আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
ইউটিউব থেকে স্কিনশর্ট নেওয়া হয়েছে।
অতিমানবীয় বলতে হয়তো অসাধ্যকে সাধন করায় বুঝিয়ে থাকে। যেটা গতকাল অস্ট্রেলিয়ান ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল করে দেখিয়েছেন। নিজের ইঞ্জুরি থাকলেও মাঠ থেকে উঠে যাননি। একাই লড়ে গিয়েছেন শেষমেশ ম্যাচ জিতিয়ে ছেড়েছেন মাঠ। গতকাল মুম্বাইয়ের মাঠে যেন রাতে একটা ঝড় বয়ে গেল। যে ঝড়টার নাম মাক্সওয়েল ঝড়। ঐ জায়গা থেকেও যে দলকে জেতানো যায় এইরকমই একটা অসম্ভব কাজ করে দেখালেন ম্যাক্সওয়েল। গতকাল বিশ্বকাপে নিজের অষ্ঠম ম্যাচে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাটিং করে আফগানিস্তান। আফগানিস্তান বিশ্বক্রিকেটে এসেছে মোটামুটি এক যুগ। কিন্তু এর মধ্যেই তারা নিজেদের ক্রিকেটীয় শক্তি সামর্থ্য জানান দিতে শুরু করেছে। প্রথমে ব্যাটিং এ নেমে বেশ ভালোই খেলতে থাকে আফগানিস্তানের দুই ব্যাটসম্যান গুরবাজ এবং জাদরান।
কিন্তু ২১ রান করে মিচেল স্ট্রার্ক এর বলে ক্যাচ আউট হয়ে ফিরে যায় গুরবাজ। পরে একে একে রহমত, শাহিদি, আজমতউল্লাহ আসে এবং কিছুটা সময় থেকেই আউট হয়ে যায়। কেউই দীর্ঘক্ষণ ধরে ইব্রাহিম জাদরান কে সঙ্গ দিতে পারছিলেন না। কিন্তু একপ্রান্তে ঠিকই রান করে যাচ্ছিলেন জাদরান। ম্যাচের শেষ পযর্ন্ত ১৪৩ বলে ১২৯ রান করে অপরাজিত থাকেন তিনি। যেটা এককথায় অসাধারণ একটা ইনিংস। ব্যাটিং এ আফগানিস্তানের হয়ে যেন একাই লড়ে গেলেন ইব্রাহিম জাদরান। শেষদিকে রশীদ খানের অপরাজিত ৩৫ রানে ভর করে ২৯১ রানের সংগ্রহ পাই আফগানিস্তান। রানটা একেবারে খারাপ না কিন্তু। অস্ট্রেলিয়ার সামনে টার্গেট দাঁড়ায় ২৯২ রানের। ২৯২ রানের লক্ষ্য নিয়ে মাঠে নামে অস্ট্রেলিয়ার দুই ব্যাটসম্যান ওয়ার্নার, এবং হেড।
ব্যাটিং এ নেমেই একেবারে শুরুতেই হেড এর উইকেট হারায় অস্ট্রেলিয়া। নাবিনউল হক এর বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান তিনি। পরবর্তীতে মিচেল মার্শ এবং ওয়ার্নার মিলে বেশ ভালো একটা জুটি গড়ার চেষ্টা করে খেলতে থাকে। কিন্তু ১১ বলে ২৪ করে ফিরে যায় মিচেল মার্শ তারপর বেশিক্ষণ টিকতে পারেননি ওয়ার্নারও। আজমোতুল্লাহার বলে হয়ে যান বোল্ড আউট। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই মাএ ৪৯ রানেই নেই অস্ট্রেলিয়ার চার উইকেট। না ঝড় তখনও শেষ হয়নি। পরে ম্যাক্সওয়েল নামে ব্যাটিং করতে। কিন্তু ম্যাক্সওয়েল এর সামনেই একে একে আরও তিনটা উইকেট হারায় অস্ট্রিয়ায়। অস্ট্রেলিয়ার ক্রিকেটীয় সুর্য যখন আফগানিস্তানের পরাক্রম এর কাছে ডুবতে বসেছে তখনই যেন ম্যাক্সওয়েল এর আগমন হলো। এক প্রান্তে দাঁড়িয়ে শুরু করলেও তার সেই অতিমানবীয় ব্যাটিং। অন্যপ্রান্তে টিকে থেকে তাকে অসাধারণ সঙ্গ দিচ্ছিলেন প্যাট ক্যামিন্স।
পরে ম্যাক্সওয়েল যেন পুরো আফগানিস্তান দলকে নিয়ে ছেলেখেলা শুরু করল। এরকম ব্যাটিং আমি আমার লাইফে আগে কখনো দেখিনি। ম্যাক্সওয়েল এর ব্যাটিং এর কোন নির্দিষ্ট নিয়ম ছিল না, ছিল না কোন ফুটওয়ার্ক। কিন্তু কী অসাধারণ শর্ট খেলছিলেন কী অবলিলায় মারছিলেন ছয়। মনে হচ্ছিল ম্যাক্সওয়েল যেন পুরো আফগানিস্তান দলের উপর চেপে বসেছেন। শেষমেশ ম্যাচ জিতিয়েই ফিরিছেন ম্যাক্সওয়েল। করেছেন ডালব হ্যান্ড্রেড। হ্যা এই বিশ্বকাপে এটাই সর্বোচ্চ ইনিংস এটাই কোন ব্যাটসম্যান এর ডাবল হ্যান্ড্রেড। এর আগে ম্যাক্সওয়েল ৪০ বলে সেঞ্চুরি করে করেছিলেন বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এবং গতকাল করেছেন ডাবল হ্যান্ড্রেড। কিন্তু অন্যপ্রান্তে ৬৮ বল খেলে উইকেট বাঁচিয়ে ম্যাক্সওয়েল সঙ্গ দিয়ে গেছেন প্যাট কামিন্স। সবমিলিয়ে কী এক অসাধারণ ম্যাচ দেখলে ক্রিকেট বিশ্ব।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে ভাই এরকম অতিমাণবীয় ক্রিকেট ম্যাচ খুব কমই দেখা যায়। অনেকদিন হলো গ্লেন ম্যাক্সওয়েলের এরকম অতিমাণবীয় হয়ে ওঠা দেখিনা। অস্ট্রেলিয়া আফগানিস্তানের বিপক্ষে এভাবে যে জিততে পারবে আসলে কেউই কল্পনা করতে পারেনি। অসংখ্য ধন্যবাদ সুন্দর ম্যাচ সম্পর্কে আমাদের সাথে আলোচনা করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কালকে রাতের এই খেলাটা আমি সরাসরি উপভোগ করেছিলাম খুবই ভালো লেগেছিল আমার কাছে খেলাটি দেখে। ইনজুরি হবার পরেও ম্যাক্সওয়েল যেভাবে দলের জন্য খেলেছে এবং জয় লাভ করেছে সেটা সত্যিই প্রশংসার দাবি রাখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit