুটি দলের মধ্যে ফাইনাল ম্যাচ টি অনুষ্ঠিত হয়।তারপর আমরা সকলে মিলে মাঠের এক পাশে বসে পড়লাম। আপনাদের সাথে তখন ধারনকৃত কিছু ছবি শেয়ার করলাম। সেদিন জয় হয়েছিলো টিম ফ্যালকন এর।


IMG_5570-01.jpeg

> আমি দুর্জয় বড়ুয়া। আমি বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ভ্রমণ এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি।এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি।


New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Posted using SteemMobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!