বন্ধুর সাথে ক্যাম্পাসে।

in hive-129948 •  5 months ago 

হ্যালো, স্টিমিট পরিবারের সদস্যগণ সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি আপনাদের ভালোবাসা এবং দোয়ায়।আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুর ক্যাম্পাস ভ্রমণ।
অনেকদিন ধরে আমার বন্ধু খালিদ আমার ভার্সিটি ক্যাম্পাসে ঘুরতে আসবে বলছিলো। কিন্তু আমাদের সময় মিলতে ছিল না। বন্ধু খালিদ ইউ আই টি এস বিশ্ববিদ্যালয় ভর্তি হয়েছে সাবজেক্ট কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। এই বিশ্ববিদ্যালয় টি নতুন বাজারের খুব কাছেই অবস্থিত। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অর্থাৎ আমার ভার্সিটি ও নতুন বাজারে খুব কাছেই অবস্থিত। বন্ধু নতুনবাজার আসার কারণে আমি বন্ধুকে বললাম বন্ধু চল আজকে আমার ক্যাম্পাস ঘুরে যাইস। অনেক আগে বন্ধু আসতে চেয়েছিলো কিন্তু সময় হয়নি দুজনেরই। গত বুধবার একটি ক্লাস ছিল আমার ক্লাসটি ছিল ৩০৯ নম্বর রুম এবং বিষয় অবজেক্ট অরিয়েন্টেশন প্রোগ্রামিং থিউরি।ক্লাসটি ছিল আমার ১২:৩১ থেকে একটা ১:৫০ পর্যন্ত।আমি বন্ধুকে বলেছিলাম দুইটার মধ্যে ভার্সিটিতে থাকতে। সে সময়ের আগেই চলে এসেছিল ভার্সিটিতে। আমি তাকে ভার্সিটিতে প্রবেশ করালাম আইডি কার্ড ম্যানেজ করে। বন্ধুকে ক্যাম্পাসে প্রবেশ করিয়ে আমরা ক্যান্টিনের দিকে বসলাম। আমার বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে জনপ্রিয় চিকেন রোল বন্ধু এবং আমার জন্য অর্ডার করলাম। সাথে সব সময়ের প্রিয় দুধ চা অর্ডার করলাম। আপনাদের সাথে চা খাওয়া অবস্থায় একটি ছবি শেয়ার করলাম।

IMG20240703151637-01.jpeg


কিছুক্ষণ ক্যান্টিনে গল্প করে এবং আমার কিছু ভার্সিটির বন্ধুদের সাথে দেখা করিয়ে এবং সবার সাথে পরিচয় করিয়ে দিলাম। এর কিছুক্ষণ পর ভার্সিটির 10 তলায় বন্ধুকে নিয়ে গেলাম। এই জায়গা থেকে ভার্সিটি এবং আশেপাশে এলাকার সৌন্দর্য উপভোগ করা যায়। তখন ছিল হালকা বাতাস এবং মেঘাচ্ছন্ন পরিবেশ তাই আশেপাশের প্রকৃতি দেখতে খুবই ভালো লাগছিল। আমার বন্ধু খুবই খুশি হলো পুরো এলাকা এক নজরে দেখতে পেয়ে। বন্ধুকে ভার্সিটির নানা সুযোগ সুবিধা ব্যাপারে জানাচ্ছিলাম। বন্ধুকে ৬ তলা নামজ ঘর এবং কমনরুম দেখালাম। কমনরুমে একটি টিভি আছে দেখে বন্ধু খুবি মুগ্ধ হলো। আমি আর বন্ধু তৃতীয় তলার রিডিং রুমে কিছুক্ষণ বসলাম। তারপর নিচ তলায় চলে আসলাম নিচ তলায় এসে বন্ধুকে আমাদের স্টেশনারি দোকান ঘুরালাম এবং সে একটা ছবিও তুললো আপনাদের সাথে তা শেয়ার করলাম।

IMG_20240705_021947.jpg


এরপর বন্ধুকে সাথে নিয়ে আমাদের লাইব্রেরীতে প্রবেশ করলাম। লাইব্রেরীতে ঢুকার সময় আমাদের সব জিনিসপত্র রেখে দে এবং একটি আইডি কার্ড দে এই সিস্টেমটা দেখে বন্ধু খুবি আশ্চর্য হল। এবং সে ঘুরে ঘুরে আমাদের লাইব্রেরির বই কালেকশন গুলো দেখতে লাগলো। এবং সে দেখল আমাদের বঙ্গবন্ধু লাইব্রেরী কর্নারে অনেকগুলো মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু বিষয়ক বই এবং রয়েছে প্রতিদিনের আপডেট নিউজ পেপার। আমি এবং আমার বন্ধু নিউজ পেপার পড়লাম বঙ্গবন্ধু কর্নার টাই যা খুবই সুন্দর ছিল।

IMG_20240705_021917.jpg


ক্যাম্পাসের গ্যালারির একুরিয়াম টা দেখে খুবই মুগ্ধ হলো। দেখতে পেল এর নিচেই লাইব্রের রয়েছে। বন্ধু এবং আমি ইনডোর কিছু সময় টেনিস খেললাম। এবং শেষের দিকে সে মাঠে এসে কিছু ছবি তুলল ভার্সিটি ভবন এবং পাশে ইউনাইটেড গ্রুপ কর্তৃক নির্মিত নতুন মসজিদের সাথে। আপনাদের সাথে কিছু ছবি শেয়ার করলাম।

IMG20240703144642.jpg


IMG_5570-01.jpeg

> আমি দুর্জয় বড়ুয়া। আমি বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ভ্রমণ এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি।এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি।


New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

@tipu curate

বন্ধুর সাথে ক্যাম্পাসে কাটানো কিছু মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লেগেছে। এক কথা বলতে গেলে অসাধারণ ছিল আপনাদের এই সুন্দর একটা মুহূর্তের ফটোগুলো এবং বর্ণনা।

আপনাকে ধন্যবাদ আমার পোস্ট এ কমেন্ট করার জন্য। এবং আমার পোস্ট টা ভালো করে পড়ার জন্য। আপনার কমেন্ট আমার জন্য খুবি অনুপ্রেরণা মূলক।

দুধ চা আমারও খুব প্রিয়। তবে সেটা বিকেল 5 টার পরে।

আপনাকে কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমার প্রতিদিন দুই বেলা চা খাওয়া। সকাল এবং বিকেল বেলায়।কিন্তু বন্ধু দের সাথে দেখা হলে চা টা খাওয়া হয় সময় অসময়েও।