ডোরিও বিস্কিট দিয়ে ডোরা কেক 😋🥧😋🥧benificiary 10% @shy-fox"beneficiary "abb-school"

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম।

IMG_20220604_224611.jpg

সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহ রহমতে ভালো আছি।

ডোরিও বিস্কিট মনে হয় সবাই খেয়ে থাকেন কিন্তু এই বিস্কিট দিয়ে কি কখনো ডোরা কেক বানিয়ে খেয়েছেন আজকে চলুন দেখে নিই কীভাবে ডোরিও বিস্কুট দিয়ে খুব সুস্বাদু ডোরা কেক বানাতে হয়। খুব বেশি কিছু লাগে না এটি বানাতে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এটি বানানো যায় অসাধারণ খেতে আর বাচ্চারা খেত খুবই পছন্দ করেন। চলুন দেখে নি কি কি লাগে ডোরা কেক বানাতে।

উপকরণঃ

১.ডোরিও বিস্কিট এর প্যাকেট।

২.একটা ডিম।

৩.হুইপড ক্রিম।

৪.বেকিং পাউডার।

GridArt_20220604_231854417.jpg

প্রস্তুত প্রণালিঃ

ডোরিও বিস্কিটের প্যাকেট থেকে বিস্কিট গুলো বের করে দুইটা পাত্রে বিস্কিট এবং ক্রিম আলাদা করে নিতে হবে।

GridArt_20220604_232138068.jpg

বিস্কিটের ক্রিম গুলোতে হুইপড ক্রিম দিয়ে ভালো করে হ্যান্ড বিটার এর সাহায্যে বিট করে ক্রিম তৈরি করে নিতে হবে।

GridArt_20220604_232308643.jpg

তারপর ব্লেন্ডারের একটি জারে ক্রিম থেকে আলাদা করে নাও বিস্কিট গুলোকে দিয়ে একটা ডিম এবং সামান্য দুধ দিয়ে দিতে হবে।এগুলো সবগুলো একসাথে মিশিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে যাতে একটা কেকের ব্যাটার এর মত ব্যাটার তৈরি হয় ।

IMG-20220604-WA0033.jpg

ল্যান্ড করা হয়ে গেলে ব্যাটারি তৈরি হয়ে গেলে আধা চা চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে।

IMG-20220604-WA0030.jpg

তারপর একটি ফ্রাইপন চুলায় বসিয়ে গরম করে নিতে হবে। এখানে কোন তেল বা বাটারের ইউজ করতে হবেনা। একটি গোল চামচের সাহায্যে এক চামচ ব্যাটার নিয়ে ছবিতে দেখানো পদ্ধতিতে দিয়ে দিতে হবে দেওয়ার পর এক মিনিট অপেক্ষা করলে উপরে বুদবুদ দেখা যাবে ঠিক ঐ সময় অপরপাশে উল্টে দিতে হবে এরপর আর এক মিনিট রেখে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের কেক।

GridArt_20220604_232948201.jpg

GridArt_20220604_233015544.jpg

তারপর একে একে সবগুলো একই নিয়মে তৈরি করে নিতে হবে। তৈরি করার পর এগুলো সম্পূর্ণ ঠান্ডা হতে দিতে হবে।

IMG-20220604-WA0024.jpg

তারপর কেকগুলো ঠান্ডা হয়ে গেলে একটা কেক নিয়ে তার উপর ক্রিম দিয়ে দিতে হবে ক্রিম দিয়ে তার উপর আরেকটা কেক দিতে হবে। এখানে বলে রাখা ভালো গরম কেকের উপর ক্রিক দেওয়া যাবে না তাতে ক্রিমটা গলে যাবে।বৈদ্যুতিক সমস্যা থাকার কারণে ছবিগুলো ভালো আসেনি তাই বুঝতে অসুবিধা হলে আমাকে ক্ষমা করবেন।

GridArt_20220604_233715812.jpg

তারপর কেক গুলো এক থেকে দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে তারপর পরিবেশন করলে তৈরি হয়ে যাবে আমাদের মজাদার ডোরিও বিস্কিট দিয়ে ডোরা কেক।

IMG_20220604_222733.jpg

আশা করি আজকের রান্না ভাল লেগেছে। ভাল লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সম্পুর্ন চেষ্টা করেছি পুরো প্রস্তুত প্রণালি আপনাদের কাছে সুন্দরভাবে তুলে ধরে। আমার জন্য দোয়া করবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাহ আপু আপনি খুব সুন্দর ভাবে গোলিও বিস্কিট দিয়ে খুব সুন্দর একটি কেক বানিয়েছেন। আপনার কেক দেখে খুব খেতে ইচ্ছে হচ্ছে। এই কেক সত্যিই খুবই মজাদার হয়। ধাপ গুলো খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। আমার কাছে আপনার এই কেক অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপু সুস্বাদু ও মজাদার কেক রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

খুব সুন্দর কেক রেসিপি তৈরি করেছেন। যেটা খেতে খুবই সুস্বাদু হবে ।এই ধরনের লোভনীয় খাবার আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

ডোরা কেক এর নাম শুনলেই ডোরেমন এ কথা মনে পড়ে। তবে ওরিও বিস্কুট দিয়ে কখনো ডোরা কেক তৈরি করে খাওয়া হয়নি। আপনি খুব সুন্দর করে কেকগুলো তৈরি করেছেন মনে হচ্ছে খেতে ভালই লাগবে। আপনার কাছ থেকে রেসিপিটি শিখে নিলাম আমিও একদিন বানানোর চেষ্টা করব।

আপনি খুব সুন্দর একটি পোস্ট আমাদের মাঝখানে শেয়ার করেছেন। বিস্কুট থেকে এরকম একটি কেক বানানোর প্রত্যেকটি স্টেপ আমাদের মাঝখানে উপস্থাপন করেছেন। দোয়া রইল

এই রকম কেক আমি কখনো খাই নাই। তবে আপনার তৈরি করা কেক অনেক লোভনীয় হইছে। আপনি ডোরিও বিস্কিট দিয়ে ডোরা কেক তৈরি করেছেন। এমন কেক খাইতে বেশ মজা।

ডোরিও বিস্কিট দিয়ে ডোরা কেক অসাধারণ একটি রেসিপি শেয়ার করেছেন। সত্যিই আপনার রেসিপি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমিও শিখে নিলাম বাসায় তৈরী করবো। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

  ·  3 years ago (edited)

ডোরা কেক এর নাম শুনে ডরিমন কার্টুনের কথা মনে পড়ে গেল। ডোরিও বিস্কুট দিয়ে এরকম ডোরা কেক আমি এর আগে কখনো খাইনি। আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। দেখতে বেশ লোভনীয় লাগছে। সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

আপনি খুব সুন্দর একটি খাবার তৈরি করেছেন এবং ধাপে ধাপে খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন এতে সবার বুঝতে অনেক সুবিধা হয়েছে। এখন আপনার পোস্টটি দেখেই যে কেউ তৈরি করতে পারবে। আপনার জন্য শুভকামনা রইল।

ডোরিও বিস্কিট দিয়ে ডরা কেক রেসিপিটা প্রথম দেখলাম খুবই দারুন হয়েছে আপনার রেসিপি খুব চমৎকার ভাবে উপস্থাপনা করেছেন শুভ কামনা রইলো।

আসলেই এইরকম ডোরিও বিস্কুট দিয়ে কখনই কেক তৈরি করে খাওয়া হয়নি। তবে আপনার আজকে কেক তৈরি করার পদ্ধতি দেখে বোঝা যাচ্ছে এটা খেতে খুবই সুস্বাদু হবে। আর খুবই সহজ ভাবে আপনি কেক তৈরি করার পদ্ধতি স্থাপন করেছেন অনেক ধন্যবাদ আপনাকে।

আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে ডোরিও বিস্কিট দিয়ে ডোরা কেক রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। আপনার এই কেক তৈরী রেসিপি আমার কাছে দেখেই মনে হয়েছে অনেক বেশি সুস্বাধু ছিল। মাঝে মাঝে এরকম ইউনিক ধরনের রেসিপি দেখলে নিজেকে কন্ট্রোল করা দুষ্কর হয়ে পরে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

কেক খেতে বরাবরই আমার কাছে অনেক মজা লাগে আর বিস্কুট এর সমন্বয়ে মজাদার কেক কিভাবে তৈরি করতে হয় সেটা আপনি আজকে আমাদেরকে দেখালেন। আপনার এই পোস্ট দেখে আমরা নিজেরাও বাসায় তৈরি করে খেতে পারবো।

আপনার কেকের রেসিপি টা দেখে ভীষণ ভালো লেগেছে। বিস্কুট দিয়ে এত সুন্দর ভাবে কেক তৈরি করা যায় তা আগে আমার জানা ছিল না। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। চমৎকার রেসিপি টা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

আপনি ডোরিও বিস্কিট দিয়ে ডোরা কেক রেসিপিটা অসাধারণ ভাবে তৈরি করেছেন। দেখে আমার লোভ লেগে গেল। আপনি খুবই সুন্দর করে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

ডোরিও বিস্কুট দিয়ে খুব সুস্বাদু ডোরা কেক

আপনার তৈরি করা এই রেসিপিটি আমার কাছে একটি ভিন্ন ধরনের রেসিপি বলে মনে হয়েছে কেননা এর আগে কোনদিন আমি বেরিয়েও বিস্কুট দিয়ে কেক তৈরি করার পদ্ধতি দেখেছিলাম না। আপনার তৈরি করার রেসিপি টা এতটাই লোভনীয় ছিল যা দেখে আমার এটা এখনই খেতে ইচ্ছা করছিল।