আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আজ ১৬ ই ডিসেম্বর ৫৩ তম বিজয় দিবস। বিজয়ের ৫২ টা বছর কেটে গেল। বাংলাদেশ এখন স্বাধীন ভূখণ্ড। কিন্তু স্বাধীনতা কী গণতন্ত্র কী মৌলিক অধিকার গুলো কী এগুলো নিয়ে এখনও আমাদের দেশের মানুষের মধ্যে রয়েছে সন্দেহ। অধিকাংশই জানে না স্বাধীনতা টা আসলে কী হা হা। স্বাধীনতা নিয়ে আমাদের দেশের একজন শিল্পী হায়দার হোসেনের একটা দারুণ গানও রয়েছে। পুরো ২৩ টা বছর শোষিত হওয়ার পরে ১৯৭১ সালে ৩০ লক্ষ্য শহীদের প্রাণের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা এই বিজয় অর্জিত হয়। কিন্তু যারা এই দেশ স্বাধীন করেছিল তারা কী জানত স্বাধীনতার ৫২ বছর পরেও দেশের এই অবস্থা হবে। সবাই নিজেদের নিয়ে চিন্তা করবে দেশ উৎচ্ছন্নে গেলে যাক সবার এমন একটা মনোভাব।
আমরা অনেকেই দেশপ্রেম দেশপ্রেম বলে লাফালাফি করি। নিজেকে দেশপ্রেমিক হিসেবে দায়িত্ব প্রদর্শন করি। কিন্তু আমরা কী জানি দেশপ্রেম কী? দেশপ্রেম সম্পর্কে দার্শনিক প্লেটো বলেছেন দেশপ্রেম অর্থ যার যার দায়িত্ব পালন করা। কী অসাধারণ কথা না দেশপ্রেম অর্থ হচ্ছে যার যার জায়গা থেকে নিজের দায়িত্ব পালন করা। আমরা তো সহজেই দেশের বাজে দিকগুলো নিয়ে কথা বলি। কথায় কথায় বলি দেশ ছেড়ে চলে যাওয়ার কথা। কথায় কথায় বলি না এই দেশের আর কিছু হবে না হা হা। কিন্তু আমরা কী কখনো আমাদের দায়িত্ব পালন করেছি। দেশের প্রতি আমাদের সবারই কিছু না কিছু দায়িত্ব আছে। না সেটা বৃহৎ কোন দায়িত্ব না। শুধুমাত্র নিজের অবস্থান থেকে নিজের কাজটা সঠিকভাবে করতে পারলেই হয়ে যাবে। কিন্তু আমরা সেটাতেও করি গড়িমসি।
আসলে দেশ কখনো খারাপ হয় না। দেশ কখনো দূর্নীতিবাজ হয় না দেশ প্রতারক হয় না। খারাপ হয় মানুষ। আমার আপনার মতো মানুষ। এবং দিনশেষে সবাই একসঙ্গে দেশকে গালাগালি করি হাহা। বলি না এই দেশের কিছুই হবে না। স্বাধীনতার ইতিহাস বিজয়ের ইতিহাস তো অনেক শুনেছেন আজ তার বাইরে গিয়ে কথা বলব। আমরা নিজেরা ভুল করে যানজট সৃষ্টি করি। অথচ সেই যানজটের সুবাদে গালাগালি করি দেশকে। আমরা নিজেরা প্লাস্টিক কোমল পানিয় এর বোতল ময়লা ফেলে ড্রেন গুলো করে ফেলি নোংরা। এবং শেষমেশ বৃষ্টি হয়ে যখন জলাবদ্ধতা সৃষ্টি হয় তখন কী বলি। না এই দেশের আর কিছু হবে না। একটা জলাবদ্ধতার সমাধান করতে পারে না। কিন্তু এই জলাবদ্ধতা কেন হয়েছে কীভাবে হয়েছে সেটা কখনোই কিন্তু ভেবে দেখিনা ব্যাপার টা ঠিক এইরকমই হয়ে থাকে।
না দেশপ্রেম কী দেশের প্রতি আমাদের দায়িত্ব কী এটা আমরা সবাই জানি। কিন্তু কেউই করি না। আজ কোন শপথ বা অঙ্গীকার করব না কাউকে করতেও বলব না। কারণ এর আগে অনেকবার আমরা সবাই করেছি শপথ। কিন্তু কাজের কাজটা করিনি। নিজের দায়িত্ব পালন করিনি। দিনশেষে গালাগালি করেছি দোষারোপ করেছি নিজের দেশটাকে কিন্তু। আজ বলব সেই শপথ অনুসারে নিজের দায়িত্ব পালন করার কথা। সবাই যদি নিজের স্থান থেকে ঠিক থাকি নিজের সব দায়িত্ব পালন করি তাহলে দেশ এমনিই এগিয়ে যাবে। হাজার যুবক দেশকে দোষারোপ করে আর বাইরে চলে যাওয়ার স্বপ্ন দেখবে না। বলবে না এই দেশে জীবনের নিরাপত্তা নেই বলবে না এই দেশে কোন ভবিষ্যৎ নেই। এইজন্যই তো স্বাধীনতা এনে দিয়েছিলেন বাংলার সেই বীর সন্তানেরা। যারা কখনো নিজেদের চিন্তা না করে ঝাপিয়ে পড়েছিল দেশের জন্য নিজের দায়িত্ব পালন করতে। যাইহোক সবাই বিজয় দিবসের শুভেচ্ছা।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মহান বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে। গভীর শ্রদ্ধা, বীর শহীদদের প্রতি, যারা দেশের জন্য মূল্যবান জীবন বিসর্জন দিয়েছেন। আপনি ঠিক বলেছেন, দেশ প্রেম কথায় আছে কাজে নাই। আমরা যদি সবাই নিজ নিজ অবস্থান থেকে নাগরিক দায়িত্ব পালন করি তাহলে দেশ আরো মাথা উচু করে দাঁড়াবে। বিজয় দিবস উপলক্ষ্যে লেখাটা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মহান বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো ভাই। একজন দেশ প্রেমিক মানুষের কাছে জন্মভূমি স্বর্গের থেকেও প্রিয়। আপনার এই পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো ভাই অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই ভাই 💔
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit