আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
পৃথিবীর সবকিছুই একটা নির্দিষ্ট নিয়মে চলে। এই কথাটা কিন্তু আমরা সবাই মানি। প্রতিদিন একটা নির্দিষ্ট নিয়মে সূর্য উঠে এবং অস্ত যায়। একটা নির্দিষ্ট নিয়মে রাত নামে আবার দিন হয়। একটা নির্দিষ্ট নিয়মে আপনি আমি জীবন যাপন করি। বেঁচে থাকার তাগিদে খুঁজে নেয় একটা কর্মস্থল। সেটা আমাদের পছন্দের হতে পারে আবার নাও হতে পারে। তবে কাজটা যদি আপনার পছন্দের হয় এবং কাজটা সম্পর্কে আপনি অভিজ্ঞ হন তখন সেই কাজে সফলতা আসবেই। এটা একেবারে সত্য। কিন্তু আপনি একটা শ্রেণির মানুষ যদি অন্য কোন শ্রেণিতে গিয়ে নিজেকে মেলে ধরতে চান এতে করে আপনি না পাবেন সফলতার দেখা। এবং আপনি সেখানে একটা অপ্রত্যাশিত ঘটনার স্বাক্ষী হতে পারেন। সেজন্য লোভনীয় অফার থাকলেও আপনি সেখানে যাবেন?যেটাতে আপনার কোন অভিজ্ঞতা নেই!
বতর্মান বিশ্বের সেরা ক্রিকেট দল কোন সন্দেহ ছাড়া কিন্তু ভারত। একটা বার খেয়াল করে দেখুন ভারতের কোচিং প্যানেলে বা বোর্ডে কারা রয়েছে। যারা রয়েছে তারা কিন্তু ভারতের কিংবদন্তি সব খেলোয়ার। সাবেক খেলোয়ার রা যখন দলের কোচিং প্যানেলে থাকে দায়িত্বে থাকে তখন সেই দেশের ক্রিকেট অটোমেটিক এগিয়ে যায়। কারণ তারা জানে একজন খেলোয়ার কী চাই। খারাপ সময়ে একজন খেলোয়ার কে কীভাবে সাপোর্ট দিতে হয়। খেলোয়ার কীভাবে বাছাই করতে হয় এগুলো সব তারা জানে। আবার আমাদের এশিয়ার আরেক দেশ পাকিস্তান। তাদের ক্রিকেট দলের কোচিং এর দায়িত্বেও রয়েছে তাদের নিজ দেশের সব সাবেক খেলোয়ার। একইভাবে অস্ট্রিয়ায়, নিউজিল্যান্ড ইংল্যান্ড এই দলগুলার কোচিং প্যানেল এবং বোর্ডের দায়িত্বে রয়েছে লিজেন্ডারি সব খেলোয়ারগণ। এজন্যই হয়তো তাদের দল এতো ভালো। আইসিসির প্রতিটা বৈশ্বিক আসরে তারা ভালো করে থাকে।
এই জায়গাটাই কিন্তু বাংলাদেশ একেবারেই পিছিয়ে। আপনি একবার খেয়াল করে দেখুন তো বাংলাদেশ জাতীয় দলে কোন কালে নিজ দেশের খেলোয়ার কে কোচ হতে দেখেছেন কীনা। একজন বোর্ড সভাপতি রয়েছে যার কীনা ব্যাকগ্রাউন্ড ক্রিকেট না। তাহলে যে মানুষ টা কখনো ক্রিকেট খেলেইনি সে ক্রিকেট বোর্ডের সভাপতি হয়ে কীভাবে বুঝবে ক্রিকেটারদের মন। কীভাবে করবে দলের উন্নয়ন। তার উপর সে একজন ব্যবসায়ী পাশাপাশি সে নিজ দেশের সংসদের সদস্য। তাহলে সভাপতি হবে টা কে। ঐযে বললাম না এই দায়িত্ব গুলো দিতে হবে দেশের ভালো ক্রিকেটার দের। আচ্ছা বাংলাদেশে কী ভালো ক্রিকেটার আছে?? হ্যা আছে আছে। কিন্তু তারা ক্রিকেট ক্যারিয়ার শেষ করে আর খেলাধুলা নিয়ে থাকে না ক্রিকেট কোচিং কে তারা বেছেও নেয় না। তারা বেছে নেয় রাজনীতি হা হা।
না সেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তার অবশ্যই আছে। জনগণের সেবা করার ইচ্ছা তার থাকতেই পারে। তবে তাদের রাজনীতির মাঠে না তাদের দরকার ছিল ক্রিকেটের মাঠে। কারণ তারা খেলোয়ার ছিল। খেলোয়ারদের মন খুব সহজেই বুঝে যেত। কিন্তু তারা সেটা বেছে নেয়নি। ঠিক এই কারণেই হয়তো আমাদের দেশের ক্রিকেট আর এগিয়ে যাবে না। কারণ এদেশে ক্রিকেটার রা ক্রিকেট ক্যারিয়ার শেষ করে তাদের সেই অভিজ্ঞতা ক্রিকেট মাঠে কাজে লাগায় না। তারা ব্যস্ত হয়ে যায় অন্য কোথাও। তাহলে বলেন কাদের ক্রিকেট এগিয়ে যাবে ভারত অস্ট্রিয়ায় ইংলান্ডের না আমাদের?? এজন্যই বললাম সবকিছু সিস্টেমেটিক হওয়াই ভালো। আপনার যেখানে প্রতিভা বা অভিজ্ঞতা নেই আপনি সেখানে যাবেন না।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে কি ভাইয়া এমন পরিস্থিতি হওয়ার পেছনে আমরাই দায়ী। আপনি একজনের কথা বলেছে যে আমাদের ক্রিকেট বোর্ডে এমন একজন রয়েছে যার ব্যাকগ্রাউন্ডে কোথাও ক্রিকেট ই নেই! কিন্তু তারপরেও এখানে যোগ্যতার থেকে তেলের দাম বেশি। পরিস্থিতি দেখে বলতে ইচ্ছে হয় অদ্ভুত উটের পিঠে চলেছে স্বদেশ!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit