আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
ধর্মের ভিওিতে দেশ'ভাগ। প্রথম আঘাত টা আসে ভাষার উপর। মায়ের ভাষায় কথা বলা যাবে না। বাংলার মানুষের ভাষা হবে নাকী উর্দু। মায়ের ভাষার উপর আঘাত থেমে থাকেনি আমাদের ছাএসমাজ-সাধারণ মানুষ । নিজের জীবন দিয়ে রক্ষা করা হয় ভাষা। ভাষার উপর আঘাত করেই তারা চুপ থাকনি। পরবর্তীতে সেটা গিয়ে পরিণত হয় শোষণ,বঞ্চনায়। রাষ্ট্রীয় সব সুযোগ সুবিধা ভোগ করত তারা। অন্যদিকে এই বাংলার মানুষ মানবেতর জীবন যাপন করত। ২৫ শে মার্চ গণহত্যার মাধ্যমে তারা যেন এক নর'পিশাচের পরিচয় দেয়। তারপর যুদ্ধ চলে ৯ মাস। অর্জিত হয় বিজয়। জন্ম হয় স্বাধীন ভূখণ্ডের। ভূখণ্ডের নাম বাংলাদেশ।
অগণিত মানুষের প্রাণের বিনিময়ে অর্জিত হয় এই স্বাধীনতা। আমাদের সোনার ছেলেরা দেশকে ভালোবেসে জীবন দেয়। তারা প্রত্যাশা করেছিল একটা সোনার বাংলা। সুজলা, সুফলা, দরিদ্র মুক্ত, অশিক্ষা মুক্ত, ধর্মনিরপেক্ষ একটা দেশ। দেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর। এতো টা সময় কেটে যাওয়ার পরেও হয়তো আমরা দেখা পাইনি আমাদের সেই কাঙ্ক্ষিত স্বাধীনতার। এখনও বাংলাদেশে বৈষম্য চলে। এখনও বাংলাদেশের মানুষ রাস্তায় ঘুমায়। এখনও মানুষের জীবন যাএার মান ঐভাবে উন্নত হয়নি। তার উপর রয়েছে সীমাহীন দূর্নীতি। এদেশে যখনই যেই রাষ্ট্র ক্ষমতাই এসেছে আইনবিভাগ, বিচার বিভাগ, প্রসাশন কে ব্যবহার করেছে নিজের মতো।
সব রাজনৈতিক দল দেশের উন্নতির চেয়ে নিজেদের উন্নতি করেছে বেশি। আমাদের সোনার সন্তানেরা কী এইজন্যই জীবন দিয়েছিল? আজ অবশ্যই শহীদ'দের প্রতি আমরা সম্মান শ্রদ্ধা প্রদর্শন করব। তাদের অসামান্য অবদান আমরা স্বীকার করব। কিন্তু তাদের প্রাণ দেওয়ার উদ্দেশ্য আমাদের বাস্তবায়ন করতে হবে। তাদের সেই ইচ্ছা প্রতিফলিত করতে হবে। একটা ক্ষুদামুক্ত, দরিদ্র মুক্ত, দেশ গঠন করতে হবে। যেখানে পরিচয় হবে আমরা সবাই বাংলাদেশী আমরা সবাই বাঙালি। এর জন্য আমাদের সবার চেষ্টা থাকতে হবে। সবাইকে নিজের দায়িত্ব পালন করতে হবে। নিজের জায়গা থেকে যদি আমরা সামান্য কন্ট্রিবিউট করি। কিছুটা ত্যাগ করি তাহলেই হয়তো এটা সম্ভব। চলুন না আজ বিজয় দিবসে আমাদের পণ হোক দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। নতুন একটা বাংলাদেশ সৃষ্টি করার।
এই ভিডিও টা আমি ধারণ করেছিলাম বেশ কয়েকবছর আগে। ভিডিও টা এখনও আমার কাছে আছে। মাঝে মাঝে দেখলে একটা স্বর্গীয় সুখ কাজ করে। আহ কী চমৎকার ভাবে স্বাধীন দেশের বুকে উড়ছে আমাদের পতাকা। এর চেয়ে সুন্দর এর চেয়ে নয়নাভিরাম দৃশ্য আর কী কিছু হতে পারে। এই পতাকা টাই তো আমাদের ভূখণ্ড কে প্রকাশ করে। ভাবলাম আপনাদের সাথে ভিডিও টা শেয়ার করে নেওয়া যাক। আপনাদের ভালো লাগবে। আজ মহান বিজয় দিবস। ৫৪ তম বিজয় দিবসে আপনাদের সবাই জানাই বিজয়ের শুভেচ্ছা। আমার দেশ আমার কাছে স্বর্গের সমান।।
" যারা স্বর্গগত তারা এখনও জানে
স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি"।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily Task
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ টাস্কগুলো সম্পন্ন করার জন্য, এখন হতে Super Walk এর টাস্কও সম্পন্ন করার অনুরোধ করা হলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আসলে ভাইয়া অনেক রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা।সত্যি এখন আমাদের ভাবতেই ভালো লাগে যে আমরা স্বাধীন দেশের নাগরিক। বেশ ভালো লিখেছেন। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিজয়ের ৫৪ বছর পরেও আমরা ক্ষুদা,দারিদ্র্যতা মুক্ত বাংলাদেশ গড়তে পারিনি কেবল দুর্ণীতির জন্য। ধর্মের দোহাই দিয়ে আজও আমরা মানুষে মানুষে বিবেধ করছি। মুক্তিযুদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে পারছি না। আশাকরছি আমাদের ভবিষ্যত প্রজন্ম সুজলা, সুফলা, দরিদ্র মুক্ত, অশিক্ষা মুক্ত, ধর্মনিরপেক্ষ একটা দেশ তৈরী করবে। সেই আশা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জন্মভূমির মত মাতৃভূমির মত প্রিয় কিছু হতে পারে না। আমরা যখন যেখানে যায় না কেন আমাদের জন্মগত স্থানে আসলে আমরা শান্তি পাই। আমরা এই দেশে চলাফেরা করি আমরা বাংলা ভাষায় কথা বলি। এই ভাষায় কথা বলে আমরা মনের তৃপ্তি পাই। আমরা সবার সাথে সুন্দর ভালো মতো চলাফেরা করতে পারি। এর চেয়ে আর আনন্দের কিছু থাকতে পারে না। এসব কিছুর বিনিময়ে হয়েছে শহীদদের রক্তের বিনিময়ে। আমরা জয় করেছি সুন্দর সার্বভৌম স্বাধীন দেশ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী ভাই আমাদের জন্মভূমি আমাদের কাছে স্বর্গের মত। এই মাটি অনেক দামি। এই মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্তকণা। বিজয় দিবসে আমরা সেই শহীদদের স্বরন করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit