আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
২০০৬ সাল ছেলেটার বয়স তখন ১৭। ভারতের সেরা ঘরোয়া লীগ রঞ্জি ট্রফিতে দিল্লির হয়ে খেলছে ছেলেটা। কী অসাধারণ ছেলেটার ব্যাটিং কী অসাধারণ ফুটওয়ার্ক কী চমৎকার শর্ট সিলেকশন। রঞ্জি ম্যাচ খেলার মাঝেই খবর পাই তার বাবা মারা গিয়েছে। তার সব টিমমেট ভেবে নিয়েছিল সে হয়তো আসবে না। কিন্তু বাবার শেষকৃত্য করেই ছেলেটা হাজির মাঠে। ব্যাট হাতে নেমে পড়ে এবং ৮০ রানের অসাধারণ এক ইনিংস খেলে। আপনি যদি ক্রিকেট ফ্যান হয়ে থাকেন তাহলে কার কথা বলছি এতোক্ষণে আশাকরি বুঝে গিয়েছেন। আমি বলছি গত একযুগ ধরে বিশ্ব ক্রিকেটের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির কথা। এইতো কয়েক বছর আগের কথা। ২০১৯ সালে বাংলাদেশের সঙ্গে সেঞ্চুরি করার পর কোহলি যখন টানা দুইবছর সেঞ্চুরি পাইনি তখন অনেকেই বলেছে হ্যা কোহলি হারিয়ে গিয়েছে। কোহলি আর ফিরে আসবে না। কিন্তু তারপর কোহলি কিন্তু ফিরে এসেছে একেবারে রাজার বেশে।
কোহলি ফিরে এসে প্রমাণ করেছে কোহলি কখনো হারিয়ে যায় না। আগ্নেয়গিরির আগুন কিছুদিন হয়তো দমে যেত পারে কিন্তু একসময় সেটা যেমন বিস্ফোরণ সৃষ্টি ঠিকই করে। একইভাবে কোহলি কিছুদিন অফ ফর্মে থাকলেও ঠিকই ফিরে আসে নিজের পুরাতন রুপে। কোহলিরা কখনো হারিয়ে বা ফুরিয়ে যায় না। ভারতীয় ক্রিকেট তথা বিশ্ব ক্রিকেট এর সবচাইতে বড় আইকন শচিন রমেশ টেন্ডুলকার। যার কীনা রয়েছে শতকের শতক। যেটা অন্য কোনো ব্যাটসম্যান এর নেই। টেন্ডুলকার নিজেও এটা স্বীকার করেছে যদি তার শত শতকের রেকর্ড কেউ ভাঙতে পারে তাহলে সেটা একজনই পারবে সে হচ্ছে কিং কোহলি। এবং এটা এখন সবাই জানে এবং মেনেও নিয়েছে। কোহলির ব্যাটিং যেন একটা শিল্প। সে হাওয়াই খুব কম খেলে। মাটিতে খেলেই কী সুন্দর বাউন্ডারি বের করে নিয়ে যায়। চাপের সময় দায়িত্ব নেন নিজের কাঁধে, বের করে নিয়ে যান দলকে জিতিয়ে দেন ম্যাচ। একজন কোহলি ক্রিকেট মাঠে সব অসাধ্যই সাধন করতে পারে।
এবার আসি এই বিশ্বকাপের কথায়। বিশ্বকাপে সবচাইতে ভালো ব্যাটিং লাইনআপ কিন্তু ভারতের। তাদের দলে হিটম্যান রোহিত শর্মা, তরুন শুভমান গিল, কে এল রাহুল রা আছে। সবাই কোন না কোন ম্যাচে ফ্লপ। কিন্তু এককভাবে প্রতিটা ম্যাচে রান করে যাচ্ছেন কোহলি। প্রদর্শন করছেন অসাধারণ ব্যাটিং এর। বিশ্বকাপে ভারতের পাঁচ ম্যাচে কোহলির রান যথাক্রমে ৮৫, ৫৫, ১৬,১০৩, এবং ৯৫। কোহলির ব্যাটিং গড় ১১৮। যা এককথায় অসাধারণ। কোহলি মাঠে নামা মানে বাউন্ডারির বৃষ্টি । কী সুন্দর শৈল্পিক তার ব্যাটিং। যারা ভালো মতো তার ব্যাটিং দেখেন তারা বুঝবেন। একটা বিষয় খেয়াল করবেন কমপক্ষে ৫০ রান না করা পযর্ন্ত কোহলি কোন রিস্কি শর্ট খেলে না হাওয়াই মারে না। অর্থাৎ তার দায়িত্ববোধ এতটাই। কোহলির এখন মোট আন্তর্জাতিক শতক সংখ্যা ৭৮ টা। যার ৪৮ টা ওয়ানডে তে ২৯ টা টেস্ট এ এবং ১ টা শতক টি টুয়েন্টি তে।
আর মাএ ২২ টা সেঞ্চুরি প্রয়োজন কোহলির। এরপরেই হয়তো তিনি ছাড়িয়ে যাবেন শচীন টেন্ডুলকার কে। লিখবেন এক নতুন ইতিহাস। কোহলি যদি ফিট এবং ফর্মে থাকে তাহলে বলা যায় পরবর্তীতে দুই বছরের মধ্যেই সে এই ২২ টা সেঞ্চুরি করে ফেলবে। আমি বাংলাদেশী হলেও বিরাট কোহলির অনেক বড় একজন ফ্যান। মাহেন্দ্র সিং ধোনির পরে কোহলি আমার সবচাইতে পছন্দের ভারতীয় ক্রিকেটার। এবং এটার অন্য একটা কারণ বিরাট কোহলি কিন্তু আমার মতোই ক্রিস্টিয়ানো রোনালদো ফ্যান। এটা জানেন তো হা হা। একজন বিরাট কোহলি এতো সহজে তৈরি হয় না। তার জন্য প্রয়োজন হয় অনেক বড় ত্যাগের অনেক পরিশ্রমের অনেক সাধনার। নিজের লক্ষ্যকে ঠিক রেখে অনেক টা চাপ নিয়েও বাবার মৃত্যুর পরের দিন যে ছেলেটা ব্যাট হাতে মাঠে নামতে পারে সেই হবে বিশ্বসেরা এতে কোন সন্দেহ নেই। কোহলিরা বার বার আসে না। কিন্তু যখন আসে ইতিহাস সৃষ্টি না করে যায় না।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিরাট কোহলি যেভাবে ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যমে এই পর্যায়ে পৌঁছেছে সেটা সত্যিই প্রশংসার দাবি রাখে। অন্যান্য ব্যাটসম্যানদের উচিত তার থেকে অনুপ্রেরণা নেওয়া। ভিরাট কোহলি বর্তমান সময়ের অন্যতম একজন ভালো ব্যাটসম্যান।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি অবশ্য ক্রিকেট সম্পর্কে খুব একটা কিছু জানিনা ভাই । তবে মাঝেমধ্যে দুই একটা ম্যাচ দেখেছি। তাতে করে মাহেন্দ্র সিং ধোনি আপনার মত আমারও প্রিয় খেলোয়াড় ছিল। এখন যদিও আপনি বিরাট কোহলির বিরাট বড় একজন ফ্যান। আসলেই ,ভারতীয় ক্রিকেট দলের জন্য বিরাট কোহলির অবদান অনেক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit