আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
Ptv sports channel থেকে স্কিনশর্ট নেওয়া হয়েছে।
সাধারণত আমি ক্রিকেট ম্যাচ খুব একটা রিভিউ করি না। ক্রিকেট অনেক কম দেখা হয় তার উপর সেরকম আগ্রহ বা আকর্ষণ অনুভব করি না ক্রিকেটের প্রতি। এইজন্যই খুব একটা দেখা হয় না আর কী। টি টুয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছ ২ রা জুন। প্রথমাবের মতো আমেরিকায় বসেছে আসর টা। প্রথমবারের মতো পুরো ২০ টা দল অংশগ্রহণ করেছে এই টুর্নামেন্টে। তবে এবার টি টুয়েন্টি বিশ্বকাপে সেরকম কোন জাকজমক নেই। আজ সকালে ছিল বাংলাদেশের ম্যাচ। বাংলাদেশ ক্রিকেট টিমের অবস্থা এতটা নাজুক এদের কাছে আর কোন এক্সপেক্টটেশন নেই। এখন আর কোন কিছুতেই অবাক হয় না। আজ সকালে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কার। যদিও প্রথম থেকে ম্যাচ টা দেখা সম্ভব হয়নি। তবে বাকিটা দেখেছি।
বাংলাদেশ টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। আমেরিকার পিচগুলো বেশ বোলিং ফ্রেন্ডলি। এবং এই মাঠের পিচ টাও তার ব্যতিক্রম ছিল না। সেজন্য পরে ব্যাট করা দল একটু বাড়তি সুবিধা পাবে। ব্যাটিং এ নামে শ্রীলঙ্কা। দলীয় ২১ রানের মাথায় কুশাল মেন্ডিস কে ফেরান তাসকিন আহমেদ। অসাধারণ একটা বলে তাকে বোল্ড করে দেন। এরপর মোটামুটি দেখে শুনে খেলতে থাকে শ্রীলঙ্কা। কিন্তু দলীয় ৪৮ রানের মাথায় মোস্তাফিজুর এর বলে আউট হয়ে যায় কামিন্দু মেন্ডিস। এরপর ৭০ রানের আবার উইকেট হারায় শ্রীলঙ্কা । ১০০ রানের পরে যেন রীতিমতো একটা যাওয়া আসার মিছিল শুরু হয় শ্রীলঙ্কা দলে। বাংলাদেশের বোলিং রা চেপে ধরে তাদের। শ্রীলঙ্কার চার ব্যাটসম্যান কোন রানই করতে পারেনি।
২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান করে শ্রীলঙ্কা। এই রান টি টুয়েন্টি তে খুবই কম। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ টা করে উইকেট নেয় মোস্তাফিজুর রহমান এবং রিশাদ হাসান তাসকিন এর শিকার ২ টা উইকেট। ১২৫ রানের টার্গেটে ব্যাট করতে নামে বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার। বরাবরের মতো এবারেও ব্যর্থ বাংলাদেশের দুই ওপেনার। তানজিদ তামিম ৩ রান করে ফিরলেও সৌম্য সরকার কোন রানই করতে পারেনি। দলীয় ৬ রানে নেই বাংলাদেশের দুই উইকেট। দলীয় ২৮ রানে মাএ ৬ রান করে আউট হয়ে বাংলাদেশকে চাপের মুখে ফেলে দেয় ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত। কিন্তু এরপর লিটন দাস এবং তৌহিদ হৃদয় একটা পার্টনারশিপ করে। তৌহিদ হৃদয় ২০ বলে ৪০ রানের অসাধারণ একটা ইনিংস খেলে। এটাই ম্যাচ জয়ী ইনিংস বলা যায় ।
তবে তৌহিদ হৃদয় আউট হওয়ার পরে আর কেউ পিচে দাঁড়াতে পারছিল না। একপর্যায়ে গিয়ে বাংলাদেশের ব্যাটিং এর অবস্থা নাজুক হয়ে পড়ে। ১০৯ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। কিন্তু তারপর মাঠে নামে মাহমুদউল্লাহ রিয়াদ। মোটামুটি সে মাঠে নেমে দেখে শুনে খেলতে থাকে। অন্যদিকে শ্রীলঙ্কা টিমের বোলার রা চেপে ধরে বাংলাদেশের ব্যাটার দের। এরই মধ্যে আরও দুই উইকেট চলে গেলে একটা জটিল অবস্থার সৃষ্টি হয়। শেষ পর্যায়ে মাহমুদউল্লাহর ধৈর্য্যশীল ১৬ রানের ইনিংসে এক ওভার বাকি থাকতে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় বাংলাদেশ। বাংলাদেশ ২ উইকেটে জয় তুলে নিয়ে বিশ্বকাপে শুভ সুচনা করে। এখন দেখার বিষয় বাংলাদেশ পরবর্তী ম্যাচগুলোতে কী করে। তুলনামূলক সহজ প্রতিপক্ষ নেপাল এবং নেদারল্যান্ডস এর কাজে জিতলেই পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করবে বাংলাদেশ দল।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী ভাইয়া অবশেষে অনেক কষ্টের পরে জয় পেলো বাংলাদেশ। লাষ্টের দিকে সাকিব আউট হওয়ার পরে আশা ছেড়ে দিয়েছিলাম। অবশেষে মাহমুদুল্লার জন্য জয় পেয়েছে। আপরার রিভিউটা দারুন হয়েছে। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit