বন্ধু লিখনের সঙ্গে কাটানো কিছু সময়।।

in hive-129948 •  2 years ago 


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ মঙ্গলবার, ২১ ই মার্চ,২০২৩।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে



IMG_20230321_143335.jpg



গতকাল অনেক রাতে ঘুমিয়েছিলাম। কিছুইতেই ঘুম আসছিল না। আজ কলেজে ক্লাস অফ ছিল। সেজন্য বেশ বেলা করেই ঘুম থেকে উঠেছি। ঘুমিয়ে আছি সকাল ১০ টার দিকে হঠাৎ ফোন আসলো। দেখি আমার বন্ধু লিখন ফোন করেছে। ফোন করে বলছে ইমন ১২ টার দিকে তৈরি হয়ে কুমারখালী আসবি কুষ্টিয়া যাব। আমি বললাম ঠিক আছে। কারণ জিজ্ঞেস করিনি। কারণ লিখন আগেই বলেছিল আজ আমাকে ট্রিট দেবে। আর এই সুযোগ কী কেউ ছেড়ে দেয় বলুন হি হি। যাইহোক সঠিক সময়ে চলে গেলাম। তবে লিখন আজ আমার আগেই এসে দাঁড়িয়েছিল। আমরা প্রথমে আমার ক‍্যাম্পাস কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউটে যায়। যদিও কোনো কাজ ছিল না। ভাবলাম যাচ্ছি যখন ক‍্যাম্পাস টা একবার ঘুরে আসব এবং লিখনকেউ ঘুরিয়ে দেখাব লিখনকে বলতেই রাজি হয়ে গেল। ক‍্যাম্পাসে গিয়ে আমি আমার বন্ধু শাহিনকে ফোন দিলাম ও বলল বাইরে আছি। সেজন্য আমিও আর বেশিক্ষণ ছিলাম না ক‍্যাম্পাসে। ক‍্যাম্পাস থেকে বের হয়ে লিখন এবং আমি রিক্সায় উঠে চলে গেলাম নতুন একটা রেস্টুরেন্টে।


IMG_20230321_140206.jpg

IMG_20230321_133404.jpg

IMG_20230321_132049.jpg

IMG_20230321_131930.jpg


এই রেস্টুরেন্ট টা নতুন হয়েছে। রেস্টুরেন্ট টার নাম জ‍্যাকসন। সেখানে গিয়ে দেখি তাদের বিরিয়ানি আইটেম কম। অন‍্য কম্বো প্লেটার আইটেমও নেই। কফি, পাস্তা, পিৎজা এইধরনের আইটেম বেশি। সেজন্য সিদ্ধান্ত নিলাম এখান থেকে কফি খেয়ে চলে যাব। পরে ঐদিকে গিয়ে মেহেরজান বা ধোয়া তে গিয়ে দুপুরের খাবার খাব। সেখানে যাওয়ার আগে লিখন এবং আমি গেলাম একটু কুষ্টিয়া কোর্ট স্টেশনে। সেখান থেকে লিখন একটা টেলিটক সিম কিনল। সিম কেনা শেষ হলে আমি এবং লিখন চলে যায় ধোয়া রেস্টুরেন্টে। এখানে আমি আগেও বেশ কয়েকবার এসেছি। যাইহোক সেখানে গিয়ে আমি এবং খালি একটা টেবিল নিয়ে বসলাম। তারপর মেন‍্যু কার্ডটা অনেকক্ষণ দেখলাম। কিন্তু কী অর্ডার দেব সেটা বুঝতে পারছিলাম না। শেষমেশ লিখন অর্ডার দিল চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি, সফট ড্রিংকস, এবং শেষে আইসক্রিম। যদিও লিখন ফালুদা নিয়েছিল। কিন্তু আমার ফালুদার চেয়ে আইসক্রিম বেশি পছন্দ।।


received_1919817411685593.jpeg

received_877946726631169.jpeg

IMG_20230321_141829.jpg

IMG_20230321_141643.jpg


খাবারগুলো অর্ডার দিয়ে বসে ছিলাম। ততক্ষণে আমি চারিদিক টা দেখছিলাম। সেই সময়ে ভেতরের ইন্টোরিয়রের কিছু ছবি তুলে নেয়। এভাবে অনেকক্ষণ বসে গল্প করছিলাম আমি এবং লিখন। খাবার দিতে বেশ সময় লাগে সাধারণত। এবং আমরা যেহেতু দুপুর বেলা গিয়েছিলাম একটু বেশি লোকজন ছিল। যাইহোক মোটামুটি ২৫-৩০ মিনিট পর খাবার দেয়। খাবার আসার পর আমি প্রথমেই বেশ কিছু ছবি তুলে নেয়। এরপর খাওয়া শুরু করি। প্রথমে শুরু করি সফট ড্রিংকস দিয়ে। ওটা দিয়ে কিছুটা গলা ভিজিয়ে নেয়। চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি টা বেশ ভালো ছিল। তবে চিকেন হিসেবে ব্রয়লার মুরগি ব‍্যবহার করা হয়েছিল যদিও সেটা উনারা প্রথমেই বলেছিল। এখন ব্রয়লার মুরগির দাম টাও কম না। খাওয়া শেষ হলে কিছুক্ষণ পর আসক্রিম এবং ফালুদা দেয়। লিখন অবশ‍্য আমার আইসক্রিমও কিছুটা খেয়েছিল। যাইহোক আইসক্রিম টা বেশ ভালো ছিল। খাওয়া শেষ হলে লিখন বিল পরিশোধ করে দেয়।


IMG_20230321_150304.jpg

IMG_20230321_150254.jpg

IMG_20230321_150156.jpg

IMG_20230321_150121.jpg

IMG_20230321_143424.jpg

IMG_20230321_143420.jpg

IMG_20230321_143247.jpg

IMG_20230321_143234.jpg

IMG_20230321_143226.jpg


এরপর আমি এবং লিখন কুষ্টিয়া বড় বাজার যায়। কারণ লিখনের কিছু জিনিস ক্রয় করা দরকার ছিল। কিন্তু জিনিসটা এমন কিছু ছিল যা খুঁজে পাওয়া যাচ্ছিল না। যাইহোক অনেক দোকান খুঁজেও পাইনি ওটা। শেষমেশ একটা দোকানে পাই। জিনিসটার সঠিক নাম মনে নেই। তবে দূরে কোথাও বাস জার্নি বা জার্নি করার জন্য ঘাড়ে ওটা পড়তে হয়। লিখন কিছুদিন পর চট্টগ্রাম যাবে। অনেকটা বাস জার্নি করতে হবে সেজন্য ও এটা কিনে। তখন প্রায় ৪ টা বেজে গেছে। আমরা বাড়ির উদ্দেশ্যে যাএা শুরু করি। মোটামুটি লিখনের সঙ্গে সময় টা বেশ ভালো কেটেছিল। লিখনের সঙ্গে আমার সম্পর্ক সেই ২০১৬ সাল থেকে। লিখন এনএমআই ( ন‍্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট) এ চান্স পেয়েছে। ওটা মাদারীপুরে অবস্থিত। সেখানে চলে যাবে আর সেরকম সময় পাবে না। আর ওখানে ওকে ফোনও দেবে না। সেজন্য আমাকে ট্রিট টা দেয় ও। দুজনের সময় টা বেশ ভালো কেটেছে।।



-------------
ফটোগ্রাফার@emon42
ডিভাইসVIVO Y91C
সময়মার্চ ,২০২৩


সবাইকে ধন্যবাদ💖💖💖।



DSC_0363.JPG

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

বন্ধুরা জীবনের একটি বিশেষ অংশ। বন্ধুত্ব এমন একটি সম্পর্ক যা কোন কিছুর বিনিময়ে পাওয়া সম্ভব না। আসলে এই সম্পর্ক টার বিষয়ে কথা বলে শেষ করা যাবে না। বন্ধুরা মানসিক শান্তি দেয়। আপনি আপনার বন্ধুর সাথে কাটানো সময় গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমার নিজের বন্ধুদের সাথে কাটানো ভালো স্মৃতিগুলোর কথা মনে পড়ে গেল। আপনার জন্য অনেক শুভকামনা রইল।