"আমার বাংলা ব্লগ."🌄 ঈদের দিনে সুন্দর একটি বিকেল🌄। জুলাই ২৬, ২০২১.

in hive-129948 •  3 years ago 



আসসালামু আলাইকুম।
আমার বাংলা ব্লগে,
সবাইকে স্বাগতম।



আশাকরি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। এই লকডাউনের মধ্যে ঘরে বসে থেকে আমি খুবই বিরক্ত হয়ে গিয়েছিলাম। এজন‍্য আমি একটু ভ্রমণ করতে চাইছিলাম। যেন আমার মধ্যে একঘেয়েমি দূর হয়ে যায়। ঈদের পূর্বে জুলাইয়ে ১৫ তারিখের দিকে কুষ্টিয়া জেলা, বাংলাদেশ থেকে লকডাউন তুলে নেওয়া হয়। আমিও একটু বাইরে বের হওয়ার সুযোগ পেয়ে যায়। ঈদের দিন বিকেলে আমি এবং আমার বন্ধু লিখন ঘুরতে বের হয়। আজ এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব। সবাই সাথেই থাকুন।



IMG_20210721_175941.jpg

---------------
W3Whttps://w3w.co/trapper.rudders.unifies
DeviceVIVO Y91C


সকালে উঠে তৈরি হয়ে ঈদের নামাজ শেষ করি। এরপর আমি এবং আমার পারিবারিক কুরবানির কাজে সহযোগিতা করি। এসব কাজ শেষ করতে করতে দুপুর ২:৩০ বেজে যায়। এরপর আমি দুপুরের খাবার খাই। খাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নেয়। এরপর ফ্রেশ হয়ে আমি এবং আমার বন্ধু লিখন বাইকে ঘুরতে বের হয়। ঈদের দিনে হাইওয়েতে প্রচুর যানবাহনের চাপ থাকে। সেজন্য আমরা একটু গ্রামের ভেতরে দিয়ে ঘুরাঘুরি করি। এরপর আমরা ঘুরতে ঘুরতে চলে যায় খোকশা চাদট গড়াই নদীর ঘাটে। আমরা ঠিক করি নৌকায় উঠে কিছু ছবি উঠব।

IMG_20210721_175647.jpg

IMG_20210721_175618.jpg

---------------
W3Whttps://w3w.co/trapper.rudders.unifies
DeviceVIVO Y91C


নৌকায় উঠে আমরা কিছুক্ষণ ফটোগ্রাফি করি। এরপর আমরা নৌকার ভাড়া পরিশোধ করে নৌকায় উঠি। আমাদের দুজনের নৌকার ভাড়া হয় ২০ টাকা। এরপর নৌকায় উঠলে কিছুক্ষণ পর খোকশা চাদট ঘাট থেকে কাতলাগাড়ি শৈলকুপা এর উদ্দেশ্যে নৌকা ছেড়ে যায়।নৌকায় উঠার অভিজ্ঞতা টা দারুন ছিল। যদিও এর পূর্বেও আমি অনেকবার নৌকায় উঠেছি কিন্তু এবারের অনুভূতি টা অন‍্যরকম ছিল। আমি নদীর মাঝে বিকেলের সূর্যের আলো উপভোগ করি। এবং এরই মাঝে আমি আমার ফোন দিয়ে কিছুক্ষণ এই দৃশ্য ক‍্যামেরা বন্দী করি।



-----------
W3Whttps://w3w.co/flicked.unimproved.jetliner
Video DeviceVIVO Y91C
Background Songওরে নীল দরিয়া
Singerআব্দুল জব্বার।
Video Manইমন হোসেন।
EDITকরি নাই।


নৌকায় উঠে আমি এই ভিডিওটা করি। কারণ আমার কাছে এই দৃশ‍্যটি খুবই ভালো লাগছিল। আপনাদের কাছে কেমন লাগল সেটা জানাবেন। এই ভিডিও টা ধারণ করে আমি কিছুক্ষণ পর ওরে নীল দরিয়া এই গানটি সেট করি। ওরে নীল দরিয়া এই গানটা একটি জনপ্রিয় গান এবং আমার খুব পছন্দের। নদী বা সাগর বিষয়ে কোন বিষয় উঠলেই এই গানের প্রয়োজন পড়ে যায়। এরপর আমরা কাতলাগাড়ি শৈলকূপা পৌছায়। এবং আমরা কাতলাগাড়ি বাজার হয়ে ভেতর দিয়ে ঘুরাঘুরি করি। এরই মধ্যে সন্ধ‍্যা হয়ে যায়। এবং আমরা বাড়ি ফিরে আসি। এভাবে আমি এই বিকেলটা অতিবাহিত করি। আপনাদের কাছে এইটা কেমন লাগল অবশ‍্যই জানাবেন।



ধন্যবাদ সবাইকে 💖💖।



@rme
@blacks
@shuvo35
@moh.arif
@hafizullah
@rex-sumon
@amarbanglablog




Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মনে হচ্ছে চমৎকারভাবে দিনটি উপভোগ করেছেন, হ্যা এক সময় আমিও প্রচুর নৌকায় ভ্রমন করতাম। ধন্যবাদ

জ্বী ভাই। আমার পোস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

ঈদের বিকেলে ঘোরাঘুরি আনন্দটা অন্যরকম আর সেটা যদি হয় নৌকা ভ্রমণের মাধ্যমে তাহলে তো কোন কথাই নেই। বন্ধুদের নিয়ে একটা চমৎকার বিকেল কাটিয়েছেন যা ছবিগুলো দেখে এবং পোস্ট করে সহজে বুঝা যাচ্ছে

জ্বী ভাই। কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।