"আমার বাংলা ব্লগ"।🚴‍♀️🚴‍♀️ ব‍্যস্ততম একটি দিন🚵‍♂️🚵‍♂️। আগষ্ট ১,২০২১।

in hive-129948 •  3 years ago 



আমার বাংলা ব্লগে,
সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ 🇧🇩 থেকে।



আশাকরি সবাই ভালো আছে। আমি ভালো আছি। আজ নতুন আর একটি পোস্টে আপনাদের স্বাগতম। আজ লেখার মতো সেরকম কিছু ভেবে পাচ্ছি না। আজ আমি একটি কাজে কুষ্টিয়া গিয়েছিলাম। আজ সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। সবাই সাথে থাকবেন।



IMG_20210801_092321.jpg

কুষ্টিয়া যাওয়ার সময় হাইওয়ে থেকে।
W3W:
https://w3w.co/entrust.tutorial.triggered


আজ সকালে ঘুম থেকে উঠতেই সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে ফোন আসল। বলল আপনার একটি পার্সেল আছে। সেটা আজকে সংগ্রহ করে নিবেন। আমি যথারীতি দেরি না করে ফ্রেশ হয়ে নেয়। এরপর সকালের নাস্তা করে তৈরি হয়ে নেয়। এরপর সকাল ৯:০০ টার সময় বের হয়ে যায় কুষ্টিয়ার উদ্দেশ্যে। আমি কিছুক্ষণ হেঁটে হাইওয়েতে যায়। এরপর সেখান থেকে একটি সিএনজিতে যায় কুমারখালী বাসস্ট‍্যান্ডে।



IMG_20210801_093136.jpg

কুমারখালী বাসস্ট্যান্ড।
W3W:
https://w3w.co/faction.ethos.windbreaks


এরপর আমি কুমারখালী বাসস্ট্যান্ড থেকে একটি সিএনজিতে উঠি। এখন লকডাউনের জন‍্য বাস চলাচল বন্ধ। এবং রাস্তায় অন‍্যসকল যানবাহনও সীমিত। এজন্য আমাকে সিএনজির মধ্যে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। এরপর যথারীতি সিএনজি কুমারখালী ছেড়ে যায়। কিছুদুর যাওয়ার পরে আমরা কুমারখালী মীর মোশারফ হোসেন সেতুতে পৌছায়। এই সেতুটা গড়াই নদীর উপর নির্মিত।



IMG_20210801_113152.jpg

IMG_20210801_113149.jpg

IMG_20210801_094127.jpg

মীর মোশারফ হোসেন সেতু,কুমারখালী,কুষ্টিয়া।
W3W:
https://w3w.co/corner.plumbing.spouts


গড়াই হলো পদ্মা নদীর অন‍্যতম প্রধান শাখা। গড়াই নদীকে আবার মধুমতী নদীও বলা হয়ে থাকে। সেতু পাড় হয়ে আমরা কুষ্টিয়া শহরে প্রবেশ করি। এরপর আমি মোল্লা তাঘরিয়া মোড়ে সিএনজি থেকে নামি এরপর আমি সিএনজি এর ভাড়া দিয়ে কিছুদুর হেঁটে যায়। এবং এরপর আমি রিকশায় উঠি। রিকশাতে করে আমি কুষ্টিয়া কোর্ট স্টেশন পাড় হয়ে বকচত্বরে নামি।



IMG_20210801_100949.jpg

বক চত্বর, কুষ্টিয়া।
w3w:
https://w3w.co/outdoor.treatment.nonporous


আর কিছুদূর গেলেই সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর অফিস। সেজন্য এই পথ টুকু আমি হেঁটে যায়। হেঁটে যেতে ৫ মিনিট এর মতো সময় লাগে। লকডাউনের জন‍্য রাস্তাটা প্রায় ফাঁকা ছিল। রাস্তায় সেরকম কোনো যানবাহন ছিল না। অন্য স্বাভাবিক সময়ে এই রাস্তায় অনেক যানবাহন থাকে। অবশেষে আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পৌঁছে যায়।



IMG_20210801_101824.jpg

IMG_20210801_101537.jpg

IMG_20210801_101715.jpg

সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং আমার পার্সেল।
W3W:
https://w3w.co/unordered.into.steeps


আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসে যায়। এবং ফোনে আমাকে ৩ নং কাউন্টারে যোগাযোগ করতে বলা হয়। আমি সেইমতো সেখানে যায়। এরপর আমি আমার ফর্মালিটি গুলো সম্পন্ন করি। এবং কতৃপক্ষ আমাকে আমার পার্সেল বুঝিয়ে দেয়। এদের সার্ভিস খুবই ভালো। এরপর আমি সেখান থেকে বের হয়ে কিছুক্ষণ হাটতে থাকি।



IMG_20210801_101852.jpg

হাটার সময় সেলফি।
W3W:
https://w3w.co/unordered.into.steeps


এরপর আমি যেমনভাবে এসেছিলাম। ঠিক একইভাবে চলে যায়। পথে গাড়ির জন‍্য আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। কিন্তু আমার কাজটা সুন্দরভাবে কোনো ঝামেলা ছাড়াই শেষ হয়। এবং আমি বাড়ি ফিরে আসি ঠিক ১২:০০ টার সময়। আশাকরি আপনাদের ভালো লাগবে।



সবাইকে ধন্যবাদ।💖💖



CC:
@amarbanglablog



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাল হয়েছে।শুভ কামনা ও অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ।