আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আমি তখন ক্লাস নাইন এ পড়ি। আমাদের স্কুলে একজন স্যার ছিলেন। উনার নাম বললে আমাদের কুমারখালী শহরের মানুষ এক নামে চিনবে। স্যার ছিলেন হিন্দু ধর্মানুলম্বী। স্যার অনেক ভালো মানুষ। সবসময় বাস্তবিক কথা বলতেন বাস্তব নিয়ে চলতেন সত্যটা অকপটে স্বীকার করতেন। উনার থেকে শেখার অনেক কিছু ছিল। তো রোজার পুরো মাস তখন স্কুল ছুটি থাকত। রোজার আগের দিন ক্লাস চলছে। কাল থেকে ছুটি শুরু সেজন্য একটা উওেজনা আমাদের মাঝে কাজ করছিল। যাইহোক ঐ স্যারের ক্লাসের সময় উনি ক্লাসে আসেন। উনি আমাদের পাঠ্যবই থেকে কম বরং বাস্তবতা থেকে বেশি শেখাতেন। এটা অনেকের কাছে বিরক্ত লাগলেও আমার বেশ ভালো লাগত। তো স্যার ক্লাসে এসে জিজ্ঞেস করলেন কাল থেকে তোমাদের রোজা শুরু। একমাস তোমরা সিয়াম সাধনা করবা সংযম এর মধ্যে থাকবা। আজ তোমাদের শেষ ক্লাস।
স্যার এসব বলে বেশ কিছু বাড়ির কাজ দিয়ে দিল। এবং বলল তোমরা বাড়িতে লেখাপড়া ঠিকঠাক করবা। এবং তারপর জিজ্ঞেস করলো কে কে রোজা রাখবা। ক্লাসে উপস্থিত সকল মুসলিম শিক্ষার্থী হাত তোলে। অর্থাৎ সবাই রোজা রাখবে। তখনই স্যার বরাবরের মতো আমাদের দিকে প্রশ্ন ছুড়ে দেয়। রোজা তোমরা বা আমরা কেন রাখি। এর উপকারিতা কী এর আসল উদ্দেশ্য কী? স্যারের মুখে এমন প্রশ্ন শুনে ক্লাস টপারগুলো ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। একে একে সবাইকে স্যার জিজ্ঞেস করল এর উদ্দেশ্য কী? অধিকাংশ কোন উওর দিতে পারেনি। কয়েকজন যা উওর দিয়েছিল সেটাও ঐ ইসলাম শিক্ষা বই থেকে মুখস্থ করা। স্যার তার কাঙ্ক্ষিত উওর পাচ্ছিল না কোন শিক্ষার্থীর থেকে। শেষ পর্যায়ে স্যার আসলো আমার কাছে। বলল এবার তুমি বলো।
আমি অন্যদের থেকে একেবারে ভিন্ন একটা উওর দেয়। আমার উওর টা ছিল এমন "স্যার পৃথিবীর, আমাদের বাংলাদেশের অনেক মানুষ আছে যারা না খেয়ে অনাহারে থাকে, ক্ষুদার্ত থাকে। তারা কষ্টে দিন কাটিয়ে থাকে। আমরা বা ধনীরা যেন তাদের এই কষ্ট অনুভব করতে পারে তাদের অনূভুতি বুঝতে পারে এইজন্য হয়তো আল্লাহ্ আমাদের উপর রোজা ফরজ করেছেন এবং সেটা করতে নির্দেশ দিয়েছেন। যেন পরবর্তীতে রমজান মাসের এই ক্ষুদা তৃষ্ণার শিক্ষা আমরা কাজে লাগিয়ে আমাদের জায়গা থেকে তাদের সাহায্য করতে পারি। এছাড়া রমজান সংযম এর মাস। আমরা যেমন রোজা রেখে আড়ালে গিয়ে কোন কিছু খাই না এটা ভেবে যে আল্লাহ্ সব দেখছেন। এটা যেন সবক্ষেএে মনে রাখি এবং পাপ কাজ এড়িয়ে চলি। এটাও রমজান মাসের একটা শিক্ষা। স্যার আমার উওর শুনে খুবই খুশি হয়।
এবং পুরো ক্লাসকে বলে ও খুবই সুন্দর উওর দিয়েছে যেটা তোমরা কেউ দিতে সক্ষম হওনি। ওর জন্য হাত তালি দাও। ঐ দিন ঐ মূহূর্ত এর কথা আমার স্পষ্ট মনে আছে। এখন আসি আসল কথায়। আসলেই এই রমজান মাসের উদ্দেশ্য কী বলেন?? আমরা যদি একজন অসহায় ক্ষুদার্ত মানুষের পাশে না দাঁড়াতে পারি। অন্তত এই একটা মাস তো আমরা তাদের কষ্ট টা অনুভব করতে পারছি। এখন যেমন আল্লাহ্ সব দেখছেন ভেবে রোজা ভাঙিনা। যদি সকল ক্ষেএে সকল মুসলমান এইটা মনে রাখত। তাহলে তারা পাপ কাজ থেকে বিরত থাকত। রমজান আসলেই আমাদের জন্য বরকত স্বরুপ। এটা যেমন আমাদের কে পাপ কমিয়ে শিশুর মতো নিষ্মাপ করে দেয়। তেমনই অনেক কিছু শিক্ষা দিয়ে দেয়। এছাড়াও রোজা রাখার শারীরিক কিছু উপকারিতাও রয়েছে। সেগুলো আমি আর বললাম না। রোজার আসল উদ্দেশ্য যেন ব্যাহত না হয়। এটা আমাদের খেয়াল করা উচিত। আপনারা কী বলেন??
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি যে উদ্দেশ্যের কথা বলেছেন সেটা গুরুত্বপূর্ণ একটা দিক কোন সন্দেহ নাই। কিন্তু আমার মনে হয় এটাকে ১ং এ রাখা ঠিক হবে না। কারণ আল্লাহ নিজেই সরাসরি কুরআনে রমযানের বিধানের কারণ উল্লেখ করেছেন সুরা বাকারাতে। তা হলো তাকওয়া বা আল্লাহ সচেতনতা অর্জন করা। কিন্তু আবারও বলছি, আপনার পয়েন্টটাকে আমি খাট করছি না।
সুন্দর লিখেছেন। আপনার স্যার একজন সচেতন এবং জ্ঞানী মানুষ ছিলেন। উদারমনেরও ছিলেন মনে হচ্ছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্যারের প্রশ্নের খুব সুন্দর উত্তর দিয়েছিলেন সেদিন। আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি এই রমজান মাসটা আমাদের জন্য শিক্ষা। রমজান মাসের এই শিক্ষাটা যদি আমরা পুরো বছর ধরে রাখতে পারি তাহলে পাপ কাজ যেমন কমে যাবে তেমন অসহায়দের সাহায্য করা হবে। এ রমজান মাসটা আমাদের পুরো বছর চলার জন্য একটা ট্রেনিং এর মাস হিসেবে কাজ করে। তবে কয়জনই বা এই শিক্ষাটা সারা বছর ধরে রাখে। আপনার লেখাগুলো পড়ে ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে তুমি সেই সময় অনেক ভালো উত্তর দিয়েছিলে। পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। তুমি যে স্যারকে বুঝাতে সক্ষম হয়েছে এবং উত্তর পেয়েছ আর সন্তুষ্ট হয়েছে এটা খুব ভালো একটা বিষয়। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit