আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
ফেসবুক জায়গাটা একেবারে কেমন জানি। এখানে এখন পজেটিভ কথা বলার চেয়ে মানুষ নেগেটিভ কথা বলে বেশি। এখানে মানুষ কোন ঘটনা কখনও ভালোভাবে নেয়না বরং সেটার খারাপ দিক বের করে। বিশেষ করে এইগুলো আপনি খেয়াল করবেন বিভিন্ন স্ট্যাটাস বা পোস্ট এর কমেন্টবক্স দেখলে। কমেন্টবক্স গুলো দেখলে বোঝা যায় মানুষের মন আসলে কতটা বিকৃত। কীভাবে স্যোসাল মিডিয়ায় এইরকম মন্তব্য করতে পারে। যাইহোক আসল ঘটনায় যায়। ফেসবুকে এখন অনেক কম যায়। যতটুকু সময় থাকি ঐ কিছু বইয়ের গ্রুপ এবং কয়েকটা চাকরির গ্রুপের স্ট্যাটাস পোস্ট দেখতে দেখতে আর কিছু দেখার সময় পাই না।
এটা দুই দিন আগের কথা। আমি আমার ফেসবুক নিউজফিড ক্রল করছি। । এমন সময় একটা চাকরির গ্রুপ "PGCB and PDB exam information " নাম গ্রুপটার। সেখানে একটা ছেলে নিজের নাম গোপন রেখে পোস্ট করেছে। যে পিজিসিবি এর নিয়োগ পরীক্ষার ফলাফল কবে দেবে। আমার নিশ্চিত হয়ে যাবে। অর্থাৎ ছেলেটার ভাষ্যমতে সে পরীক্ষা অনেক ভালো দিয়েছে। এবং সে টিকে যাবে চাকরি টা পাবে। তার রেজাল্টের জন্য এতো তাড়াতাড়ির কারণ তার প্রেমিকা অর্থাৎ তার গার্লফ্রেন্ড এর বিয়ে ঠিক হয়েছে। যেহেতু পরীক্ষা অনেকদিন হয়েছে । যদি ছেলেটার চাকরি হয়ে যায় তাহলে হয়তো সে তার প্রেমিকার বিয়েটা আটকাতে পারবে। এইজন্য প্রশ্নটা করেছে।
এখন ছেলেটা বিপদে পড়েই পোস্ট টা করেছে। যদি কারো কাছে সঠিক তথ্য থাকে তাহলে সে কমেন্টে বলে দিলেই কিন্তু হয়ে যায়। কৌতুহলবশত আমি কমেন্টবক্সে গিয়ে কমেন্ট পড়া শুরু করলাম। আপনাদের কী বলব সেখানে ছেলেটাকে কেউ সাহায্য করা তো দূরের কথা রীতিমতো তার অবস্থার মজা নিচ্ছে। কেউ বলছে " ভাই আপনার প্রেমিকার বিয়েতে আপনি কী যাবেন। কেউ বলছে ভাই ছেড়ে দেন আশা কয়েক বছর অপেক্ষা করেন আপনার প্রেমিকার মেয়ে হলে তাকে বিয়ে কইরেন। তখন তো আপনার রেজাল্ট দিয়ে দেবে। কেউ বলছে যে প্রেমিকা চাকরি দেখে বিয়ে করতে চাই তাকে বিয়ে না করাই ঠিক। এমন অসংখ্য মন্তব্য ছিল ওখানে।
মন্তব্য গুলো দেখে আমি রীতিমতো হতাশ হলাম। একজন মানুষ-কেউ দেখলাম না সঠিক তথ্য দিয়ে ছেলেটাকে সাহায্য করার চেষ্টা করেছে। এমনটা ফেসবুকে হরহামেশাই হয়। কেউ আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে না। সবাই শুধু আপনার পরিস্থিতির মজা নেবে। এই ফেসবুক এখন একটা গাধার আশ্রয়স্থল হয়ে উঠেছে। কারো কোন লজ্জা নেই কোন চিন্তাভাবনা নেই কোন অনুশোচনা নেই। শুধু মনে যা আসে সেটা বলেই দিলেই হয়ে গেল। এটা রীতিমতো আমাদের ব্যক্তিত্ব প্রমাণ করে। আর এসব মানুষের আশেপাশে যদি আমরা থাকি এমন আচরণ আমাদের মধ্যে আসতে পারে এমনটা অস্বাভাবিক কিছু না।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনার মত আমিও এমন সব পোস্ট দেখে কমেন্ট সেকশনে গিয়ে হতাশ হই।ফেসবুকে এখন আমি না গিয়েই পারি।আমার সময় কাটে এখন স্টিমিটে।ফেসবুকে যেকোনো পোস্টে এতো আজে বাজে কমেন্ট করে যা পড়লে খুব খারাপ ই লাগে।বিষয়টি আপনি তুলে ধরেছেন এজন্য ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফেসবুক এখন আগের মতো নেই। আগে মানুষ সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুক ব্যবহার করতো। তবে এখন তো বেশির ভাগ ভাইরালের নাম অশ্লীল সব কাজ করমো দেখা যায়। কমেন্ট গুলো পড়ে ভীষণ খারাপ লাগলো। বর্তমান সময়ে মানুষ অন্যের বিপদে পাশে দাঁড়াবে তো দুরের কথা সবাই শুধু মজা নেয়। আপনার পোস্ট এর লেখা গুলো পড়ে ভীষণ খারাপ লাগলো। সবাইকে বোঝার তৌফিক দান করুন আমীন। অনেক ধন্যবাদ আপনাকে ভাই সুন্দর একটি বিষয় তুলে ধরার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া কথাটা একেবারে খারাপ বলেন নি, সত্যিই এখন ফেসবুক গাধার আশ্রয়স্থল। এখানে সিরিয়াস একটি বিষয় নিয়েও মজা করে। আর বেশি অংশই ফেইক নিউস। আসল তথ্য খুঁজে পাওয়া কঠিন। ছেলেটা একটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাইছে,আর তাকে নিয়ে কিছু গাদা মজা শুরু করছে। এই জন্যই আমি ফেসবুক চালানো বাদ দিয়ে দিছি। কি একটা অবস্থা। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইমন ভাই, ফেসবুক আজকালের একটি সস্তা জায়গা ছাড়া আর কিছুই না৷ মানুষ সেখানে শুধু একে ওকে পোক করতে ভালোবাসে৷ সহনশীলতা নেই৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit