আশা করি সবাই ভালো আছেন । আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি । |
---|
সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ঘড়ির কাঁটার দিকে লক্ষ্য করলে বুঝা যায় প্রতি মুহূর্তেই আমাদের জীবন থেকে একটি একটি করে সময় পার হয়ে যাচ্ছে । কিন্তু আমাদের কিছু করার নেই । কারণ সময়কে কেউ আটকিয়ে রাখতে পারে না । কথায় আছে না ,
সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না ।
এই সময় মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস । যে ব্যক্তি প্রতিটি সেকেন্ড এর মূল্য দিয়ে চলে, সেই ব্যক্তির সাফল্য অর্জন করে। যে ব্যক্তি সময়ে মুল্য দিয়ে চলে না তার ভবিষ্যৎ অন্ধকারে পরিনিত হয় । সময়ের সাথে নিজের স্বপ্ন পূরণ করার নামই হলো সংগ্রাম। এই পৃথিবীতে অনেক সাফল্য মানুষ রয়েছে । তাদের সাফল্য অর্জনের কাহিনী ভিন্ন হলেও তারা সামনে এগিয়ে চলেছে । কেউ ধিরে ধিরে আবার কেউ খুব দ্রুত সামনে এগিয়ে গিয়েছে । আমরা তাদের জীবনী থেকে কিছু শিক্ষা নিতে পারি । তার জীবন কাহিনী জানলে হয়তো আমাদের ও পরিবর্তন হতে পারে ।
একটা কথা ভাবেন তো , আপনি যদি এ ধারায় না থাকেন তাহলে কি কেউ অচল হবে ? মোটেও না । সবাই সবার জায়গাতেই থাকবে । আপনি নেই হয়তো সে শোকে কয়েকদিন কষ্টে থাকবে । তারপর হয়তো কয়েকদিন পর ভুলে যাবে আপনাকে । আজকে হয়তো আমার বন্ধুদের কাছে আমি খুবই জনপ্রিয়। আমি ছাড়া তাদের কোন আড্ডা জমে না। হয়তো এটা আমি ভাবতেছি । কিন্তু আমি যদি না থাকি তাদের আড্ডার কোনো অংশই কম হবেনা ।
আমাদের এই মায়ার পৃথিবীতে কোনো কিছু চিরস্থায়ী নয় । আজকে হয়তো আমাকে কাউকে ভালো লাগল , হয়তো কালকে তাকে ভালো না ও লাগতে পারে । পুরাটাই এক মায়া জাল । কার সাথে যে কি হচ্ছে এই বসুন্ধরায় , তা কেউ জানে না । আজকে হয়তো আমার নামে কেউ প্রশংসায় পঞ্চমুখ , কালকে হয়তো সমালোচনা বিচলিত । তাই নিজে ঠিক থাকতে হবে । নিজের সাথে কাউকে তুলনা করা যাবে না । কারো সাথে অহংকার করবেন না । কেননা অহংকার পতনের মূল। সবসময় নিজে নিজেকে ০ ভাবুন সময় হলে সঠিক মর্যাদা পাবেন ।
হয়তো এখন আপনি অনেক টাকার মালিক । হয়তো অনেক বড় জব করে মাসে অনেক টাকা ইনকাম হয় । তাতে গরিব দুঃখীদের অবহেলা করবেন না । হয়তো সময়ের পরিবর্তনের সাথে সাথে আপনার ও অধঃপতন হতে পারে ।
টাকা ইনকাম করুন সলিট পথে । সলিট পথে টাকা ইনকাম করলে যেন নিজেকে পারফেক্ট লাগে । ধার বা ঋণ করা থেকে দূরে থাকাই ভালো । তারা ধার বা ঋণ করে থাকি । তাদের নিজের উপর বল নেই । চেষ্টা করতে হবে নিজে হাতে ইনকাম করতে । হয়তো প্রথমে অল্প পরিমাণে আয় হবে । কিন্তু যতটা পরিমানে আয় হবে , তা বিবেচনা করে ব্যয় করতে হবে । আয়ের থেকে ব্যয় বেশি হলে চলবে না । হয়তো বাইরে বিভিন্ন কাজে অযথা টাকা নষ্ট হয় , সেগুলো থেকে দূরে থাকতে হবে । তাতে কিছুটা সঞ্চয় হবে । আর এই সঞ্চয় কৃত টাকা সময়ে সাথে মুক্ত হতে পারে । হয়তো অযথা বাইরে একদিনের সুখের জন্য পরে এক বছরে সুখ হারিয়ে ফেলবে ।
জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন , তার সমাধান হবেই । পৃথিবীতে বেঁচে থাকতে গেলে অনেক বিপদ অনেক দুঃখ কষ্ট নিয়ে বেঁচে থাকতে হবে । সব কিছু যেমন চিরস্থায়ী নয় , তেমনি করে দুঃখ কষ্ট ও চিরস্থায়ী নয় ।সময়ের পরিবর্তনের সাথে সাথে সব কিছু ধীরে ধীরে হালকা হয় ।
তাই আমরা সময়ের কাজ সময়ে করব । তাতে করে জীবনে সাফল্য অর্জন হবে । সময়ের কাজ সময়ে না করলে কখনোই জীবনের উন্নতি হয় না । শুধু পরিশ্রম দিয়ে কাজ করলে হবে না , তার সাথে মেধা খাটিয়ে কাজ করতে হবে । কোন সময়ে কোন কাজ করার দরকার তা বিবেচনা করে । আজকে মতোই এখানেই শেষ করছি । সবাই ভালো থাকবেন।
আমি মোঃ ইব্রাহিম ইসলাম নাহিদ। আমাকে সবাই নাহিদ বলেই ডাকে। আমি বাংলাদেশী । আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। বই পড়তে , লিখতে ও নতুন কিছু সৃষ্টি করতে ভালোবাসি।নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি।
Hello, what would you choose: saving money to support yourself in old age, or living now? It seems to me that the best choice is to live for today. As my brother likes to say: "The more you spend, the more you earn"
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@rex-sumon
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
কথাটি চিরন্তন সত্য। তবুও আমরা সবাই কে অবহেলা করেই চলেছি। কেউ সময়ের মূল্য বুঝতেছিনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit