আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন।
আজকে একটা সুস্বাদু ফলের ভর্তা আপনাদের সাথে শেয়ার করবো। হয়তো অনেকে খেয়েছেন আবার কারো কারো খাওয়া হয় নি।এই ফলটি বৃষ্টির সময় পাওয়া যায়। এই ফলটির নাম কেউ ভর্তা ফল বলে কেউ বা আবার ডেউয়া বলে।এই ফলটি সাদ্ধ অসাধারণ। একবার খেলে বার বার খেতে ইচ্ছে করবে। দেখে নেওয়া যাক ডেউয়া ফলের ভর্তা করতে কি কি লাগে।
উপকরণঃ
১.ডেউয়া ফল।
২.পোরা শুকনা মরিচ।
৩.লবণ।
৪.চিনি।
৫.বিট লবণ।
৬.ধনেপাতা।
প্রস্তুত প্রণালিঃ
প্রমথে ফলটি চামড়া ছাড়িয়ে নিতে হবে। এটা যদিও অনেক কষ্টের কাজ পাও সুস্বাদু ভর্তার সাদ্ধের কাছে একটু কষ্ট কিছুই না।
চামড়া ছাড়ানো হয়ে গেলে মাঝখানে আটি ফেলে সব গুলো একটু মেখে নিতে হবে।
তারপর ফলে একপাশে চিনি,লবণ, বিট লবণ, শুকনা মরিচ, ধনেপাতা ভালো করে মেখে নিতে হবে।
একপাশে লবণ, চিনি দিয়ে মাখা মিশ্রণ টা ফলে সাথে ভালো করে মেখে নিয়ে ৫ মিনিট এর জন্য রেখে দিতে হবে। ৫ মিনিটের মধ্যে চিনি গলে ভালো ভাবে একসাথে মিশে যাবে।
তৈরি হয়ে গেলো সুস্বাদু ডেউয়া ফলের ভর্তা। এর সাদ্ধ আপনারা না খেলে বুঝবেন না। এতো মাজাদার একটা ফল।খুব কম উপকরণ লাগে এতে আর খেতেও দারুণ।
আজকে ভর্তার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমার জন্য দোয়া করবেন।
এই ফলটা খেতে খুবই সুস্বাদু হয়। আপনার আজকে এই ভর্তা দেখে খুব লোভ লেগে যাচ্ছে। আর খেতে ইচ্ছে করছে। ছোটবেলায় আমাদের একটা গাছ ছিল সেখানে এই ফলটা হতো খুব মজা করে খেতাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই ফলটা নাকি খেতে অনেক মজা যদিও আমি কখনো খাইনি ।তবে আপনার ডেওয়া ফল দেখে তো আমার জিভে পানি চলে এসেছে। এটাকে যে ভর্তা ফল বলে সেটাও আজ প্রথম জানলাম। এটাকে খুব সুন্দর করে আপনি ভর্তা করেছেন এভাবে যে খাওয়া যায় তাই তো জানতাম না। খুব সুন্দর ভাবে ভর্তা আপনি শেয়ার করেছেন আমিও শিখে নিয়েছি আপনার কাছ থেকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথম একটা নতুন ফলের সাথে পরিচিত হলাম এর আগে কখনও এ ধরনের ফল দেখিনি আপনি লোভনীয় ভাবে ভর্তার রেসিপি উপস্থাপন করেছেন দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছিল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ আপু সেই মজার ভর্তা নিয়ে এসেছেন। কোন ছোটবেলায় খেয়ছি মনেও নেই। আপনার ডেউয়া ফলের ভর্তা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। এই ফল এমনে খেতেও অনেক মজাদার। আমি অনেক খুঁজেছি কিন্তু কিনতে পাওয়া যায় না।আমার কাছে আপনার এই ভর্তা রেসিপি অনেক ইউনিক লেগেছে। ধন্যবাদ এত মজাদার রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি বলতে এই ফলটি আমি কখনো খাইনি, আজকেই প্রথম এই ফলটির নাম শুনলাম। ফলটির রং দেখে তো আমার জিভে জল চলে এলো। দেখে মনে হচ্ছে ফলটি খেতে খুবই সুস্বাদু হবে। আর আপনার করা ভর্তা দেখে মনে হচ্ছে এই ফলের স্বাদ আরও অনেক গুণে বেড়ে গিয়েছে। খুবই ভালো লাগলো আপনার ডেউয়া ফলের ভর্তা রেসিপি এবং রেসিপির আপনার উপস্থাপনা। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এভাবে ডেউয়া ফলের ভর্তা কখনো খাওয়া হয়নি।পোড়া মরিচ দিয়ে এভাবে ভর্তা বানালে বেশ ঘ্রান হয়।দেখেই লোভ লাগছে।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেকদিন হয় ডেউয়া ফলের ভর্তা খাওয়া হয় না। আপনার আজকের ডেউয়ার ভর্তা দেখে এতটা লোভ লেগে গেলো যে জিব্বার পানি আর ধরেই রাখতে পারলাম না। বেশ লোভনীয় ও মুখরোচক একটি ভর্তা যা দেখে লোভ সামলানো মুস্কিল। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডেউয়া ফল খেয়েছি অনেক আমি। কিন্তু পাকা অবস্থায়। তবে এটা যে ভর্তা খাওয়া যায় আজকে প্রথম দেখলাম। যাইহোক অসাধারণ একটি ভর্তা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আমার কাছে আপনার রেসিপিটি অনেক ইউনিক লেগেছে। সেই সাথে খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ ! অনেক দিন পর ডেউয়া ফলের ভর্তা দেখে জিভে জল চলে আসলো। যখন ছোট ছিলাম নানুদের গাছে এই ফলটি অনেক হত অনেক মিষ্টি ছিল। খেতে ভালোই লাগতো আপনার ডেউয়া ফলের ভর্তা দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ । এরকম সুস্বাদু একটি ভর্তা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু অনেকদিন পর আপনার পোষ্টের মাধ্যমে ডেওয়া ফলটি দেখতে পেলাম। ছোটবেলায় এই ডেওয়া ফল অনেক দেখেছি আবার অনেক সময় খেয়েছি। কিন্তু বড় হবার পরে এই ফলটি আর চোখে দেখিনি। আপনার তৈরি ডেওয়া ফলের ভর্তা দেখে ভিশন খাওয়ার ইচ্ছে হচ্ছে। আপনি খুবই সুন্দর ভাবে ও সুস্বাদু করে ডেউয়া ফলের ভর্তা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডেউয়া ফল খেয়েছি অনেকদিন হয়েছে। বিশেষ করে এ ফলটি কিছু কিছু এলাকায় দেখা যায় না যেমন করে আমাদের এলাকায় টোটালি দেখতে পাওয়া যায় না। যদিও দু-একটা থাকে সেটা কোন ব্যক্তি বর্গের। মন চাইলে বাজার থেকে কিনে আনা হয়। তবে আপনার ডেউয়া ভর্তা দেখে মন চাচ্ছে বাজার থেকে কিনে আনি। ধন্যবাদ আপনাকে এমন একটা রেসিপি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি ডেউয়া ফলের ভর্তা রেসিপিটা অসাধারণ ভাবে তৈরি করেছেন।দেখে আমার খুবই ভালো লাগলো। আপনি চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আজ অনেকদিন পর আপনার পোস্টের মাধ্যমে ডেওয়া ফল দেখতে পেলাম। আপনার এই ফলটি দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় এই ফল আমরা অনেক খেয়েছি। এবং এই গাছের ছাল দিয়ে পান সুপারি খেয়েছি। খেতে অনেক ভালো লাগে এই ফলটি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফলের ভর্তা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু মনি এই ডেউয়া ফল আজকে অনেক দিন পর দেখলাম, আগে ডেউয়া ফল প্রায় সব জায়গায় পাওয়া যেতো তবে এখনো আর সেরকম পাওয়া যায় না, আজকে আপনার কাছে দেখে খুবই ভালো লেগেছে,
তবে আপু মনি আমি কখনো ডেউয়া ফলের ভর্তা খাইনি, আর আমার জানাও ছিলো না ডেউয়া ফলের ভর্তা করা যায়, যাইহোক নতুন একটি রেসিপি শিখতে পেরে খুবই ভালো লাগলো, ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, সেই সাথে অনেক অনেক শুভকামনা রইল আপু মনি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডেউয়া ফলের ভর্তা আমার কাছে খুবই ভালো লাগে। আমি অনেকবার এইভাবে করে খেয়েছি। আপনি খুব সুন্দর করে ঢেউইয়ার ভর্তা করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার জন্য শুভেচ্ছা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঢ়েউয়া ফল খেতে অনেক মজা। একসময় অনেক বেশি ভর্তা বানিয়ে খেতাম। তখন আমাদের গাছ ছিল। এখন আমাদের ডেউয়া ফলের গাছ কেটে ফেলা হয়েছে তাই খুব বেশি খাওয়া হয়না। তবে বাজারে পেলে মাঝে মাঝে এনে খাই। আপনি খুব সুন্দরভাবে ভর্তা বানিয়ে রেখেছেন একেবারে লোভনীয় স্টাইল ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই ফলটি আমার খুবই প্রিয়। যদিও এবছর এখন পর্যন্ত খাওয়া হয়নি। তবে আপনি যেভাবে ভর্তা করেছেন আমাদের এখানে একটু অন্য ভাবে করা হয়। আপনি যে ছবিটি প্রথমে দিয়েছেন সেটি ভালো হয়নি। পোস্টটা ভালো ছিল। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডেউয়া ফলের ভর্তা দেখে তো মুখে পানি চলে আসলো। ডেউয়া ফল খেতে আমার খুবই ভালো লাগে। তবে ডেউয়া ফল তেমন একটা পাওয়া যায় না। আপনাকে বা ফলের ভর্তা দেখে ইচ্ছে করছে নিয়ে খাওয়া শুরু করি। খুব লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন। অনেকদিন পর দেখলাম । আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডেউয়া ফল আমি খেয়েছি তবে ডেউয়া ফল কখনো এভাবে ভর্তা করে খাওয়া হয়নি। আপনি শুকনা মরিচ, চিনি দিয়ে খুবই সুস্বাদু করে ডেউয়া ফল ভর্তা করেছেন। ডেউয়া ফলের ভর্তা রেসিপিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এই ডেউয়া ফলের রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে রেসিপিটি শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মাধ্যমে আজকে আমি একটি নতুন ধরনের ফলের রেসিপি সম্পর্কে জানতে পারলাম।ডেউয়া ফলের ভর্তা অশান্ত রেসিপি এর আগে আমি কোনদিন নাম শুনেছিলাম না। খুবই ভালো লাগলো আপনার এই ভর্তা দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও আপনি খুব সুন্দর করে ফলের ভর্তা রেসিপি তৈরি করেছেন। আমার কাছে এই ধরনের রেসিপি খেতে অনেক ভালো লাগে। দারুন একটি রেসিপি আমাদের মাঝে উপহার দিলেন অনেক ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit