আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
ইউটিউব থেকে স্কিনশর্ট নেওয়া হয়েছে।
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ শুরু হওয়ার আগে আমি একটা পোস্ট করছিলাম। সেখানে আমি মোটামুটি চ্যাম্পিয়ন কে হবে তার একটা ধারণা দিয়েছিলাম। আমার নজরে শিরোপার সবচাইতে বড় দাবিদার ছিল স্বাগতিক ভারত। ভারত বিশ্বকাপে তাদের সাতটা ম্যাচ খেলে ফেলেছে ইতিমধ্যে। এবং একমাএ দল হিসেবে শতভাগ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ভারত। বিশ্বকাপের আগে আমি বলেছিলাম ভারতের ব্যাটিং লাইনআপ নিয়ে। ভারতের ব্যাটিং লাইনআপ সম্পর্কে কিছু বলার নেই। একের পর এক ক্রিকেটের ব্যাটিং মহারতী রয়েছে তাদের দলে। কিন্তু এই বিশ্বকাপে ভারতের বোলিং লাইনআপ যে পরাক্রম দেখাচ্ছে সেটা এককথায় অনবদ্য। ইতিমধ্যে ভারত তাদের বোলারদের শক্তিশালী দিক দেখিয়ে দিয়েছে। ব্যাটিং বিপর্যয়ের পরও ইংল্যান্ডের বিপক্ষে ১০০ রান এবং গতকাল শ্রীলঙ্কা কে মাএ ৫৫ রানে অলআউট করে দিয়ে ভারতের বোলার রা তাদের শক্তিমত্তার পরিচয় দিয়েছে ভালোভাবে।
গতকাল নিজেদের সপ্তম ম্যাচে মুম্বাইতে একে অপরের মুখোমুখি হয়েছিল ভারত এবং শ্রীলঙ্কা। প্রথমে ব্যাটিং এ নেমে শুরুতেই ক্যাপ্টেন রোহিত শর্মার উইকেট হারায় ভারত। পরে অবশ্য শুভমান গিল এবং বিরাট কোহলি চাপ সামলে নিয়ে রান এগিয়ে নিয়ে যেতে থাকে। কিন্তু দুঃখের বিষয় শুভমান গিল ৯২ রানে এবং ভিরাট কোহলি ৮৮ রানে আউট হয়ে যায়। এবং দুজনেই সেঞ্চুরি মিস করে। সত্যি বলতে কোহলির সেঞ্চুরি মিস হওয়াই আমার বেশ খারাপ লেগেছে। কোহলি আমার অনেক পছন্দের খেলোয়ার। এর আগেও একটা ম্যাচে কোহলি খুব কাছ থেকে সেঞ্চুরি মিস করে। এরপর শৈয়াস আইয়ার ৮২ রানে আউট হয়ে যায়। শেষমেশ জাদেজার ৩৫ রানে ভারত বেশ শক্তিশালী ৩৫৭ রানের সংগ্রহ পাই।
জানতাম এই রান চেজ করে শ্রীলঙ্কা ম্যাচ জিততে পারবে না। হয়তো মোটামুটি ১০০-১৫০ রানে শ্রীলঙ্কা ম্যাচ হারবে এটা আমার ধারণা ছিল। কিন্তু ম্যাচ শুরু হওয়ার পর যেটা দেখলাম সেটা কেউই চিন্তা করেনি। ভারত দলের কেউও হয়তো চিন্তা করেনি। এটা যেন এশিয়া কাপ ফাইনালের পূণরাবৃওি ছিল। মাএ ৫৫ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ ধ্বংস করার কাজটা শুরু করে ভুমরা। এরপর আসে মোহাম্মদ সিরাজ। সিরাজ পর পর তিনটা উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কা কে রীতিমতো ব্যাকফুটে ফেলে দেয়। পরবর্তীতে বোলিং এ আসে মোহাম্মদ শামি। এটা ছিল এবারের বিশ্বকাপে মোহাম্মদ শামির তৃতীয় ম্যাচ। এর আগে তার প্রথম দুই ম্যাচে সে অসাধারণ বোলিংয়ের মাধ্যমে নিয়েছিল ৯ উইকেট। মোহাম্মদ শামি গত ম্যাচে যেখান থেকে শেষ করেছিল গতকাল যেন সেখান থেকেই শুরু করে।
৫ ওভার বল করে ১৮ রান দিয়ে শ্রীলঙ্কার ৫ টা উইকেট একাই তুলে নেয় মোহাম্মদ শামি। এই নিয়ে ৩ ম্যাচে তার উইকেট সংখ্যা ১৪। শেষের দিকে রবীন্দ্র জাদেজা শ্রীলঙ্কার শেষ উইকেট টা তুলে নিলে ২০ ওভারের আগেই মাএ ৫৫ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। এবং ভারত ৩০২ রানের বিশাল এক জয় পাই। এর আগে বিশ্বকাপ সহ ওয়ানডে ক্রিকেটে এতো রানের ব্যবধানে জেতা আমি কাউকে দেখিনি। এবং প্রথম দল হিসেবে ৭ ম্যাচে ১৪ পয়েন্ট অর্থাৎ শতভাগ জয় নিয়ে প্রথম দল হিসেবে সেমিতে পা রাখে ভারত। অসাধারণ একটা দিন অতিবাহিত করে ভারত। আর কিছুদিনের মধ্যে জানা যাবে বিশ্বকাপের সেমিফাইনালের বাকি দলগুলো নাম। আপনার কী মনে হয়। বাকি কোন তিন দল যাবে সেমিফাইনালে। সেমিফাইনালের লড়াই থেকে ইতিমধ্যে ছিটকে গেছে আমার দেশ বাংলাদেশ। যদিও বাকি ৮ টা দল টিকে আছে। আপনার কী মনে হয় কোন তিন দল যাবে সেমিফাইনালে। জানিয়ে যাবেন কমেন্টে। ধন্যবাদ।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভারতের ক্রিকেট দল এবার যেভাবে ক্রিকেট খেলতে শুরু করেছে তা দেখে মনে হচ্ছে তারা খুব সহজেই বিশ্বকাপ জয় লাভ করতে পারবে। কালকে তো আমি ভাবতেই পেরেছিলাম না যে ভারত ৩০২ রানের বড় ব্যবধানে জয়লাভ করে যাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যিই এবারের বিশ্বকাপে ভারতের ক্রিকেট টিম অপ্রতিরোধ্য একটি টিম। সত্যি বলতে আমাদের প্রিয় ভারত ক্রিকেট টিমের ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিনটি ফরমেটে সকল প্লেয়ারগন তুঙ্গে ফর্মে রয়েছে। আমি আশা করি আমাদের প্রিয় ক্রিকেট টিম অপরাজিত থেকেই বিশ্বকাপ জয় করবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit