যদি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালীদের তালিকা করা হয় তাহলে সেই তালিকায় ভালোভাবে স্থান দখল করবেন ভারতের কিংবদন্তি ক্রিকেটটার ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী। আজ সৌরভ গাঙ্গুলীর ৪৯ তম জন্মদিন। ক্রিকেট বিশ্বে তিনি যতটা না ভারতীয় হিসেবে পরিচিতি এর চেয়ে তিনি বাঙ্গালী হিসেবে বেশি পরিচিত। আজ আমি সৌরভ গাঙ্গুলীর বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব।
ব্যাক্তিগত তথ্য:
------ | ------ |
---|---|
পূর্ণ নাম | সৌরভ গঙ্গোপাধ্যায় |
জন্ম | জুলাই ৮, ১৯৭২ |
স্থান | বেহালা, কলকাতা, ভারত |
বাবা | চন্ডীদাস গঙ্গোপাধ্যায় |
মাতা | নিরুপা গঙ্গোপাধ্যায় |
স্ত্রী | ডোনা গাঙ্গুলী |
কন্যা | সানা গাঙ্গুলী |
উচ্চতা | ৫ ফুট, ১১ ইঞ্চি |
পেশা | সাবেক ভারতীয় ক্রিকেটার, ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি। |
বাঙালী হিসেবে পৃথিবীতে সুনাম অর্জন করেছেন এদের মধ্যে সৌরভ গাঙ্গুলী অন্যতম। তিনি একজন ক্রিকেটার ছিলেন। আমি তার খেলা খুব কম দেখেছি। কিন্তু তিনি আমার প্রিয় একজন ক্রিকেটার। ভারতীয় সবাই তাকে দাদা বলে ডাকে তিনি কলকাতা না পুরো ভারতবর্ষের দাদা। সৌরভ গাঙ্গুলী হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং সাবেক ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। এবং বর্তমানে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি। তিনি ৮ জুলাই ১৯৭২ সালে কলকাতার বেহালায় জন্মগ্রহণ করেন। তার ক্রিকেট ক্যারিয়ার দেখার মত একটি ক্যারিয়ার। ক্রিকেটে তার অনেক সফলতা রয়েছে।
এটা একটি ঐতিহাসিক দৃশ্য। ইংল্যান্ডের লর্ডস এ ম্যাচ জয়ের পর সৌরভ গাঙ্গুলী তার জার্সি খুলে উল্লাস করেন যা ইতিহাসে অমর হয়ে থাকবেন। তিনি একজন অসামান্য ক্রিকেটার ছিলেন। চলুন এখন সৌরভ গাঙ্গুলীর ক্রিকেট ক্যারিয়ার দেখে নেওয়া যাক।
ক্রিকেট ক্যারিয়ার পরিসংখ্যান :
------ | ------ |
---|---|
ভূমিকা | ব্যাটসম্যান |
ব্যাটিংয়ের ধরন | বা হাতি ব্যাটসম্যান |
বোলিংয়ের ধরন | ডান হাতি মিডিয়াম পেস। |
------ | টেস্ট | ওডিআই |
---|---|---|
অভিষেক | ১৯৯৬-০৬-২০ ইংল্যান্ডের বিপক্ষে | ১৯৯২-০১-১১ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে |
ম্যাচ | ১১৩ | ৩১১ |
রান সংখ্যা | ৭২১২ | ১১৩৬৩ |
সর্বোচ্চ রান | ২৩৯ | ১৮৩ |
গড় | ৪২.১৮ | ৪০.৭৩ |
স্ট্রাইক রেট | ৫১.২৬ | ৭৩.৭১ |
১০০/৫০ করেছেন | ১৬/৩৫ | ২২/৭২ |
ছয় মেরেছেন | ৫৭ | ১৯০ |
উইকেট | ৩২ | ১০০ |
শুভ জন্মদিন দাদা💖💖💖
CC:
@rme
@blacks
@rex-sumon
@amarbanglablog
আমার খুব প্রিয় একজন ক্রিকেটার। সৌরভ গাঙ্গুলী শুধু ভারতে নন ওনি আমাদের বাংলা ভাষা-ভাষী সকল মানুষের প্রিয় একজন ব্যক্তিত্ব।
ওনাকে নিয়ে পোস্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit