আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
কেমন আছেন আপনারা। আশাকরি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ্ আমি ভালো আছি। চারিদিকের অবস্থা পরিবেশ প্রকৃতি এমন হয়ে দাঁড়িয়েছে যেন বর্ষাকাল চলছে। যাইহোক তা চলুক। আমি কথা বলব অন্য বিষয় নিয়ে। আগেও বলেছি বর্ষাকাল আমার অনেক ভালো লাগে। শীতের শেষে গ্রীষ্মের শুরতে বর্ষার এমন ফিল পেয়ে বেশ ভালোই লাগছে। যাইহোক অনেকদিন হলো আপনাদের সঙ্গে কোনো ভিডিও ব্লগ শেয়ার করে নেওয়া হয় না। আসলে সেইরকম ভালো প্রাকৃতিক দৃশ্য না পেলে ভিডিও খুব একটা করা হয় না। সেজন্য ভিডিও ব্লগও শেয়ার করা হয় না। যাইহোক অনেকদিন পর আপনাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করে নেব। ভিডিও গুলো আমি নিজে ধারণ করেছি।।
------- | ------- |
---|---|
ভিডিও ধারক | @emon42 |
ডিভাইস | VIVO Y91C |
সময় | মার্চ,২০২৩ |
লোকেশন | ঢাকা-কুষ্টিয়া হাইওয়ে |
ব্যাকগ্রাউন্ড মিউজিক | ঝুম- মিনার |
গতকাল সকাল থেকেই আকাশটা মেঘলা ছিল। ঐ অবস্থায় কলেজ গিয়েছিলাম। ক্লাস শেষ হয় মোটামুটি ১২:৩০ টার দিকে। ক্লাস শেষ করে ক্যাম্পাসে বেশিক্ষণ অপেক্ষা করি নাই। এবং আকাশ টাও বেশ মেঘলা ছিল মনে হচ্ছিল যখন তখন বৃষ্টি নেমে পড়বে। সিএনজি তে হাইওয়ে হয়ে কুষ্টিয়া থেকে কুমারখালীতে আসছি। ঐ সময়ে দেখি সমান্তরাল পিচগলা রাস্তার উপর কালো রঙের মেঘলা আকাশ। দুটো মিলে মিশে যেন একাকার। দেখে বেশ ভালো লাগছিল। এবং ছিল হালকা মৃদু ঠান্ডা বাতাস। ঐ বাতাসে আমার শরীরে একটা শিহরণ দিয়ে যাচ্ছে। ঐ সময়ে আমি ফোন টা বের করে ভিডিও ধারণ করি। বেশ কিছুক্ষণ ভিডিও করি। আবওহাওয়াটা বেশ চমৎকার লাগছিল আমার কাছে। যেটা আপনাদের সঙ্গে ইতিমধ্যে আমি শেয়ার করেছি। এবং ব্যাকগ্রাউন্ডে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী মিনারের ঝুম গানটা। মূলত ওয়েদার টার সাথে গানটা দারুণভাবে যায় সেজন্য এটা ব্যবহার করা।
------- | ------- |
---|---|
ভিডিও ধারক | @emon42 |
ডিভাইস | VIVO Y91C |
সময় | মার্চ,২০২৩ |
লোকেশন | ঢাকা-কুষ্টিয়া হাইওয়ে |
ব্যাকগ্রাউন্ড মিউজিক | দক্ষিণ খোলা জানলা- মহীনের ঘোড়াগুলি |
আমার কলেজে যাওয়া আসার পথেই রয়েছে একটা ছোট সেতু বা ব্রীজ। ব্রীজটা গড়াই নদীর উপর নির্মিত। এই ব্রীজটার নাম হলো মীর মোশারফ হোসেন সেতু। মীর মোশারফ কে সেটা আপনারা সবাই জানেন। উনি হচ্ছেন একজন সাহিত্যিক। বিষাদসিন্ধু উপন্যাসের জন্য উনি অনেক পরিচিত। মীর মোশারফ হোসেনের বাড়ি আমাদের কুমারখালীতে। সেজন্য তার নাম অনুসারে সেতুটার নামকরণ করা হয়েছে। যাইহোক ব্রীজের উপর উঠার আগে দিয়ে ভাবলাম ব্রীজটারও একটা ভিডিও ধারণ করা যাক। যদি কখনো শহরটা ছেড়ে অনেক দূরে থাকি কখন কাজে আসবে। ব্রীজের উপর দিয়ে যাওয়ার সময় ভিডিও টা ধারণ করা। সেই সময়ে নজরে আসরে ব্রীজের উপর কিছু মেয়ে সেলফি উঠছে সেটা একটু ভালো করে ধারণ করতে চেয়েছিলাম কিন্তু সেটা ভালোভাবে হয়নি। এই ভিডিও টার ব্যাকগ্রাউন্ডে আমার অনেক পছন্দের একটা গান আমার দক্ষিণ খোলা জানলা ব্যবহার করা হয়েছে। এটা মহীনের ঘোড়াগুলি ব্যান্ডের একটা গান। ঐ সময়ে ব্রীজের উপর বেশ ভালো বাতাস ছিল ওখানে নামলে আলাদা একটা ফিল পাওয়া যেত।
------- | ------- |
---|---|
ভিডিও ধারক | @emon42 |
ডিভাইস | VIVO Y91C |
সময় | মার্চ,২০২৩ |
লোকেশন | ইউটিউব ভিলেজ, খোকশা, কুষ্টিয়া। |
ব্যাকগ্রাউন্ড মিউজিক | ভালো লাগে- মহীনের ঘোড়াগুলি |
এই তো গত সপ্তাহে আপনাদের সঙ্গে ইউটিউব ভিলেজ ভ্রমণের তিনটা পর্ব শেয়ার করে নিয়েছিলা। ওখানে আপনাদের সঙ্গে সূর্যমূখী ফুল সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে বলেছিলাম প্রাকৃতিক বাতাসে সূর্যমুখী ফুলগুলো দুলে উঠছিল। সেটা দেখে বেশ ভালো লাগছিল। সেজন্য আমি চেষ্টা করেছিলাম ঐ মূহুর্ত টার ভিডিও ধারণ করতে। ভিডিও টা আপনাদের সঙ্গে শেয়ার করেও নিয়েছি। বাতাসের সঙ্গে দুলে উঠছে ফুলগুলো। দেখতে বেশ চমৎকার লাগছে দৃশ্যটা। ভিডিও টার ব্যাকগ্রাউন্ডে এইরকম ই একটা প্রাকৃতিক পরিবেশের গান ব্যবহার করেছি। মহীনের ঘোড়াগুলির ভালো লাগে এই গানটা অনেক জনপ্রিয়। গৌতম চট্টোপাধ্যায়ের মতো আমারও ভালো লেগে গিয়েছিল পরিবেশটা। আশাকরি আপনাদেরও ভালো লাগবে।।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit