Freecash একটি legit অনলাইন আর্নিং সাইট - শর্ট টাস্ক কমপ্লিট করে ফ্রিতে আর্ন করুন

in hive-129948 •  10 months ago 

freecash-2.png
কপিরাইট ফ্রী ইমেজ:সোর্স


যাঁরা মোবাইলে গেম খেলায় ওস্তাদ তাঁদের জন্য অনলাইনে গেম খেলে ফ্রীতে ইনকামের জন্য এই সাইটটি একটা দারুন সুযোগ সৃষ্টি করেছে । গেমের পাশাপাশি যাঁরা মোবাইলে বিভিন্ন app ইনস্টল করে সেগুলো টেস্ট করেন তাঁদের জন্যও সুবর্ণ সুযোগ ।

এই সাইটটিতে ছোট ছোট টাস্ক থাকে যেগুলো কমপ্লিট করে আপনি খুব সহজেই ডেইলি ভালো ইনকাম করতে পারবেন । তবে খুব বড় ধরণের ইনকামের সাইট এটি নয় । কিন্তু, আপনি ডেইলি অল্প কিছুক্ষণ গেম খেলে বা app টেস্টিং করে $৫-$১০ ডলার অনায়াসেই ইনকাম করতে পারবেন ।

যাঁরা মাইক্রো ফ্রীল্যান্সইং করেন তাঁদের এই সাইটটি দারুন সুইটেবল । এখানে প্রতিদিন প্রচুর শর্ট টাস্ক পাবেন । যেগুলো সাক্সেসফুলি কমপ্লিট করতে পারলেই ডলার আর্ন হবে ।


Registration : এখানে ক্লিক করুন


একাউন্ট খোলার পরে লগইন করে Earn এ ক্লিক করুন । নিচের স্ক্রিনশটের মতো আপনার Earn Dashboard ওপেন হবে । এখান থেকে Offer ড্রপডাউন মেনুতে ক্লিক করে সকল শর্ট টাস্কগুলো দেখে নিন । এরপরে একটা একটা করে করা শুরু করুন -

Screenshot 2024-03-26 020522.png


নিচের অফারটি লক্ষ করুন । এটি একটি গেমিং অফার । মোবাইলে গেমটি ইনস্টল করে সবগুলো লেভেল কমপ্লিট করতে পারলে আপনি টোটাল আর্ন করতে পারবেন $132.46

Screenshot 2024-03-26 020852.png

Screenshot 2024-03-26 021027.png


Minimum Payout : এক এক পেমেন্ট প্রসেসর এর জন্য এক এক রকম মিনিমাম payout । Paypal এর জন্য $৫, Bitcoin $২, AirTM $৫, Ethereum $২, Litecoin $২ এবং Dogecoin এর জন্য $২।


Payment Processor : PayPal, Bitcoin, AirTM, Ethereum, Litecoin এবং Dogecoin ।


অবশ্য পালনীয় :

০১. ফেক কোনো ডিটেলস দিয়ে একাউন্ট খোলা যাবে না ।
০২. একাউন্ট খোলার পর ইমেইলে একটা ইমেইল ভেরিফিকেশন লিংক আসবে, লিংকে ক্লিক করে ইমেইল এড্রেস ভেরিফাই করে নিতে হবে।
০৩. একজন ব্যক্তি একের অধিক একাউন্ট খুলতে পারবেন না ।
০৪. একই আইপি এড্রেস থেকে একের অধিক একাউন্ট খোলা এবং লগইন করা যাবে না ।


বিঃ দ্রঃ এই সাইটে ইনকাম করার জন্য কোনোরকম ইনভেস্টমেন্টের দরকার নেই । এটা সম্পূর্ণ ফ্রী আর্নিং সাইট ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thanks for sharing the information, this is help a lot thanks have a great day 👍

নতুন একটি আর্নিং সাইট সম্পর্কে জানতে পেরে আমার বেশ ভালো লেগেছে। তবে এটা কতটুকু সত্য হতে পারে সেটা আরো একটু ভালোভাবে জানা প্রয়োজন আছে। যাহোক চেষ্টা করব সঠিক জায়গায় সঠিকভাবে কাজ করতে।

Posted using SteemPro Mobile

নতুন একটি আর্নিং সাইট সম্বন্ধে জানতে পেরে খুবই ভালো লাগছে। আর সেটা যদি কোন ইনভেস্টমেন্ট ছাড়াই হয় তাহলে আরো বেশি ভালো লাগে। চেষ্টা করব শর্ট টাস্ক এর এই সাইটটিতে কাজ করার জন্য। ধন্যবাদ আরনিং সম্বন্ধে নতুন একটি সাইট আমাদের অবগত করার জন্য।

নতুন একটা সাইড আপনি আমাদের মাঝে উপস্থাপন করছেন। তবে এই সাইডের সম্পর্কে আমরা তেমন কিছু জানি না। সব কিছু জেনে তার পর এগিয়ে যাবো।যাইহোক আমাদের মাঝে এই পোস্ট টি শেয়ার করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

আপনার পোষ্টের মাধ্যমে একটি নতুন আর্নিং সাইটের খোঁজ পেয়ে সত্যি অনেক ভালো লাগলো।
আমি তো মোবাইলে গেম খেলতে খুবই পারদর্শী ম্যাক্সিমাম টাইম ফ্রি থাকলে গেম খেলে সময়টা অতিবাহিত করি।
অবশ্যই চেষ্টা করে দেখব দেখি কতটা সফলতা অর্জন করতে পারে।
ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ একটি অ্যানাউন্সমেন্ট আমাদের মাঝে শেয়ার করে নেওয়ার জন্য।

অনেক সুন্দর ও সহজ অনলাইন আর্নিং একটি সাইটের খবর দিলেন। অনেক মানুষ আছে যারা সারাদিন গেইম খেলে,মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। তাদের জন্য এই সাইট টি অর্থ ইনকামের জন্য দারুন একটি সুযোগ সৃষ্টি করবে। ধন্যবাদ ভাইয়া।

আপনার পোস্টের মাধ্যমে নতুন অনলাইন ইনকাম সাইটের সন্ধান পেয়ে গেলাম। তবে আমার একটি প্রশ্ন হচ্ছে এই সাইটে মনে হয় বাংলাদেশী আইপি দিয়ে কাজ করা সম্ভব নয়।এই বিষয় টি একটু ক্লিয়ার করলে একটু উপকিরিত হতাম। তবে এই সাইট টি বেশ ভালোই সে আউট করে।

এই সাইটের বিজ্ঞাপন দেখেছি অনেক। লেজিট কিনা জানা ছিল না। আপনি যেহেতু এন্ডরস করছেন, তাহলে অবশ্যই ট্রাই করা যায়।

মোবাইল গেমসের পোকাদের জন্যে ভাল সুযোগ 🤣

আপনার পোস্ট টা দেখে একাউন্ট রেজিস্টার করে কয়েকটা ট্রাই করলাম কিন্তু কিছু আসছিল না error দেখাচ্ছিল। কিন্তু পরে একটা আসছিল ঐটা ডাউনলোড করে খেলা শুরু করেছি কিন্তু লেভেল কমপ্লিট করতে পারি নাই। যদি সত্যি উইথড্রো দেওয়া যায় তাহলে এটা খুবই ভালো একটা ফ্রী আর্নিং গেমিং অ‍্যাপস হবে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা বিষয় আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

যারা গেমস খেলতে পছন্দ করে, তাদের জন্য আসলেই বেশ ভালো একটা সুযোগ। কারণ গেমস খেলার পাশাপাশি তারা ইনকামও করতে পারবে। এই পোস্টটি দেখে আসলেই খুব ভালো লাগলো। যাইহোক নতুন একটি আর্নিং সাইট সম্পর্কে আমাদের সবাইকে অবহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile