হ্যালো, স্টিমিট পরিবারের সদস্যগণ সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি আপনাদের ভালোবাসা এবং দোয়ায়। আজকে আমি আপনাদের সাথে ভার্সিটি উদ্যোক্তা উন্নয়ন সংগঠনের এর ওরিয়েন্টেশ প্রোগ্রামে কি কি হল তা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব।
শুরু থেকে শুরু করা যাক আমি গত ১৪/০৬/২০২৪ এ ক্লাবে যোগদান করি। এ ক্লাবে আমার যোগদান করার মূল কারণ হলো এটি ভার্সিটির খুবই সুনামধন্য এবং বড় ক্লাব। আমরা সকলেই জানি ক্লাবিং এর মাধ্যমে আমরা আমাদের গুণাবলী কে বৃদ্ধি করতে পারি। যেমন নিজের দক্ষতা বৃদ্ধি মানুষের সাথে ইন্টারেক্ট করা দল বা সংগঠন পরিচালনা করা। এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেকগুলো মানুষের সাথে পরিচিত হওয়া এবং নিজের নেটওয়ার্ক বৃদ্ধি করা। আমরা সকলেই জানি নেটওয়ার্কিং এর মাধ্যমে আমরা অনেক কাজ সহজে করতে পারি, কারণ এর মাধ্যমে আমরা সঠিক দিকনির্দেশনা পাই।ক্লাবিং এর মাধ্যমে আমরা এমন কিছু মানুষের সাথে পরিচিত হই যাদের মধ্যে রয়েছে তারুণ্য এবং চিন্তাশীল চেতনা। আমি মনে করি এটি আমাদের ভবিষ্যৎ জীবনে জন্য খুবই কাজে লাগবে। এইসব গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করে এখন এমন সিনিয়রদের মতামতের ভিত্তিতে আমি এ ক্লাবে যোগদান করি। এই ক্লাবে মেম্বার হওয়ার নিয়ম হলো আমাকে নিজের জীবন বৃত্তান্ত তাদের কাছে মেইলে মাধ্যমে দিতে হবে। মেম্বার ফি হিসেবে সবার কাজ সবার কাছ থেকে এককালীন ৫০০ টাকা করে রাখা হয়। আমি মনে করি এটি খুবই সামান্য কারণ এই টাকার মধ্যেও আমাদের জন্য গিফট এবং খাবারের ব্যবস্থা থাকে ওরিয়েন্টেশন এর দিন।
২৬/৬/২০২৪ ক্লাব অরিয়েন্টেশনের দিন নির্ধারণ করা হয়। এটি আমাদের সবাইকে মেইলের মাধ্যমে জানিয়ে দেয়া হয়। প্রোগ্রামের সময় ছিল ২ ঘটিকা হতে চার ঘটিকা পর্যন্ত। প্রোগ্রামের বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক বাংলাদেশ দলের ক্রিকেটার রুবেল হোসেন। তাকে আমাদের ক্লাব ওরিয়েন্টেশন এ ইনভাইট করার মূল কারণ হলো তিনি এখন একজন পুরো দমে ব্যবসায়ী। তার নিজস্ব বাইক এর শোরুম রয়েছে অনেক জায়গায়। সে আমাদের ইউনিভার্সিটির মেইনরোডে অর্থাৎ বসুন্ধরা গেটের পাশেই রুবেল এক্সপ্রেস কিছুদিন আগে উদ্বোধন করেন। তাই তিনি যেহেতু ব্যবসায়িক একজন মানুষ তাই আমাদের ক্লাব তাকে স্বাগতম জানাই। প্রোগ্রামটি শুরু হয় আমাদের মডারেটর স্যার জানকুক মাহবুব এর হাত ধরে। তিনি আমাদের নতুনদের মাঝে অনুপ্রেরণা মূলক বক্তব্য দেন যা আমাদের ভবিষ্যৎ জীবনে খুবই কাজে লাগবে। এরই মাঝে উপস্থিত হন আমাদের আজকের বিশেষ অতিথি সাবেক ক্রিকেটার রুবেল হোসেন। তাকে আমরা সকলে মিলে স্বাগতম জানাই আমাদের ভার্সিটিতে। আন্তরিকতার সাথে উনি ওনার আসন গ্রহণ করেন।কিছুক্ষণের মধ্যে আমাদের সম্মানিত ভিসি স্যার আমাদের মাঝে উপস্থিত হন। তিনিও আমাদের মাঝে অনেক অনুপ্রেরণামূলক কথা বলেন। তিনি বলেন আমাদের উচিত তার নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ চিন্তা থেকে দেশের উন্নতির জন্য কাজ করা। ভিসি স্যার এর বক্তব্য শেষে আমাদের বিশেষ অতিথি ক্রিকেটার রুবেল হোসেনের মাধ্যমে নতুন কমিটির ঘোষণা করা হয়। পুরাতন কমিটির বিলুপ্ত করা হয়। যে সমস্ত কমিটি মেম্বাররা ক্লাবের জন্য পরিশ্রম করে গেছেন তাদের সম্মানিত করা হয়। এরপর শেষ পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে ছিল লোকসংগীত এবং মডার্ন সংগীত। শেষ দিকে ছিল নাচ এবং বড় ভাইদের মজার নানা ঘটনা শেয়ার করার পর্ব। অনুষ্ঠান শেষে আমাদের জন্য সকলের জন্য খাবারের ব্যবস্থা ছিল। আমরা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে নিজেদের খাবার সংগ্রহ করি।আমি একটু অবাক হলাম খাবারের সাথে সাথে আমাদের একটি ব্যাচ এবং চাবির রিং প্রদান করা হয়।
--------------- ধন্যবাদ সকলকে
ইংরেজি শব্দ গুলো বাংলাতে লিখুন। প্রয়োজন ছাড়া রোমান হরফে লিখবেন না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit