আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আশাকরি সবাই ভালো আছেন । আমি মোটামুটি ভালো আছি। ঐ সবমিলিয়ে চলছে। গতকাল জীবনানন্দ দাশের একটা কবিতা পড়ছিলাম। কবিতার একটা লাইনে গিয়ে হঠাৎ আমি থমকে গেলাম। লাইনটা যেন মানুষের একাকিত্বের একটা পরিচয় দিয়ে গিয়েছে।
উড়ে গেল একঝাঁক হরিয়াল পাখি,
ভাবি কতদূর যেতে পারে মানুষ একাকী।
লাইনটা পড়ার পরে আমার মনে চলে আসলো সত্যি মানুষ একা একা কতদূর যেতে পারে। যে মানুষ টা সারাজীবন একাকিত্বে কাটিয়ে এসেছে। একাকিত্ব যার নিত্যদিনের সঙ্গী একটা সময় গিয়ে সে নিজেও হয়তো হাফিয়ে উঠে। সে নিজেও আর একা চলতে পারে না। যাইহোক সেসব যাক। আজ আপনাদের সাথে আমার পুরাতন অ্যালবাম থেকে আরও কিছু ফটোগ্রাফি শেয়ার করে নিব। আশাকরি আপনাদের ভালো লাগবে।
- এটা আমার বাড়ির পাশের হাইওয়ে থেকে ধারণ করা। এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম ৩ বছর আগে। তখন শীত ছিল। সকালের মিষ্টি রোদে চারিদিক ঝলমল করছিল। ঐসময় আমি ধারণ করেছিলাম এই ফটোগ্রাফি টা। অনেক দিন হলো এলাকা থেকে দূরে আছি। ফটোগ্রাফি তে এই জায়গা টা দেখে বেশ ভালো লাগছে।
- এটা আমাদের গ্রামের ঈদগাহ ময়দান। আমাদের গ্রামে সেরকম খেলার মাঠ না থাকায় এখানে খেলাধুলা করে থাকে সবাই। একদিন বিকেলে আমাদের এলাকার বাচ্চারা ফুটবল খেলছিল। ঐসময় আমি এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম। আহ তাদের মধ্যে কী জীবনীশক্তি ছিল। তারা কতটা প্রাণবন্ত ছিল।
- এটা দেখে আবার আপনারা অন্য ভেবে নিয়েন না। এটা হলো সফট ড্রিংকস মাউন্টেন ডিউ। করোনার লকডাউনের মধ্যে আমি এবং আমার বন্ধু লিখন প্রতিদিন বিকেলে বাইক নিয়ে ঘুরতে বের হতাম। একদিন বিকেলে ঘুরতে বের হয়ে হাইওয়ের পাশে দুজন শখ করে এভাবে সফট ড্রিংকস খেয়েছিলাম। ফটোগ্রাফি টা দেখে ঐ সুন্দর মূহূর্ত টা মনে পড়ে গেল।
- এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম আমার শহর কুমারখালী থেকে। এটা কুমারখালীর একটা অংশ। এই জায়গার বাড়িগুলো তৈরি করা আজ থেকে ১৫০-২০০ বছর আগে। তখন এখানে কোন এক রাজা শাষণ করত। এবং এই বাঁক থেকে জায়গাটা অনেক টা ঐতিহাসিক পানাম নগরের মতো মনে হয়। ফটোগ্রাফি করেছিলাম বাইকে চলন্ত অবস্থায়।
- করোনার মধ্যে বর্ষার সময়। এই মেঘ এই বৃষ্টি যেন লেগেই আছে। তো ঈদগাহ ময়দান এর উপরে আমরা সবাই ক্রিকেট খেলছিলাম। খেলার সময় আমি ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম। সেটাও প্রায় আজ থেকে চার বছর আগের কথা।
- এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম ২০২১ সালে। তখন প্রতিদিন বিকেলে এলাকার সব বন্ধুরা মিলে ফুটবল খেলতাম। ফুটবল বরাবরই আমার পছন্দের। তবে ঐদিন আমি ইঞ্জুরির জন্য বসেছিলাম এবং অন্যরা খেলছিল। অন্যরা যখন খেলছিল তখন আমি এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম। উপরের সুন্দর মেঘাচ্ছন্ন পরিবেশ এবং ফুটবল। এককথায় অন্যরকম একটা মূহূর্ত।
- এটা হচ্ছে গন্ধরাজ ফুল। গন্ধরাজ ফুল আমার খুবই পছন্দের। বিশেষ করে এটার তীব্র সুগন্ধ এবং সৌন্দর্যের জন্য। ঐসময় আমার বাগানে একটা গন্ধরাজ ফুল গাছ ছিল। একদিন রাতে এই ফুলের ফটোগ্রাফি টা আমি ধারণ করেছিলাম।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি অনেক সময় নিয়ে পুরাতন এলবাম খুঁজে খুঁজে বেশ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমার খুবই ভালো লাগলো। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে তার মধ্যে গন্ধরাজ ফুলের ফটোগ্রাফি টা আমার কাছে বেশি ভালো লেগেছে অন্ধকারের মধ্যে হলেও ফুলটা ছিল অনেক স্বচ্ছ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই এরকম পুরাতন এলবাম থেকে বেশ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওইটা সফট ড্রিংকই দেখাচ্ছে। অন্য কিচ্ছু মনে হচ্ছে না৷ আপনার প্রতিটা ছবির মধ্যে মায়া আছে। লেখার জায়গা রাস্তা সমস্ত কিছু নিয়ে একটা আস্ত কবিতা ছবির ভেতর দেখতে পেলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজ আপনি পুরাতন অ্যালবাম থেকে দারুন কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি বেশ ভালোই লাগছে। কুমারখালীর ওই জায়গাটা দেখে মনে হচ্ছে আগে কখনো গিয়েছি। জায়গাটা চেনা চেনা লাগছে। আসলেই দেখতে ঐতিহাসিক পানাম নগরের মতো।ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ আপনি আজকে আমাদের মাঝে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রত্যেকটি ফটোগ্রাফির দিকে আমি অনেক সময় তাকিয়ে ছিলাম দেখে বেশ মুগ্ধ হয়েছি। এত সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলোর বর্ণনা দিয়ে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুরাতন অ্যালবাম থেকে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। ভালো লাগলো আপনার আজকের প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে। বিশেষ করে গন্ধরাজ ফুলের ফটোগ্রাফি টা অনেক বেশি ভালো লেগেছে। দারুন এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি দেখতেছি পুরাতন অ্যালবাম থেকে চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আসলে ফটোগ্রাফি হচ্ছে এক ধরনের শিল্প। তবে হাইওয়ে রাস্তার ফটোগ্রাফি আর গন্ধরাজ ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লাগলো। আসলে গন্ধরাজ ফুলের সৌন্দর্য এবং ঘ্রাণ মানুষকে মুগ্ধ করে। ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit