আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
মানুষের জীবনে প্রত্যাশার কোন শেষ নেই। বয়স বৃদ্ধির সাথে সাথে মানুষের প্রত্যাশার পরিবর্তন হয়। পরিবর্তন হয় মানুষের ইচ্ছা, রুচি, শখ সবকিছুর। ক্রমেই যেন মানুষের আকাঙ্ক্ষা বাড়তে থাকে। আর এই অতিরিক্ত প্রত্যাশা মানুষ কে ক্রমেই অসুখী করে তোলে। নিজের জীবন কে নিয়ে নিজের ক্যারিয়ার কে নিয়ে সবারই একটা প্রত্যাশা বা ইচ্ছা থাকে। সবাই ঐ প্রত্যাশা অনুযায়ী এগিয়ে যায়। ধরুন আপনার যোগ্যতা অনুযায়ী আপনি প্রত্যাশা করছেন আপনি সেরা দশের মধ্যে থাকবেন। এটা যেকোনো ক্ষেত্রে হতে পারে। সেরা দশে থাকা আপনার প্রত্যাশা। সেক্ষেত্রে যদি আপনি ১৫ -২০ এর মধ্যে থাকেন তাহলে সেটা মেনে নেওয়া যায়। কিন্তু আপনি যদি দেখেন আপনার প্রাপ্তি গিয়ে দাঁড়িয়েছে একেবারে ৫০ এর উপরে।
তাহলে সেটা আপনার আমার পক্ষে মোটেই সুখকর হবে না। প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝে যত বেশি ব্যবধান তৈরি হয় একটা মানুষের মধ্যে ততবেশি অশান্তি বাসা বাঁধতে থাকে। এটা একেবারে নিদারুন বাস্তবতা। আমি নিজে এই অনূভুতি টা খুব ভালোভাবে জানি। যেখানে আমার প্রত্যাশা অনেক বড় কিছু কিন্তু আমার প্রাপ্তি খুবই সামান্য। এক্ষেত্রে হতাশ হয়ে যাওয়া হাল ছেড়ে দেওয়া বা ভেঙে পড়া একেবারেই স্বাভাবিক।কিন্তু কেউ কেউ আছে ভেঙে পড়ে না। হাল কখনও ছেড়ে দেয় না। তারা শত বাঁধা শত সমস্যার মধ্যেও এগিয়ে যায়। সত্যি বলতে আমি তাদের দলেও না। ঐরকম অসম্ভব কে সম্ভব করে দেখানোর মতো ইচ্ছাশক্তি আমার নেই।
যুদ্ধে জয় পরাজয় থাকবেই এটা স্বাভাবিক। আপনি নিজের সর্বোচ্চ টা দিতে পারলে ভাগ্য আপনার পক্ষে থাকলে আপনি যুদ্ধে জিতবেন। আর না হয় আপনি হারবেন। এটা তো স্বাভাবিক। কিন্তু কেমন হবে বলেন তো যদি আপনি যুদ্ধে অংশগ্রহণই না করতে পারেন। এটা হয়তো সবচাইতে বাজে অনূভুতি। যে আপনি চেষ্টা টাও করতে পারলেন না। হয়তো আপনি হেরে যেতেন কিন্তু অনেক কিছু শিখে আসতে পারতেন ঐ যুদ্ধক্ষেএ থেকে। সৃষ্টিকর্তা মানুষের মধ্যে একটা গভীরবোধ দিয়ে দিয়েছেন। সাফল্যের লোভ সফলতার আকাঙ্ক্ষা। কিন্তু শত চেষ্টার পরেও হয়তো সৃষ্টিকর্তা সবাইকে সেই সাফল্যের দর্শন করায় না। এটাও উনার একটা খেলা বলতে হয়। উনি নিজেও দেখতে চাই আমরা কতটা চেষ্টা করতে পারি নিজের স্বপ্নকে পূরণ করার জন্য।
মানুষের জীবনে অপূর্ণতা থাকবেই। অপূর্ণতা না থাকলে ঠিক জীবন কে জীবন মনে হয় না। ঐ যে অনুপম রায় তার গানে বলে না "যেটা ছিল না, ছিল না, সেটা না পাওয়ায় থাক সব পেলে নষ্ট জীবন "। কথাটা কিন্তু শতভাগ সত্য। জীবনে যদি আপনি প্রত্যাশা অনুযায়ী সবকিছু পেয়ে যান তাহলে আর আপনার বাঁচতে ইচ্ছা করবে না। এইজন্যই জীবনে কিছু ইচ্ছা কিছু শখ অপূর্ণ থাকা ভালো। এতে করে জীবনের প্রতি বেঁচে থাকার প্রতি একটা আকাঙ্ক্ষা তৈরি হয়। তবে এই প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যদি পার্থক্য বা ব্যবধান টা বেশি হয়ে যায় সেটাও কিন্তু একটা সমস্যার সৃষ্টি করে। সবকিছু মিলিয়েই জীবন। নিজের চেষ্টার পাশাপাশি হয়তো সৃষ্টিকর্তার ইচ্ছা এবং ভাগ্য টাও লাগে।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইয়েস, সব পেলে নষ্ট জীবন। তাও যা চাই সব পাওয়ার দিকেই ছুটে চলা জীবনের অন্যতম দিক৷
খুব ভালো আলোচনা করেছেন আপনি৷ না পাওয়ার ভাগ বেশি হলে আমরা অনেক বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়ি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যত ফারাক কম হয় তত জীবনে বেঁচে থাকার লড়াই সহজ হয়ে যায়। আসলে বাঁচতে গেলে লড়াই তো করতেই হয়। আপনি খুব সুন্দর ভাবে সেই প্রসঙ্গটি লিখে পোস্ট করলেন বলে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রত্যাশা আর প্রাপ্ত দুইটি আলাদা বিষয় হলেও প্রত্যাশার মাধ্যমে প্রাপ্তির সমাপ্ত হয়। মানুষ অনেক কিছু প্রত্যাশা করে কিন্তু সবকিছু অর্জন করতে পারে না। আবার অনেক কিছু পাওয়ার পরেও প্রত্যাশা অনুযায়ী সেটা মেলে না। আপনি অনেক সুন্দর করে আলোচনা করেছেন পড়ে অনেক ভালো লাগলো ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit