হ্যালো, স্টিমিট পরিবারের সদস্যগণ সবাই কেমন আছেন।আমি@durjoy2065বাংলাদেশ, ঢাকা থেকে আশা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি আপনাদের ভালোবাসা এবং দোয়ায়।
গত দুইদিন ২৯/১২/২০২৪ থেকে ৩০/১২/২০২৪ তারিখ আমার ভার্সিটিতে একটি বিশেষ মেলা অনুষ্ঠিত হয়। মেলাটি ছিল মূলত তুরুণ উদ্যোক্তা দের উৎসাহিত করার একটি বিশেষ উদ্যোগ। মেলাটির নাম ছিল বনিকবাজার ২০২৪ এটি এই প্রথম কোন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তরুণদের উৎসাহিত করার প্রথম এত বৃহৎ আকারে প্রয়াস। কত ২৯ তারিখে আমি এই মেলা পরিদর্শন করি। আসলে এটা আমার ক্লাব ইডিফ এর একটি আয়োজন। আমি এ ক্লাবের একজন সদস্য হয়ে নিজেকে খুবই গর্বিত মনে করছি।বর্তমান অর্থনৈতিক এই খারাপ অবস্থায় এবং তরুণ সমাজের বেকারত্ব হার থেকে উত্তরণের একমাত্র উপায় হল উদ্যোক্তা হওয়া। কারণ একজন উদ্যোক্তা ই পারে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা।উদ্যোক্ত হওয়ার মাধ্যমে সমাজে একটি পজিটিভ ভিউ আনা।মেলার অন্যতম একটি উদ্দেশ্য হল ইনোভেটিক ফ্যাশন এবং সৃজনশীলতা কে আরো উৎসাহিত করা।
আপনাদের সাথে আমার ভার্সিটির কিছু উদ্যোক্তাদের স্টলের ছবি শেয়ার করলাম এবং সাথে কিছু বিবরণ দেয়ার চেষ্টা করছি।
এই স্টলে রয়েছে অনেক ধরনের দেশি-বিদেশি একুরিয়াম ফিস।এখানে অনেকগুলো মাছ আমি জীবনের প্রথম দেখেছি এবং নতুন অনেক অনেক মাছের নাম শুুনেছি। এই সুন্দর মেলার মাধ্যামে জানতে পেরেছি।
এর ঠিক পরের স্টল এ দেখলাম খুব ইউনিক কিছু গাছ।এই স্টলের উদ্যোক্তা ছিল একজন নারী। উনি সম্ভবত আমাদের সিনিয়র হবেন তার থেকে আমি প্রতিটা গাছের নাম জানলাম।কিছু গাছ কে না চিনতে পেরে তার থেকে জানতে চাইলাম আরো বিস্তারিত তিনি জানান অনেক গাছ আমাদের দেশের বাইরে থেকে ইমপোর্ট করা।
এর পর পর দুইটি স্টল ছিলো খুব সুন্দর কিছু ডেকোরেটেড কিছু বোতল।যার ডিজাইন গুলি মূলত একটি অপরটির থেকে অনেক আলাদা এবং দৃষ্টিনন্দন।এর ঠিক পরের স্টোর এ ছিল ব্রিক্স এর লেগোছ।যা খুবি সুন্দর এবং ইউনিক প্যাটনের ছিল।আমার এইগুলি ছোট বেলা থেকে খুবি পছন্দনীয়।
এর পরবর্তী স্টোরে ছিল পাটের তৈরি অনেক পণ্য সামগ্রী ।স্টলটিতে প্রোডাক্ট হিসেবে ছিল মূলত পাটের তৈরি ব্যাগ এবং হাতের চুরি। এবং মোম এবং ক্লাই দ্বারা তৈরি বিভিন্ন ভাস্কর্য এবং পুতুল।
এর পরের স্টল টি ছিল মূলত বিভিন্ন ধরনের হুডির।এখানে বিভিন্ন প্রকার এবং কোয়ালিটির হুডি ছিলো।কোয়ালিটি গুলো খুবই ভালো থাকায় এবং ১২ শতাংশ ডিসকাউন্ট থাকায়। আমার বন্ধু একটি ক্রয় করে চার দাম ছিল মূলত ১২৫০ টাকা ডিসকাউন্ট করে সে ৯৫০ দিয়ে কিনে নে।
আজকে এই পর্যন্তই। আশাকরি আপনাদের সবার কাছে আমার এই পোস্টটি ভালো লেগেছে।
আমি দুর্জয় বড়ুয়া। আমি বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ভ্রমণ এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি।এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি।
🌼ধন্যবাদ🌼
Vote@bangla.witness as witness
আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য "ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
X-promotion [https://x.com/durjoy206537575/status/1874089502358286343?t=X6vDF9OacmKRFkSYsZdT0Q&s=19]
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit