লেভেল ২তে আমার অজর্ন benificiary 10% @shy-fox"beneficiary "abb-school"

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম।

IMG_20220602_232532.jpg

আমি ইলমুন(@elmun)

আজকের এই পোস্টে আমি লেভেল টুতে শেখানো নিরাপত্তার বিষয়ে যেসব বিষয়ে আমাদেরকে শেখানো হয়েছে সেসব বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। এখনকার দুনিয়ায়
হ্যাকিং ফিশিং নিয়ে অনেক কিছু বের হয়েছে যার কারণে একজন ভালো লেভেলের ব্লগার কিভাবে ঝরে যেতে পারে তা আমরা সবাই জানি। তাই লেভেল টুতে আমাদের শিক্ষকগণ খুব যত্নসহকারে আমাদের শিখিয়েছেন কিভাবে আমরা এইসব হ্যাকার ফিশিং এর হাত থেকে রক্ষা পেতে পারি কিভাবে আমাদের আইডি আমরা সুরক্ষিত করে রাখতে পারি। @abb-school না থাকলে হয়তো আমরা আজ এতোটুকু পর্যন্ত এগিয়ে আসতে পারতাম না। এভাবে স্কুলের কারণে আমরা আজ অনেক কিছু শিখতে পেরেছি এবিপি স্কুলের প্রফেসরগণ আমাদের খুব যত্নসহকারে, খুব ধৈর্য সহকারে বুঝিয়ে চলেছে ওনাদের জন্য আজ আমরা এত টুকু আসতে পেরেছি ইনশাআল্লাহ আমরা একদিন ভাল ব্লগার হয়ে উঠব।

আমি একজন নতুন কমিউনিটির মেম্বার হিসেবে আমাদের প্রফেসরদের শেখানো লেভেল 2 এর ধাপগুলো যতটুকু শিখতে পেরেছি তাই আমি এখন নিচে বর্ণনা করবঃ

কি নিরাপত্তাঃ

স্টিম একাউন্ট খোলার সাথে সাথে আমাদের কিছু কি দেওয়া হয়। যে কি এগুলো দ্বারা আমরা সকল কাজই করতে পারি। প্রত্যেকটা ধাপে ধাপে আমরা একই কি গুলোর ব্যবহার শিখে কি গুলো যথাযথভাবে ব্যবহার করি। একই গুলো দ্বারা আমরা নিজেদেরকে অ্যাকাউন্টের মালিক দাবি করতে পারি এবং অ্যাকাউন্ট থেকে যাবতীয় সব কাজ আমরা একই ধারা করতে পারি। কি যদি আমাদের কোন ভাবে হারিয়ে যায় বা কেউ চুরি করে নেয় তাহলে আমরা আর অ্যাকাউন্টের মালিক থাকবো না আমাদের উপরে কোনো দায়িত্বই থাকবেনা এই একাউন্টে যার কাছে এই কি থাকবে তার ওপরেই পুরো মালিকানা চলে যাবে তাই আমাদের কি সাবধানে রাখো অবশ্যই জরুরি।

পাওয়ার আপঃ

স্টিম পাওয়ার কে ব্যবহার করে আমাদের লিকুইড স্টিমকে বৃদ্ধি করাকে বলা হয় পাওয়ার আপ।

ডেলিগেশনঃ

নিজের স্টিম পাওয়ার অন্য কাউকে ব্যবহার করতে দেওয়ার নামই হল ডেলিগেশন। এই স্টিম পাওয়ার মালিক যে ডেলিগেট করবে সে।এই স্টিম পাওয়ার কোন ভাবে ডেলিগেট নেওয়া ইউজার পাওয়ার ডাউন বা ট্রেড করতে পারবে না।

Posting key এর কাজঃ

এই কি দ্বারা পোস্ট রিলেটেড সব কাজ করা যায়। যেমন ভোট দেওয়া, পোস্ট ইডিট কারা, কমেন্ট করা এই সকল কাজ এই দ্বারা করা হয়।

Active key এর কাজ?

যেকোন প্রকার লেনদেন বা ওয়ালেটর কাজ এই কি দ্বারা করা সম্ভব। একাউন্টের সম্পদ ট্রানস্ফার,SBD steem কনভার্শন এর কাজ, পাওয়ার অফ পাওয়ার ডাউন, ইন্টার্নাল এক্সট্রিমস ক্রয়-বিক্রয় করা হয়।

Owner key এর কাজ?

অ্যাকাউন্টের মালিক হওয়ার ক্ষেত্রে এই কি খুবই গুরুত্বপূর্। এছাড়া Owner key posting key mamo key active key রিসেট করা, একাউন্ট ফিরিয়ে আনা, ভোটের অধিকার প্রত্যাখ্যান করায় কি এর কাজ।

Memo key এর কাজ?

এই কি এর কাজ খুবই সীমিত। Memo field এর মাধ্যমে কোন মেসেজ এনক্রিপট করে পাঠানোর জন্য এই কি দরকার পরে।

Master Password এর কাজ?

master password এর ওপর ভিত্তি করে সবগুলো জেনারেট হয়ে থাকে। এই master password ছাড়া কোন কি এর কোন গুরুত্ব নেই। একাউন্ট রিকভার থেকে শুরু করে ওয়ালেট এর যাবতীয় সব কাজেই এ পাসওয়ার্ড দ্বারা করা হয়।

Master Password সংরক্ষন ও এর সংরক্ষণের প্ল্যান কি আপনার?

master password পাসওয়ার্ড সংরক্ষণের জন্য আমার করণীয় যা যা কাজ আমি করেছি তা আমি নিম্নে বর্ণনা করছিঃ

১. এর হার্ডকপি প্রিন্ট করে নিরাপদ জায়গায় রাখবো।

২.হাতের কাছে কোন ডায়েরি বা কোনো নিরাপদ খাতায় লিখে রাখবো।

৩.ড্রাইভের রাখার ক্ষেত্রে মাস্টার পাসওয়ার্ড টি এনক্রিপট করে রাখবো।

৪. গুগল ড্রাইভে এর কপি রাখতে চাইলে অবশ্যই আমি গুগল ড্রাইভটি ফ্যাক্টর অথেন্টিকেশন এর আন্ডারে এনে রাখবো।

৫.এই পাসওয়ার্ড কারো হাতে না যায় সেদিকে কড়া নজর রাখব।

পাওয়ার আপ কেন জরুরি?

স্টিমিট প্লাটফর্মে শক্তি বৃদ্ধির জন্য পাওয়ার আপ করা খুবি জরুরি। যত বেশি পাওয়ার একজন ইউজারের পক্ষে নেওয়া সম্ভব তত বেশি সুবিধা অর্জন করা একজন ইউজারের পক্ষে সম্ভব। ওই ইউজারের পক্ষে ততবেশি রিওয়ার্ড অর্জন করা সম্ভব। একজন ইউজাররা স্টিম পাওয়ার অনুযায়ী পাশাপাশি অন্য ইউজারদের সহায়তা করতে পারব।

পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?

পাওয়ার আপ করার প্রসেস গুলো আমি নিচে ধাপে ধাপে বর্ণনা করছিঃ

১.প্রথমে Active key এর মাধ্যমে ওয়ালেট লগইন করতে হবে।

২.তারপর আমাদের অ্যাকাউন্টে থাকা লিকুইড স্টিম এর পাশের ড্রপডাউন বাটনে ক্লিক করতে হবে।

৩.ক্লিক করার পর কিছু অপশন আসবে অপশন গুলো থেকে পাওয়ার আপ অপশনটাতে ক্লিক করতে হবে।

৪. তারপর অ্যাকাউন্টের যে পরিমাণ স্টিম পাওয়ার আপ করতে চাই সে পরিমাণ টা লিখে পাওয়ার আপ বাটনে ক্লিক করতে হবে।

এরপর আমরা লক্ষ্য করতে পারব যে আমাদের অ্যাকাউন্টে স্টিম মাইনাস হয়ে গিয়ে স্টিম পাওয়ারে যুক্ত হয়েছে।

সেভিংস এ থাকা স্টিম অথবা SBD উইথ্রড দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয়?

তিন দিন পর ৭২ ঘন্টা পর।

মেমো ফিল্ড এর কাজ কি?

Steemt বা SBD সেন্ড করার ক্ষেত্রে মেমো ফিল্ড চাইলে আমরা মেমো লিখতে পারি। সাধারণত মেমো ফিল্ডে কোন মেসেজ এনক্রিপট করে সেন্ড করা হয়।

ডেলিগেশন ক্যানসেল করার পর উক্ত এসপি কতদিন পর নিজের একাউন্টে ফেরত আসে?

৫ দিন পর ফেরত আসে।

ধরুন, আপনি প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো একশত এসপি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে?

এক্ষেত্রে ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আমাকে ৩০০ এসপি লিখতে হবে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার
অর্জন একমূহূর্তে অন‍্যের দখলে চলে যেতে পারে যদি আপনি এইগুলা সম্পর্কে সচেতন না হন। সেজন্য লেভেল -2 অত‍্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটা বিষয় সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়েছেন আশা করি। ধন্যবাদ
আপনাকে।।

লেভেল টু এর ক্লাস থেকে অনেক কিছু শিখতে ও জানতে পেরেছেন ।যেটা আমাদের মাঝে খুব সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরলেন ।যেটা দ্বারা অন্যদের অনেক উপকৃত হবে। আপনার জন্য শুভকামনা রইল।

লেভেল 2 ক্লাস থেকে বেশ ভালো কিছু শিখেছেন দেখে বোঝা যাচ্ছে। এভাবে ধীরে ধীরে সবগুলো লেভেল পার করে সামনের দিকে এগিয়ে যান। আশা করছি অতিদ্রুত আপনি ভেরিফাইড মেম্বার হয়ে আমাদের মাঝে চলে আসবেন। শুভকামনা রইলো আপনার অদূর ভবিষ্যতের জন্য।

লেভেল ২ এ একাউন্ট এর নিরাপত্তা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ ধারনা দেওয়া হয়। যা আপনার নিজের জন্যই অনেক দরকারি। আশা করি শিগ্রই এই লেভেল পার হয়ে যাবেন। শুভকামনা রইলো আপনার জন্য।

প্রতিটি ক্লাস আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ক্লাস । আপনি অনেক সুন্দর ভাবে বুঝে লেভেল 2 এর ক্লাস লিখিত পরীক্ষা দিয়ে আপু। আপনার পোষ্টটি পড়ে অনেক ভালো লাগলো। আপনি এভাবে সামনের দিকে এগিয়ে চলুক

বিশেষ করে নিজের একাউন্টের নিরাপত্তার জন্য লেভেল টু এর বিষয় গুলো খুব গুরুত্বপূর্ণ আর এই গুরুত্বপূর্ণ বিষয় গুলো সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। পরবর্তী লেভেলের জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।