আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আশাকরি সবাই ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি। তবে একটু টেনশনে আছি এবং শরীর টা বেশ খারাপ। আজ কদিন ধরে ঠান্ডা জ্বর। বিশেষ করে ঠান্ডা বা সর্দি টা একেবারে অসহ্যকর লাগছে। এতটা অস্বস্তি হচ্ছে বলে বোঝানো যাবে না। সময় বদলায় এইজন্য সময়কেও সময় দিতে হয়। কী কথাটা একটু কেমন লাগল না। যাইহোক সেটা বাদ দেয়। সময় কেটে যায় নিমেষেই। কী আজব এক জীবন আমাদের। এটা মাঝে মাঝে আমাকে খুবই অবাক করি। যাইহোক আজ অতো গভীরে আর যাব না। কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করে নিব পুরাতন অ্যালবাম থেকে। আশাকরি ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।
- শরৎ এর চমৎকার বিকেল। একেবারে রৌদ্রজ্বল পরিষ্কার আবওহাওয়া আকাশে তুলোর মতো সাদা মেঘ সবুজ মাঠ এবং আমার হাতে একটা সফট ড্রিংকসের বোতল। এটা একেবারে অন্যরকম একটা মূহূর্ত ছিল বছর দুই আগে। এই ফটোগ্রাফি টা এইরকম একটা সময়ে আমি ধারণ করেছিলাম। ওয়েদার টা অসাধারণ ছিল।
- এই ফুলটার নাম আমার এই মূহূর্তে মনে পড়ছে না। এই ফুলটার ফটোগ্রাফি করেছিলাম আজ থেকে বছর দুই আগে আমার কলেজ ক্যাম্পাস থেকে। আমার কলেজের মধ্যে সুন্দর রাস্তা আছে। এবং এই রাস্তার দুই ধারে রয়েছে এমন সারি সারি ফুলগাছ। একদিন বৃষ্টির পরে এই ফুলটার ফটোগ্রাফি করেছিলাম আমি। সত্যি কী চমৎকার লাগছে দেখতে।
- ২০২২ সালের ঈদুল আযহার সকাল। ঘুম থেকে উঠেছিলাম বেশ সকালে। একেবারে চমৎকার শুরু হয় দিনটার। ঈদের দিন সকালে আমি হাঁটতে বের হয়েছিলাম। এবং সকাল টা ছিল চমৎকার। ঐসময় আমি এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম। ঐদিন টা এখন অনেক মিস করছি অবশ্য আমি।
- এই ফটোগ্রাফি টা আমি ধারণ করেছিলাম আমার কলেজের একাডেমিক ভবনের সামনে থেকে। এই ফটোগ্রাফি টা ধারণ করা ২০২২ সালে। বৃষ্টির পরে ক্যাম্পাস টা বেশ অসাধারণ লাগছিল। মূলত এইরকম বৃষ্টিভেজা ক্যাম্পাসের সৌন্দর্য আমার চোখে দারুণ লেগেছিল। এইজন্যই এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম আমি।
- এটা হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি। আমার এলাকাতেই এটা অবস্থিত। এই জায়গাটার জন্য আমার জেলা বা উপজেলা যেটাই বলেন অনেক বিখ্যাত। জায়গাটা রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত। ২০২২ সালে একবার ঘুরতে গিয়ে এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম আমি। এখন পযর্ন্ত বেশ অনেক বার গিয়েছি আমি এখানে।
- এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির মেইন গেট। এই কুঠিবাড়ি এরিয়া যা অনেক বড়ড়। পুরোটা অনেক বড় প্রাচীল দিয়ে ঘেরা। এবং প্রবেশ পথ একটাই। এই বড় গেট দিয়েই ভেতরে প্রবেশ করতে হয়। জায়গাটার প্রাকৃতিক পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। নিজের পারিবারিক ব্যবসার জন্য রবীন্দ্রনাথ এই অঞ্চলে আসেন এবং তিনি তখন এখানেই থাকতেন।
- এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম আমার এলাকা থেকে প্রায় তিন বছর আগে। তখনও বর্ষাকালের শুরু হয়েছে মাএ। সারাদিন মেঘ কালো হয়ে থাকত। এবং থেমে থেমে হঠাৎ বৃষ্টি। এইরকম একটা বৃষ্টিমূখর বিকেলে এই ফটোগ্রাফি টা আমি ধারণ করেছিলাম। সত্যি চমৎকার লাগছে দেখতে এই প্রকৃতি টা। যদিও এখন গেলে এই ফ্রেম টা আর পাব না। অনেক কিছুর পরিবর্তন হয়ে গিয়েছে।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি এবং রবি ঠাকুরের কুঠিবাড়ি কখনো দেখিনি আপনার ছবিতেই প্রথমবার দেখলাম। এবং মুগ্ধতা প্রকাশ করলাম। ওই ফুলটা হলো টগর ফুল। আর বাকি সব কটা ছবি অপূর্ব হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুরাতন এলবাম থেকে দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। রবীন্দ্রনাথের কুঠিবাড়ির ফটোগ্রাফি গুলো অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। বাকি ফটোগ্রাফি গুলোও বেশ ভালো ছিল। ধন্যবাদ আপনাকে সুন্দর এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিভিন্ন পর্যায়ের ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। যেখানে মোবাইলে ধারণ করে রাখা পূর্বের ফটোগুলো আজকে আমাদের মাঝে তুলে ধরেছেন। তবে অনেকদিন পর রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি দেখতে পারলাম। যেখানে বেশ কয়েকবার গেছি কিন্তু অনেক বছর যাওয়া হয় না। অনেক অনেক ভালো লাগলো ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি দেখতেছি পুরাতন অ্যালবাম থেকে ভিন্নরকম কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে অন্যরকম ভালো লাগলো। আসলে কিছু কিছু পুরনো ফটোগ্রাফি থাকে যেগুলো দেখলে মন ভালো হয়ে যায়। অসাধারণ অসাধারণ বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রবীন্দ্র কুঠিবাড়িতে এর আগে একাধিকবার গিয়েছি। আপনার ফটোগ্রাফি দেখে মনে পড়ে গেল।আপনার পুরাতন অ্যালবাম থেকে ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি দারুন ছিল। ২০২২ সালের ঈদুল আযহার সকালের ফটোগ্রাফিও দেখতে পেলাম। সব থেকে ভালো লেগেছে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির ছবিগুলো দেখি। সব মিলিয়ে দারুন ব্লগ হয়েছে। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit