Legit সার্ভে সাইট Ysense থেকে প্রতিদিন ডলার ইনকাম করুন একদম ফ্রী-তে

in hive-129948 •  10 months ago 

1_uTRKjYK6ZM3CqA6_7vBdoA.png
কপিরাইট ফ্রী ইমেজ সোর্স : Ysense


Ysense (ভূতপূর্ব Clixsense) একটি বহু পুরোনো ট্রাস্টেড মার্কেট রিসার্চ সার্ভে সাইট । এই সাইটে ডেমোগ্রাফিক সার্ভের পাশাপাশি প্রচুর offers-ও রয়েছে । অর্থাৎ, দেশভিত্তিক মার্কেট রিসার্চ সার্ভে চালানোর পাশাপাশি যে কোনো দেশের যে কেউ বিভিন্ন অফার কমপ্লিট করে প্রতিদিন বেশ ভালো রকম অর্থ আর্ন করতে পারবেন । তবে, হাই পেইড সার্ভেগুলো প্রায়ই ইউরোপ আর মার্কিন দেশগুলোর জন্য । তাই, এশিয়ান দেশগুলোর তুলনায় ইউরোপ এবং আমেরিকান দেশগুলোর মেম্বার Ysesnse -এ অনেক বেশি আর্ন করতে পারেন । তবে, এশিয়ান দেশগুলোর জন্য এক একটা সার্ভে থেকে $০.১০ থেকে $৫ অব্দি আর্ন করা যায় ।

প্রতিটা হাই পেইড সার্ভেতে আপনি $১.৫০ থেকে $৫ পেতে পারেন । তবে, এ জাতীয় সার্ভে ইউরোপ আর আমেরিকা ছাড়া আমাদের দেশে খুব কমই available । আমাদের দেশগুলোর জন্য $০.১০-$১ এর সার্ভেই বেশি । তবে, এই সাইটে প্রচুর Offers রয়েছে যেগুলো কমপ্লিট করে দিনে $১০-$১৫ অব্দি আর্ন করা পসিবল ।


Registration : এখানে ক্লিক করুন


আমার Earnings দেখুন । কাল জয়েন করে দু'টি সার্ভে কমপ্লিট করে পেয়েছি $১.১৮ USD ।

Screenshot 2024-03-28 005957.png


Minimum Payout : বিভিন্ন পেমেন্ট প্রসেসর এর জন্য বিভিন্ন । Paypal $১০, Skrill $৫, Payoneer $২৫


Payment Processor : PayPal, Skrill এবং Payoneer ।


অবশ্য পালনীয় :

০১. ফেক কোনো ডিটেলস দিয়ে একাউন্ট খোলা যাবে না ।
০২. একাউন্ট খোলার পর ইমেইলে একটা ইমেইল ভেরিফিকেশন লিংক আসবে, লিংকে ক্লিক করে ইমেইল এড্রেস ভেরিফাই করে নিন ।
০৩. একজন ব্যক্তি একের অধিক একাউন্ট খুলতে পারবেন না ।
০৪. একটা আইপি এড্রেস এবং একটা MAC এড্রেস দিয়ে একটি মাত্র একাউন্ট-ই রেজিস্ট্রেশন করা যাবে ।


সাইটের কিছু স্ক্রিনশট :


Screenshot 2024-03-28 010428.png
সার্ভে

Screenshot 2024-03-28 010535.png
Offers


বিঃ দ্রঃ এই সাইটে ইনকাম করার জন্য কোনোরকম ইনভেস্টমেন্টের দরকার নেই । এটা সম্পূর্ণ ফ্রী আর্নিং সাইট ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাহ দারুন উপকরাী একটি ব্লগ শেয়ার করলেন। এই সাইটে এশিয়ান দের জন্য অফার গুলো ছোট হলেও অল্প অল্প করে দিন শেষে ভালো একটি আর্ন আসবে। আশা করা যায় যারা সারাদিন মোবাইল আর ইন্টানেট নিয়ে ব্যস্ত থাকে তাদের জন্য এই সাইটটি অনেক উপকারে আসবে। ধন্যবাদ ভাইয়া।

এই সাইটের কাজ কি একটু বিস্তারিত বললে আমার অনেক উপকার হবে

অনেক ভালো একটি বিষয়ে উপস্থাপন করেছেন। অপশনালিও কেউ চাইলে ইনকাম করার এটি একটি অন্যতম মাধ্যম। অনেক অনেক ধন্যবাদ আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

বাহ্! দারুণ একটি আর্নিং সাইট সম্পর্কে জানতে পারলাম এই পোস্টটি পড়ে। চাইলে যে কেউ সার্ভে কমপ্লিট করে ছোট ছোট এমাউন্ট এর ডলার ইনকাম করতে পারবে। সবকিছু বিস্তারিত ভাবে আলোচনা করেছেন,সেজন্য আরও বেশি ভালো লাগলো। যাইহোক এতো গুরুত্বপূর্ণ একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

বাহ! বেশ ভালো এবং নতুন একটা ইনকামের সাইট পাওয়া গেল। Ysense সম্পর্কে যদিও আগে কোনো কিছু জানা ছিল না আমার। তবে যারা এশিয়া মহাদেশে বসবাস করে তাদের জন্য ইনকামের পরিমাণ কিছুটা কম, ইউরোপ এবং আমেরিকান দেশগুলোর তুলনায়, এমনটা আমি অনেক ইনকামের সাইটে দেখেছি। যাইহোক, যারা ঘরে বসে সারাদিন মোবাইল ইন্টারনেট ঘাটাঘাটি করে, তাদের জন্য এটা বেশ একটা উপকারী সাইট। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটা বিষয় আমাদের সামনে তুলে ধরার জন্য।