আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
বয়সটা ৪০ এখন। এই বয়সে অনেক ফুটবলার মাঠে নামার চিন্তা বাদ দেন। সেখানে তিনি এখনও খেলে যাচ্ছেন প্রথম শ্রেণির পেশাদার ফুটবল লীগে। শুরু টা হয়েছিল নিজের দেশ পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবন থেকে। সেখান থেকে ম্যানচেস্টারে। ম্যানচেস্টার থেকে মাদ্রিদ, মাদ্রিদ থেকে জুভেন্টাস। জুভেন্টাস হয়ে আবার পাড়ি জমান ম্যানচেস্টারে। এই করে নিজের ক্যারিয়ারের মোটামুটি ১৮-১৯ বছর যখন নিজেকে ইউরোপের সব লীগে প্রমাণ করা শেষ। তখন তিনি সবাইকে চমকে দিয়ে চলে এলেন এশিয়ায়। সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়ে মাঠে নামলেন। বলছি সর্বকালের সেরা খেলোয়ার ক্রিস্টিয়ানো রোনালদো এর কথা। ব্যক্তিগত ভাবে আমি ক্রিস্টিয়ানো রোনালদোর অনেক বড় একজন ফ্যান। আর যাইহোক সে ফিফা বয় বা মিডিয়া বয় না। ১৯৮৫ সালের ৫ ফেব্রুয়ারি পর্তুগালে জন্মগ্রহণ করেন।জন্মের পর থেকেই লড়াই করেছেন দারিদ্রতার সঙ্গে। তবে ফুটবল টাকে করেছেন আপন। ফুটবলীয় প্রতিভার চেয়ে তার পরিশ্রম করার মানসিকতা প্রবণতা ছিল অনেক বেশি। আর তার পরিশ্রম তাকে করেছে সর্বকালের সেরা খেলোয়ার।
নিজের ক্যারিয়ারে এখন পযর্ন্ত করেছেন ৯২৩ গোল। এর আগে যা আর কোন ফুটবলার করতে পারেনি। রয়েছেন হাজার গোলের দাঁড়প্রান্তে। নিজের দেশ পর্তুগালের হয়ে করেছেন ১৩৫ টা গোল। এটাও ব্যক্তিগত সর্বোচ্চ অর্জন। আর কোন ফুটবলার রোনালদোর সমান গোল করতে পারেনি জাতীয় দলের হয়ে। নিজের ফুটবল ক্যারিয়ারে তার আর কিছু প্রমাণ করার নেই। আমরা যারা প্রাইম রোনালদো কে দেখেছি আমরা জানি রোনালদোর পক্ষে অসম্ভব বলে কিছু নেই। তার অসাধারণ ফিটনেস পরিশ্রম তাকে নিয়ে গিয়েছে অন্য উচ্চতায়। রোনালদোর ৮ টা ব্যালন ডিঅর নেই, নেই ফিফার সহায়তায় পাওয়া একটা বিশ্বকাপ। কিন্তু রোনালদোর আছে আকাশচুম্বি জনপ্রিয়তা। যেটা ক্রিয়া বিশ্বে আর কারো নেই। রোনালদোর "সুইউউউ" সেলিব্রেশন এখন একটা ট্রেডমার্ক। যেটা কয়েক ডজন ব্যালন ডিঅর বা হালি খানেক বিশ্বকাপ জিতেও কেউ অর্জন করতে পারবে না।
এবার যার কথা বলব সেই মানুষ টারও আজকে জন্মদিন। একইদিনে এইরকম দুইজন গ্রেটেস্ট ফুটবলার এর জন্মদিন ব্যাপার টা বেশ কাকতলীয়। তবে তার গল্পটা পুরোপুরি রোনালদোর বিপরীত। অসাধারণ ফুটবল নৈপুণ্য নিয়ে ফুটবলের তীর্থভূমি ব্রাজিলে জন্মগ্রহণ করেছিলেন। ব্রাজিলের পথ থেকে উঠে এসেছিলেন। যেভাবে উঠে এসেছিলেন পেলে, গারিঞ্চা, রোনালদিনহো রা। সান্তোস থেকে পাড়ি জমান বার্সেলোনায়। অল্প কিছুদিনের মধ্যেই পেয়ে যান সীমাহীন জনপ্রিয়তা। ফুটবল প্রতিভার কোন ঘাটতি তার ছিল না। তবে সব রাজপুএের তো আর রাজা হওয়া হয় না। কেউ কেউ হেরে যায় ভাগ্যের কাছে। সেভাবেই ভাগ্যের কাছে হেরে যান তিনি। বার বার ইঞ্জুরি মারাত্মক সব ইঞ্জুরির কবলে পড়ে দীর্ঘদিন থাকতে হতো মাঠে। ইঞ্জুরি থেকে ব্যাক করে মাঠে ফিরলে আবার নিজের ছন্দে ফিরতেন। তবে খেলার কৌশলে তাকে না আটকাতে পেরে প্রতিপক্ষ করতো ফাউল।
আর সেই ফাউলের শিকার হয়ে ছেলেটা দীর্ঘসময় থাকত মাঠের বাইরে। বলছি সাম্বা বয় নেইমার দ্যা সিলভা সান্তোস জুনিয়র এর কথা। নেইমার তার ভক্তদের কাছে এক সীমাহীন আফসোস এর নাম। থাকতে পারত কয়েকটা ব্যালন ডিঅর ফিফা দ্যা বেস্ট আন্তর্জাতিক ট্রফি থাকতে পারত নেইমারের। কিন্তু নেই। না থাকার পরেও নেইমার তার ভক্তদের কাছে ভালোবাসার মানুষ।তার অসংখ্য ভক্ত অপেক্ষায় থাকে কবে সে ইঞ্জুরি থেকে মাঠে ফিরবে। আবার ফুটবল নিয়ে ছুটে চলবে সবুজ গালিচায়।
আজ এই দুইজন গ্রেটেস্ট ফুটবলার এর জন্মদিন। আর আমি ফুটবলে এই দুইজন এর অনেক ফ্যান। তাদের দুজনকে জানায় জন্মদিনের শুভেচ্ছা।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আমি ও একজন CR7 এর ভক্ত। আজকে একই সাথে দুজন ফুটবল কিংবদন্তি নেইমার ও CR7 এর জন্মদিন।CR7 এর জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো। আশা করছি সে আমাদের কে সব সময় অনেক সুন্দর সুন্দর খেলা উপহার দিবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ চমৎকারভাবে সাজিয়ে দুইজনকে টেস্ট ফুটবলারের জীবনের কিছু কথা আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে ক্রিস্টিয়ানো রোনাল্ডো একজন ওয়ান ম্যান আর্মি যে কিনা তর্ক সাপেক্ষ একজন সেরাদের সেরা একজন ফুটবলার। অন্যদিকে নেইমার একজন দুর্ভাগ্যবান প্লেয়ার যাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল কিন্তু সেই সপ্ন শুধু স্বপ্নই রয়ে গেল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit